পশ্চিমবঙ্গের জেলা আদালতে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যে ক্লার্ক ও গ্রুপ ডি লেভেলের পদে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হলে এই পদে আবেদন করতে পারবেন। মহিলা ও পুরুষ উভয় আবেদনের যোগ্য। যে সমস্ত চাকরি প্রার্থী জেলা আদালতে চাকরি করতে ইচ্ছুক বা আগ্রহী এবং যোগ্য তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হবে। West Bengal District Judge Recruitment 2023
কী কী পদে নিয়োগ করা হবে :
1. বেঞ্চ ক্লার্ক ( Bench Clerk)
2. স্টেনোগ্রাফার (Stenographer)
3. পিয়ন (Peon)
বয়সসীমা : যে সমস্ত চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের বয়স হতে হবে 62 বছরের নিচে।
শিক্ষাগত যোগ্যতা : 1. বেঞ্চ ক্লার্ক পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য সঙ্গে বাংলা ও ইংরেজি টাইপিং দক্ষতা ভালো হতে হবে।
2. স্টেনোগ্রাফার পদের জন্য বয়স হতে হবে মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার নলেজ ও টাইপিং স্পিড ভালো হতে হবে। প্রতি মিনিটে 30 শব্দ।
3. পিয়ন পদের জন্য শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম অষ্টম পাশ বা তার সমতুল্য।
আবেদন পদ্ধতি :
যে সকল চাকরি প্রার্থী উপযুক্ত যোগ্যতা রাখে তাদের আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড লিঙ্ক নিচে দেওয়া হবে। সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন পত্র ডাউনলোড করে পরে প্রিন্ট আউট বের করে সঠিক ভাবে পূরণ করতে হবে। আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস এর জেরক্স কপি জমা করতে হবে।
আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করতে হবে :
1. মাধ্যমিক অ্যাডমিট বা বয়সের প্রমাণ পত্র
2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
3. পাসপোর্ট সাইজের ছবি
4. জাতিগত সংশয় পত্র
5. কম্পিউটার সার্টিফিকেট
6. পদ সম্পর্কীয় অন্যান্য জরুরি ডকুমেন্টস
7. অন্যান্য
আবেদনের শেষ তারিখ : অফলাইন আবেদন পত্র জমা নেওয়া চলবে 30-05-2023 পর্যন্ত।
আবেদন পত্র স্ক্রুটিনি চলবে 01-06-2023 থেকে 03-06-2023 পর্যন্ত।
ইন্টারভিউ এর তারিখ : 06-06-2023 থেকে 08-06-2023 পর্যন্ত ইন্টারভিউ প্রক্রিয়া চলবে।
নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে আবেদনকারীদের নিয়োগ করা হবে শুধু ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদন পত্র জমা করার ঠিকানা : District Judge, Krishnagar, Nadia, Zilla Adalat Bhaban, 741101।
বিশেষ ঘোষণা : এক্ষেত্রে কেবল সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হলে আবেদন করতে পারবেন।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
অফিসিয়াল নোটিশ : ক্লিক করুন
Join Telegram Channel : Click Here