বর্তমান বাজারে চাকরির চিন্তা ছেড়ে অনেকেই ব্যবসাকে জীবন জীবিকা হিসাবে বেছে নিতে চাইছেন । কিন্তু সেখানেও রয়েছে হাজার বিপত্তি । কারণ ব্যবসার জন্য প্রথমেই প্রয়োজন পুঁজি অর্থাৎ মূলধনের । টাকা দেবে কে ? পর্যাপ্ত টাকার অভাবে অনেকেই ব্যবসা শুরু করতে পারেন না । কিন্তু চিন্তার কারণ নেই । অল্প পুঁজিতে ডিলার শিপের ব্যবসা করলে আপনার ব্যবসা করার স্বপ্ন পূরণ হবে সহজেই । কারণ ডিলার শিপের ব্যবসায় টাকা নিয়ে চিন্তার করতে হবে না । শুধু যে কোম্পানির ডিলার শিপ নেওয়া হবে সেই সংস্থার নিয়ম মতো চললেই প্রতিমাসে মোটা টাকা ইনকাম অবধারিত । কিন্তু ডিলারশিপ আসলে কি ? এই ব্যবসা কিভাবে শুরু করবেন ? আজ আমরা এমন কিছু কোম্পানির ডিলার শিপের ব্যবসা সম্পর্কে আইডিয়া দেবো যা থেকে আপনার ব্যবসার স্বপ্ন পূরণ হবে সহজেই । Business Idea
ডিলার শিপ আসলে কি ?
কোনও কোম্পানির ডিলারশিপ নেওয়ার অর্থ হল একটি নির্দিষ্ট এলাকায় সেই কোম্পানির পণ্যের বিপণন ও বন্টনের যাবতীয় দায়িত্ব নেওয়া। এক্ষেত্রে যে কোনও পন্যের ডিলার শিপ নিলে ওই এলাকায় গ্রাহকদের হাতে সেই পন্য পোঁছে যাবে আপনার মাধ্যমে । পাশাপাশি ওই এলাকার কাস্টোমার বা গ্রাহক কে যাবতীয় সুবিধা দিতে হবে আপনাকেই । যেমন ধরুন আপনি একটি স্বনাম ধন্য বিস্কুট কোম্পানির ডিলার শিপ নিয়েছেন । এক্ষেত্রে ওই এলাকায় কোম্পানির যাবতীয় দায়িত্ব আপনার অপরেই ন্যস্ত হবে ।
ডিলার শিপের নিয়ম ?
ডিলারশিপ ব্যবসা করতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে একটি চুক্তিতে আবদ্ধ হতে হয়। অর্থাৎ একটি ডিলারশিপ চুক্তিপত্র সই করতে হয়। এই চুক্তিপত্রে ব্যবসার যাবতীয় শর্ত বিস্তারিতভাবে লেখা থাকে। প্রতিটি ডিলারশিপ ব্যবসার কিছু চাহিদা থাকে যা কোম্পানি থেকে নির্দিষ্ট করে দেওয়া হয়। এক্ষেত্রে পন্য ওঠানো – নামানো , গুদাম জাত করণ থেকে শুরু করে বিক্রয় সবই থাবে চুক্তি মোতাবেক । পাশাপাশি কোনও কোনও সময় ডিলার শিপ থাকলেও নির্দিষ্ট কোম্পানির পন্য অনেক সময় নগদে কিনতে হয় । এক্ষেত্রে ডিলার কে বিক্রয়ের ওপর মোটা অঙ্কের কমিশন দেওয়া হয় কোম্পানির তরফে ।
তবে ডিলার শিপ নিতে হলে প্রথমেই প্রয়োজন মার্কেট সার্ভে অর্থাৎ বাজার যাচাই । এক্ষেত্রে আপনি যে এলাকায় আপনার ব্যবসা শুরু করতে চাইছেন সেই এলাকায় ঠিক কি ধরণের পন্যের চাহিদা রয়েছে তা আপনাকে প্রথমেই যাচাই করে নিতে হবে । কারণ ক্রেতা না থাকলে কোনও ব্যবসায় পসার জমানো বেশ কঠিন ।
এক্ষেত্রে বর্তমান সময়ে বাজারের চাহিদা এবং বিশেষজ্ঞদের পরামর্শ মতো নিম্ন লিখিত আইটেম বা পন্যের ডিলার শিপ নেওয়া জেতে পারে । যেমন , গাড়ির যন্ত্রাংশ অর্থাৎ পার্টস , কৃষি কাজে ব্যবহৃত কীট নাশক – সার , প্রসাধন অর্থাৎ সাজ গোঁজের আইটেম , বিল্ডিং অথবা কন্সট্রাকশনের যেমন সিমেন্ট লোহার রড , ফাস্ট ফুড আইটেম , ওষুধ থেকে শুরু করে বই – জুতো এমনকি খাবার জিনিসের আইটেম – এর ডিলার শিপ নেওয়া যেতে পারে । তবে কোন কোম্পানির ডিলার শিপ নিয়ে আআপ্নি আপনার কারবার শুরু করবেন তা ঠিক করতে হবে আপনাকেই । এর জন্য এখনই যাচাই করুন বাজার । আর নিজের সুবিধা মতো অল্প পুঁজিতে শুরু করুন ডিলার শিপের ব্যবসা ।
এই ধরণের ব্যবসায়িক টিপস পেতে নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #NEW IDEA #BUSINESS #TIPS #SELF BUSINESS #MAKING MONEY #INCOME TIPS #DEALERSHIP BUSINESS