টাটা কোম্পানিতে প্রচুর গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -TATA Recruitment

মুম্বাই – দেশ কিংবা বিদেশ টাটা টাটাই , শিক্ষা থেকে স্বাস্থ্য এমনকি লবন পর্যন্ত , দেশের মানুষের দৈনন্দিন জীবনে টাটা কোম্পানির গুরুত্ব বলে বোঝানো দায় । তার ওপর টাটা কোম্পানির দৌলতে চাকরি করছেন বহু মানুষ । এবার কর্মী নিয়োগ হতে চলেছে টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্সে। এক্ষেত্রে শূন্য পদ একাধিক । এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট সংস্থা মারফৎ । এক্ষেত্রে গোটা দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । তাহলে আসুন জেনে নেওয়া যাক প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় বিষয় গুলি । 

টাটা ইন্সটিটিউট অব সোশ্যাল সায়েন্সে – তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় আবেদন জানাতে হবে ২৬ ষে জুন অর্থাৎ 26/06/2023 -য়ের মধ্যে । আবেদন ও নিয়োগ প্রক্রিয়ায় কোনও পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে । 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে বেশ কয়েক টি পদ যেমন

0.রেজিস্টার

1.ডেপুটি লাইব্রেরিয়ান 

2.অ্যাসিস্ট্যান্ট রেজিস্টার 

3.অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পাবলিকেশন 

4. সিস্টেম অ্যানালিস্ট কাম প্রোগ্রামার 

5.হেলথ অফিসার 

6.ফিল্ড ওয়ার্ক কো -অর্ডিনেটর

7.সেকশন অফিসার 

8.প্রোগ্রামার

9.হর্টিকালচার

10.টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট 

11.স্টেনোগ্রাফার 

12.সাইকিয়াট্রিক সোশ্যাল ওয়ার্কার 

13.সোশ্যাল ওয়ার্কার

14.লোয়ার ডিভিশন ক্লার্ক 

15.ডাটা এন্ট্রি অপারেটর

16.টেলিফোন অপারেটর

17.প্রজেক্ট সাউন্ড অপারেটর কাম ইলেক্ট্রিশিয়ান – 

উল্লেখিত পদগুলিতে শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া  হয়েছে । 

শূন্য পদ – 

উল্লেখিত পদ গুলিতে মোট শূন্য পদের সংখ্যা  ৪১ টি 

বয়স সীমা – 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের বয়সের ঊর্ধ্বসীমা ৩০ থেকে ৫৭ বছর । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা – 

সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর ডিগ্রী সহ কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

বেতন – 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের নির্দিষ্ট পদ অনুযায়ী কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । 

নিয়োগ পদ্ধতি – 

নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র প্রাসঙ্গিক বিষয়ের ওপর টেস্ট এবং ইন্টারভিয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে ন্যগ পত্র তুলে দেওয়া হবে । 

আবেদন প্রক্রিয়া – 

আবেদনের ক্ষেত্রে প্রথমে অনলাইনে নির্দিষ্ট ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর যথাযথ ভাবে পূরণ করে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । একজন আবেদনকারী একাধিক পদে আবেদন করতে চাইলে নির্দিষ্ট পদের জন্য নির্দিষ্ট আবেদন পত্র পাঠাতে হবে ।

আবেদন ফী – 

সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদন জানাতে হলে সাধারণ ক্যাটাগরি প্রার্থীদের ১০০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফী পাঠাতে হবে । 

আবেদন ও নিয়োগ সম্পর্কে আর বিস্তারিত জানতে ক্লিক করুন – www.tiss.edu

আমরাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com – এ 

written by – Somnath Pal . 

Official Notice : Click Here

Join Telegram Channel : Click Here

TAG – #EDUCATION #JOB #RECRUITMENT #TATA #INSTITUTE OF SOCIAL SCIENCE

Leave a Comment