জাতীয় স্বাস্থ্য মিশন প্রকল্পে জেলা ভিত্তিক কর্মী নিয়োগ, ইন্টারভিউ দিয়ে চাকরি -WB Health Recruitment

চুক্তি (contractual) কিংবা স্থায়ী, চাকরি (govt job)একটা হলেই হল। এই অবস্থায় সরকারি যে কোনও নিয়োগের (recruitment) খবর যে বেকার কর্ম প্রার্থীদের কাছে বেশ আনন্দের  তা বলাই বাহুল্য। ফের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। মাসে মোটা অঙ্কের বেতন দিয়ে সরকারি (government project) প্রকল্পে কর্মী নিয়োগ করবে রাজ্য। সম্প্রতি এই মর্মে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে রাজ্য স্বাস্থ্য ও পরিবার (health & family welfare) কল্যানের অধীনে সংশ্লিষ্ট জেলা মারফৎ। তবে এই প্রকল্পের ক্ষেত্রে যে কর্মী নিয়োগ করা হবে তা জেলাভিত্তিক। প্রকল্পের আওতায় নিযুক্ত কর্মীকে জাতীয় স্বাস্থ্য (NHM) মিশনের নিয়ম মেনে এবং রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যান দফতরের তত্বাবধানে কাজ করতে হবে সংশ্লিষ্ট জেলায়। এবার তাহলে আসুন এক নজরে দেখে নেওয়া যাক আবেদনের যাবতীয় খুঁটিনাটি তথ্য । 

প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ- Memo No- 914/CMOH/DARI   Dated – 18/04/2023 

প্রথমেই শূন্য পদের বিবরণ – 

এক্ষেত্রে আকাধিক বিষয়ে মোট ৫০ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 

১)  পদের নাম- ‘ অডিওলজিস্ট ‘  ( Audiologist)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা – 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে অডিওলজি এবং স্পীচ লাঙ্গুয়েজ (Speech Language Pathology) প্যাথলজি বিষয়ে B.Sc ডিগ্রিধারী হতে হবে । 

২)  পদের নাম- ‘ অডিওমেট্রিক অ্যাসিস্ট্যান্ট ‘  ( Aumetric Assistant)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা – 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান  থেকে অডিওলজি বিষয়ে DLHS ডিপ্লোমা ধারী হতে হবে । 

৩) পদের নাম- ‘ ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার ‘ ( Block  Accounts Manager)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা  ১ টি

বয়স সীমা – 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে  ৪০ বছরের মধ্যে।

মাসিক বেতন-

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২৬,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে বাণিজ্য অর্থাৎ কমার্স শাখায় গ্র্যাজুয়েট বা স্নাতক হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । 

৪) পদের নাম- ‘কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট’ (Community Health Assistant)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৭ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০  বছরের মধ্যে। আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত প্রার্থীরা  সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে সরকারী কোনও স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। অথবা প্রার্থীর নার্সিং –এর বিষয়ে (GNM/ B.SC ) ডিগ্রি থাকা আবশ্যিক।  এ ছাড়াও বাংলা ভাষায় দক্ষ হতে হবে। 

৫) পদের নাম- ফার্মাসিস্ট (Pharmacist)

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

বয়স সীমা – 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৪০  বছরের মধ্যে। সংরক্ষিত আসনের ক্ষেত্রে উপযুক্ত ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই ফার্মেসি বিষয়ে ডিপ্লোমা ধারি হতে হবে । এ ছাড়াও আবেদন কারিকে এ রাজ্যের বাসিন্দা হওয়ার পাসাপাশি বাংলা ভাষায় বিশেষ পারদর্শী হতে হবে । 

৬) পদের নাম- “সাইক্রিয়াটিক  / কমিউনিটি নার্স  ( Psychiatric / Community Nurse )

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে সাইকিয়াট্রিক নার্স পদের ক্ষেত্রে ২৫ হাজার  এবং কমিউনিটি নার্স পদের ক্ষেত্রে ১৫ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে GNM অথবা সাইকিয়াট্রিক নার্সিং বিষয়ে বি এস সি /এম এস সি ডিগ্রিধারী হতে হবে ।

৭) পদের নাম- “মেডিক্যাল অফিসার”(Medical Officer )

শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১+১  টি 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬২ বছরের মধ্যে

মাসিক বেতন– 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ৫০ থেকে ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীকে অবশ্যই সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে MBBS ডিগ্রি থাকতে হবে।

৮)  পদের নাম- ‘ ল্যাবরেটরি টেকনিশিয়ান ‘ ( Laboratory  Technician )

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২  টি ।   

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৯ থেকে  ৪০ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়াআ হয়েছে । 

মাসিক বেতন– 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২২,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা- 

প্রার্থীকে অবশ্যই বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে পাশাপাশি ল্যাবরেটরি টেকনিশিয়ানের কাজে অভিজ্ঞতা সহ স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ডিগ্রি অথবা ডিপ্লোমা থাকতে হবে। এছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে । 

৯) পদের নাম – ‘ কাউন্সিলর ‘ (Counsellor )

শূন্য পদ – উল্লেখিত পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ১ টি

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সোশ্যাল সায়েন্স বিষয়ে ডিগ্রিধারী হতে হবে ।  । পাশাপাশি হেলথ এডুকেশন / মাস কমিউনিকেশন বিষয়ে কাউন্সিলিং-য়ের ক্ষেত্রে ডিগ্রী অথবা অথবা ডিপ্লোমা ধারী  হতে হবে। এ ছাড়াও প্রাসঙ্গিক বিষয়ে অন্তত দু’বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।  

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১২,০০০ টাকা বেতন দেওয়া হবে ।  

বয়স

এই পদের ক্ষেত্রে আবেদন কারীর বয়স হতে হবে  ৪০বছরের   মধ্যে। 

১০) পদের নাম – ও এস টি সি নার্সিং (OSTC ANM )

শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

মাসিক বেতন- 

নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৪ হাজার টাকা বেতন দেওয়া হবে । 

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারীকে ANM ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি ব্যাচেলর অব সায়েন্স অথবা নার্সিং বিষয়ে ডিপ্লোমা ধারী প্রার্থীকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে । 

১১) পদের নাম- ‘ আই সি টি সি ল্যাবরেটরি টেকনিশিয়ান ‘ ( ICTC Lab  Technician )

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১  টি ।   

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬০ বছরের মধ্যে । 

মাসিক বেতন– 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ১৩,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা– 

প্রার্থীকে মেডিক্যাল ল্যাবরেটরি বিষয়ে ডিগ্রিধারী হতে হবে । এছাড়াও প্রার্থীকে ডি এম এল টি ডিপ্লোমা ধারী হতে হবে ।  পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । এছাড়াও আবেদনকারী প্রার্থীর কম্পিউটার বিষয়ে দক্ষতা থাকতে হবে ।

১৩) পদের নাম – ‘ যোগা নির্দেশক আয়ুশ প্রকল্প ‘ (Yoga Instructor AYUSH HWC)  

শূন্য পদ – উল্লেখিত পদে পুরুষ এবং মহিলা প্রার্থী মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ২৬ টি (পুরুষ – ১৩ টি – মহিলা ১৩ টি )

মাসিক বেতন- 

রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ সংশ্লিষ্ট পদে নিযুক্ত কর্মীদের মধ্যে পুরুষ কর্মীদের প্রতিমাসে ৮ হাজার এবং মহিলা কর্মীদের প্রতিমাসে ৫০০০  টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি প্রত্যেক সেশনে ২৫০ টাকা অতিরিক্ত পারিশ্রমিক দেওয়া হবে ।   

বয়স– 

আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ২১ থেকে ৪০  বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা– 

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । এ ছাড়াও যোগ শাস্ত্র বিষয়ে ডিপ্লোমা ধারী  হতে হবে । 

১৪) পদের নাম- ‘ এইচ এম ও আয়ুশ টেলিমেডিসিন  ‘ ( HMO AYUSH Telemdicine) 

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১  টি ।   

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে । 

মাসিক বেতন– 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ প্রতিমাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা– 

 এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে আয়ুশ প্রকল্প ও প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

১৫)  পদের নাম- ‘ মাল্টি টাস্কিং স্টাফ আয়ুশ টেলিমেডিসিন  ‘ ( Multi Tasking Staff AYUSH Telemdicine) 

শূন্যপদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১  টি ।   

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৬০ থেকে ৬৫ বছরের মধ্যে । 

মাসিক বেতন– 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর মারফৎ  প্রতিমাসে ১০ ,০০০ টাকা বেতন দেওয়া হবে । 

শিক্ষাগত যোগ্যতা– 

 এ ক্ষেত্রে আবেদনকারী মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে । 

কাজের ধরণ– 

সংশ্লিষ্ট যাবতীয় পদের ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে রাজ্য স্বাস্থ্য (WB HEALTH ) দফতরের অধীনে জাতীয় স্বাস্থ্য মিশনের (NUHM)  আওতায় কাজ করতে হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । 

প্রার্থী নির্বাচন– 

এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য ।  সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা যাচাই এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে ।  চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে । তবে নিয়োগের বিষয়ে কিছু সংখ্যক পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা দিতে হবে । পাশাপাশি নিয়োগের যাবতীয় বিষয় নির্ভর করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর । 

আবেদন পদ্ধতি – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে অফলাইন –  অনলাইন  দু’তরফেই আবেদন করতে হবে । অনলাইনে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে অনলাইনে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলার নির্দিষ্ট ওয়েব সাইট  -এ ঢুকে  নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে  নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । এরপর আবেদন পত্রের নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি  এবং সই (Signature) আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।  অনলাইনে আবেদন পত্রটি সাবমিট করার পর ওই আবেদন পত্রের একটি হার্ড কপি প্রিন্ট করে উক্ত আবেদন পত্রে দেওয়া সকল তথ্যের স্বপক্ষে দেওয়া ডকুমেন্টস – র প্রত্যয়িত নকল গুলি অ্যাটেস্টেড সহযোগে খাম বন্দি অবস্থায় নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট ঠিকানায় পাঠাতে হবে ।   

অফ লাইনে আবেদন পত্র পাঠানোর ঠিকানা – 

To The District Management Unit , District Health & Family Welfare Samity , G.T.A , R.N Sinha Road , Lowis Jublee Complex , 2nd Floor , PO & PS – Darjeeling Sadar, Pin – 734101 . 

আবেদন ফী –

উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০ টাকা আবেদন ফী জমা করতে হবে ।

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সঙ্গে রাখতে হবে । যেমন ,   

বয়সের প্রমানপত্র, 

জাতীগত সংশাপত্র, 

বাসস্থানের প্রমান পত্র, 

শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র , 

ভোটার কার্ড, 

আঁধার কার্ড,

উল্লেখিত পদ এবং কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতার সংশাপত্র ইত্যাদি । 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন  – (www.wbhealth.gov.in) অথবা (www.darjeeling.gov.in ) – এ 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের শেষ তারিখ ১৮ই মে’  অর্থাৎ  18/05/2023  

আমরা আছি আপনাদের সঙ্গে,  চোখ রাখুন bongodhara.com – এ 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG- #WB HEALTH #PUBLIC HEALTH #JOB #RECRUITMENT #HEALTH #NHM

Leave a Comment