টেট ২০২২ ফেল প্রার্থীদের জন্য সুসংবাদ, বাড়তে চলেছে টেট নম্বর, নতুন করে পাশ করবে অনেকেই -WB TET 22

 পশ্চিমবঙ্গ প্রাইমারি টেট পরীক্ষার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্য প্রাইমারি টেট ২০২২ নিয়ে নয়া বিজ্ঞপ্তি জারি করলো প্রাইমারি পর্ষদ। বিজ্ঞপ্তি অনুযায়ী হতে পারে প্রাইমারি টেট প্রার্থীদের জন্য বিরাট সুখবর। সারা রাজ্যের সকল টেট প্রার্থীদের জন্য ফের নয়া আপডেট আসলো। ইতিমধ্যে পর্ষদ কর্তৃক বিজ্ঞপ্তিও জারি করেছে। WB TET 2022

গত বছরের শেষে অর্থাৎ ১১ ডিসেম্বর শেষ টেট পরীক্ষা নেওয়া  হয়। তার রেজাল্টও খুব তাড়াতাড়ি প্রকাশও করা হয়। যদিও এবছর টেট পাশ হার ছিল সর্বোচ্চ। মোটের প্রায় ২৫ শতাংশ প্রার্থী এই পরীক্ষায় পাশ করে। তার সংখ্যা দাড়ায় প্রায় ১.৫ লক্ষে যা পূর্ববর্তী টেট পাশ তুলনায় অনেক বেশি। 

টেটে স্বচ্ছতা আনতে একের পর এক নয়া পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ প্রাথমিক পর্ষদ। টেট পরীক্ষায় বিরাট পরিবর্তন এনেছে নয়া পর্ষদ সভাপতি। তিনি শুধু মুখেই বলেনি করেও দেখিয়েছেন। সম্প্রতি টেট পরীক্ষা নয়া সিলেবাস অনুযায়ী নিয়ে তার ফলাফলও প্রকাশ করলো প্রাইমারি শিক্ষা পর্ষদ। তবে সেই পরীক্ষায় মোট প্রায় ৬ লক্ষের মধ্যে পাশ করে ১.৫ লক্ষ যা ২৫ শতাংশের কাছাকাছি। কিন্তু আরও পাশের হার বাড়াতে নয়া পদক্ষেপ প্রাইমারি শিক্ষা পর্ষদের। 

ব্যবসা আপনার টাকা দেবে সরকার , সরকারি সাহায্যে এখনই শুরু করুন এই ব্যবসা, আয় করুন প্রচুর অর্থ- New Business Idea 

সম্প্রতি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আরও বহু প্রার্থী টেট পাশ করতে চলেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীরা সুযোগ পাবে PPS/PPR করার। যারা পাশ করতে পারেনি বা মাত্র কয়েক নম্বরের জন্য ফেল করেছে তাদের জন্য এটি একটি বিরাট সুযোগ পাশ করার। PPS/ PPR করে আরও বহু টেট প্রার্থী পাশ করতে পারবে বলে অনুমান করা হচ্ছে। 

এবার কথা হচ্ছে কীভাবে PPS/PPR এর সুযোগ পাবেন? 

এই সুবিধা শুরু হবে ০৩-০৩-২০২৩ সন্ধ্যা ৫ টার পর থেকে। তবে PPS/PPR বিনামূল্যে করতে পারবেনা। এক্ষেত্রে প্রশ্ন চ্যালেঞ্জের মতো টাকা দিয়ে এই সুবিধা দেওয়া হবে। 

আবেদন করতে অফিসিয়াল ওয়েবসাইট অর্থাৎ পর্ষদের ওয়েবসাইট এ গিয়ে প্রাইমারি টেট ১-৫ অপশন ক্লিক করতে হবে। তারপর PPS/PPR আবেদন লিঙ্কে ক্লিক করে এই সুযোগ টি নিতে পারবেন। 

More Job News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment