জাহাজ মন্ত্রকে কর্মী নিয়োগ , চাকরি হবে কলকাতায়, এক্ষুনি আবেদন করুন -Shipping Job

সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে কোচিন শিপ ইয়ার্ড এর পক্ষ থেকে । তবে এই নিয়োগ টি সম্পন্ন হবে কেন্দ্রীয় (MINISTRY OF PORT & SHIPPING- WATERWAYS ) জাহাজ ও বন্দর মন্ত্রকের অধীনে ।  দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে এই আবেদন করতে পারবেন । এ ক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে কোলকাতায় । 

কোচিন শিপ (COCHIN SHIPYARD ) ইয়ার্ড এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি জুন মাসের ২৬ তারিখ অর্থাৎ 26/06/2023 এর মধ্যে আবেদন করতে হবে । আবেদন করতে হবে অনলাইনে । এক্ষেত্রে আবেদন ও নিয়োগ সম্পর্কিত যাবতীয় বিষয় জানতে ক্লিক করুন www.cochinshipyard.in -এ 

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমেই ডেকে নেওয়া হবে অনলাইন টেস্টের জন্য । পরবর্তী ধাপে প্র্যাকটিক্যাল টেস্ট এবং শারীরিক সক্ষমতার পরীক্ষায় উত্তীর্ণ সফল এবং যোগ্য প্রার্থীদের  হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , 

ফায়ার ম্যান এবং জুনিওর সেফটি অ্যাসিস্ট্যান্ট এই দুটি পদের ক্ষেত্রে চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্ব সীমা ৪৫ বছর । 

শিক্ষাগত যোগ্যতা – 

ফায়ার ম্যান পদের ক্ষেত্রে ফায়ার সম্পর্কিত বিষয়ে সরকারি বা আধা সরকারি বা সরকারি নিয়ন্ত্রণাধীন সংস্থায় কাজের অভিজ্ঞতা থাকতে হবে । পাশাপাশি ফাস্ট এইড বিষয়ে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট থাকতে হবে । 

অন্যদিকে জুনিওর সেফটি অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে গেলে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ফায়ার অ্যান্ড সেফটি বিষয়ে ডিপ্লোমা ধারি হতে হবে । 

মাসিক বেতন – 

নিযুক্ত কর্মীকে কেন্দ্রীয় সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে ২১,৩০০ থেকে ৬৯,৮৪০ টাকা বেতন দেওয়া হবে । এর সঙ্গে রয়েছে যাবতীয় সরকারি এবং আর্থিক সুবিধা । 

আবেদনের সময় সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার নামে ৭০০ টাকা আবেদন ফী জমা করতে হবে । সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই ।  

সরকারি চাকরির টাটকা আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

TAG – #SHIPYARD #SHIPPING JOB #GOVT JOB #MINISTRY OF PORT & SHIPPING

Leave a Comment