টাটা ট্রাস্ট সকল পড়ুয়াদের দিচ্ছে 50 হাজার টাকা, আবেদন করলেই সুযোগ -TATA Capital Pankh Scholarship

 পড়ুয়াদের কথা মাথায় রেখে শুধু সরকার পক্ষ নয় অনবরত সাহায্যের হাত বাড়িয়েছে দেশের স্বনামধন্য কোম্পানি গুলিও। যে সকল পড়ুয়ারা তাদের পড়াশোনা আরও এগিয়ে নিয়ে যেতে চাি কিন্তু আর্থিক দিক থেকে পিছিয়ে এমন পড়ুয়াদের কথা মাথায় রেখে আমরাও প্রতিনিয়ত নয়া নয়া স্কলারশিপের সন্ধান করেই চলেছি। এবার এমন এক স্কলারশিপের খবর নিয়ে আপনাদের উপস্থিত হয়েছি যেখানে অন্যান্য স্কলারশিপের তুলনায় বেশি টাকা প্রদান করা হবে। দেশের যে প্রান্ত থেকে পড়ুয়ারা আবেদন করতে পারবেন। Tata Scholarship 

আজকে যে স্কলারশিপের খবর নিয়ে উপস্থিত হয়েছি সেটি হলো দেশের সনামধন্য কোম্পানি TATA-র। স্কলারশিপের নাম হলো TATA Capital Pankh Scholarship বা টাটা স্কলারশিপ। যেখানে পড়ুয়ারা ষষ্ঠ শ্রেণি থেকে পোস্ট গ্রেজুয়েট পর্যন্ত আবেদন করতে পারবেন। এখানে টাকার পরিমানও হবে অনেকটাই বেশি। সাধারণত 12 হাজার টাকা থেকে 50 হাজার টাকা স্কলারশিপ দিবে এই কোম্পানি। আসুন তাহলে জেনে নেওয়া যাক বিস্তারিত। 

কারা কারা এই স্কলারশিপে আবেদন করতে পারবেন

1. দেশের যে কোনো প্রান্তের বাসিন্দা হতে হবে 

2. ষষ্ঠ থেকে পোস্ট গ্রেজুয়েট পর্যন্ত আবেদন করতে পারবে 

3. পারিবারিক বাৎসরিক আয় হতে হবে 4 লক্ষের কম 

4. ছাত্র ছাত্রীদের শেষ বৎসরে কমপক্ষে 60 শতাংশ নম্বর থাকতে হবে 

টাকার পরিমান

এক্ষেত্রে ষষ্ঠ শ্রেণি থেকে পোস্ট গ্রেজুয়েট পর্যন্ত স্কলারশিপ দেওয়া হবে তাই এক্ষেত্রে টাকার পরিমান 12 হাজার থেকে 50 হাজার টাকা। 

কীভাবে আবেদন করবেন :

এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে। সেখান থেকে ডাইরেক্ট ক্লিক করে অথবা অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে। তার জন্য বৈধ মোবাইল নম্বর ও ইমেইল এড্রেস থাকতে হবে। এরপর লগইন করে পুরো ফর্ম ফিলাপ করে ফাইনাল সাবমিট করতে হবে। 

আবেদন করতে নথিপত্র :

1. বয়সের প্রমাণ পত্র 

2. পরিচয় পত্র হিসেবে আধার বা ভোটার কার্ড

3. পারিবারিক আয়ের সুপারিশ পত্র 

4. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)

5. পাসপোর্ট সাইজের ছবি 

6. শেষ পরীক্ষার পাশ মার্কশিট 

7. অন্যান্য 

আবেদনের তারিখ সমূহ : এক্ষেত্রে অনলাইন আবেদন গ্রহণ চলছে তবে অক্টোবর মাস পর্যন্ত আবেদন করতে পারবেন। 

Online Apply Link : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment