বেকার কর্মপ্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। বিভিন্ন যোগ্যতা প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংশ্লিষ্ট নোটিশে জানানো হয়েছে, টাকা ছাপার দপ্তরে সংশ্লিষ্ট শূন্যপদ গুলি পূরণ করা হবে। দেশের যে কোনো প্রান্ত থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে মেয়ে উভয় কর্মপ্রার্থী আবেদনের যোগ্য। যে সমস্ত আগ্রহী প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। Bank Note Press Dewas Supervisor Recruitment
কী কী পদে নিয়োগ করা হবে ও তার সম্পর্কে বিস্তারিত নিচে দেওয়া হল –
1. সুপারভাইজার ( Printing) -8
2. সুপারভাইজার ( Control) -3
3. সুপারভাইজার ( Information Technology) -1
4. জুনিয়র অফিস অ্যাসিস্টেন্ট -4
5. জুনিয়র টেকনিশিয়ান ( Printing) -27
6. জুনিয়র টেকনিশিয়ান (Control) -45
7. জুনিয়র টেকনিশিয়ান – 15
8. জুনিয়র টেকনিশিয়ান ( Mechanical /Air Conditioning) – ৩
9. জুনিয়র টেকনিশিয়ান (Electrician /Information Technology) -4
10. জুনিয়র টেকনিশিয়ান ( Civil / Environment) -1
কীভাবে আবেদন করতে হবে : যে সমস্ত বেকার যুবক যুবতীরা সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক বা আগ্রহী তাদের অনলাইনে মাধ্যমে আবেদন করতে পারবেন। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে আবেদন করতে পারবেন। আবেদন শেষ হলে প্রিন্ট আউট বের করতে হবে কিন্তু অফলাইনে আবেদন পত্র জমা করতে হবে না।
আবেদনের শেষ তারিখ : অনলাইনে আবেদন করতে পারবে 21/08/2023 তারিখের পূর্বে।
যোগ্যতা : যে সমস্ত আগ্রহী প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিভিন্ন পদের জন্য বিভিন্ন। মাধ্যমিক /উচ্চ মাধ্যমিক / গ্রেজুয়েট / আইটিআই / ডিপ্লোমা / ডিগ্রি / বিই /ইন্জিনিয়ারিং প্রভৃতি যোগ্যতা থাকতে হবে।
বয়সসীমা : এক্ষেত্রে বয়স হতে বিভিন্ন পদের জন্য বিভিন্ন। সাধারণত কিছু পদের জন্য সর্বোচ্চ বয়স হতে হবে 25 বছর ও 30 বছর। এছাড়াও রিজার্ভ গোষ্ঠির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
More News : Click Here
Join Telegram Channel : Click Here