ডিএ নিয়ে সুসংবাদ! রাজ্য সরকারি কর্মীদের পাশে দাড়ালো কেন্দ্রের কর্মীরা, চাপ বাড়লো সরকারের -WB Govt employees

কলকাতা : বন্ধু তুমি এগিয়ে চলো আমার তোমার সঙ্গে আছি , স্লোগান টা বেশ পুরনো । তবুও বর্তমান সময়ে বেশ প্রাসঙ্গিক । আর হবে নাই বা কেন । কারণ এবার ন্যায্য পাওনা গণ্ডার দাবিতে বিশেষ করে ডি এ (DA) আন্দোলনে রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়ালো কেন্দ্রীয় সরকারি কর্মীরা । শুধুই কি পাশে থাকার বার্তা, রীতিমতো পথে নেমে আন্দলোনেও সামিল হলেন এ রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা । শুক্রবারই কলকাতা মহানগরীর বুকে দেখা গেল তার স্পষ্ট ছবি । আসলে রাজ্য সরকারি কর্মীদের দাবি একটাই , কেন্দ্রীয় হারে ডি এ দিতে হবে তাদের । এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করে শুক্রবার রাজ্য বিধানসভা অভিযানের ডাক দেয় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের ২৮ টি সংগঠন । আর সেই বিধানসভা অভিযানের মিছিলে রাজ্য সরকারি কর্মীদের সঙ্গে পা মেলালেন এ রাজ্যে কর্মরত কেন্দ্রীয় সরকারি কর্মীরা । এবিষয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের দাবি , রাজ্য সরকারি কর্মীদের ডি এ -র দাবি ন্যায্য এবং যুক্তি সঙ্গত ।

তবে শুধু যে কেন্দ্রীয় সরকারি কর্মীরাই নয় এ বিষয়ে গত বছরই মে মাসে কলকাতা হাইকোর্টও রাজ্য সরকারি কর্মীদের ডিএ- এর দাবিকে ন্যায্য এবং যুক্তি সঙ্গত বলে উদ্ধৃত করে । পাশাপাশি রাজ্য সরকার কে কর্মীদের বকেয়া ডি এ তিন মাসের মধ্যে মিটিয়ে দেওয়ার নির্দেশ দেয় । কিন্তু তার পরেও রাজ্য সরকারের যে হুঁশ ফেরেনি তার প্রমাণ রয়েছে হাইকোর্টে ঝাড়ি খেয়ে  সুপ্রিম কোর্টে লিভ পিটিশন দাখিলের নমুনায় ।  তবে আদালতের পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের পাশে দাঁড়িয়ে  কেন্দ্রীয় সরকারি কর্মীদের এই সহমর্মিতা যে রাজ্য সরকার কে বেশ বিপাকে ফেলবে  তা বলাই বাহুল্য । 

আসলে গত বছরের শেষের দিকে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য সপ্তম বেতন কমিশন লাঘু করেছে কেন্দ্র সরকার । আর তাতেই সপ্তম বেতন কমিশন অনুযায়ী কেন্দ্র সরকারি কর্মীদের বর্তমান DAএর পরিমাণ ৩৮ শতাংশ । আগামী দিনে ৩- ৪ শতাংশ বেড়ে তা পৌঁছে যাবে ৪২ -এর কোটায় ।  সেখানে রাজ্য সরকারি কর্মীদের ডি এ – এর পরিমাণ মাত্র ৬ শতাংশ । কিন্তু এতো কিছুর পরও যে রাজ্য সরকারি কর্মীদের একমাত্র ভরসার জায়গা সেই আদালত তা আর বলার অপেক্ষা রাখেনা।  কারণ , রাজ্য সরাকারি কর্মীদের ডি এ মামলা আপাতত ঝুলে রয়েছে সুপ্রিম কোর্টের দরজায় । আদালতের নির্দেশ মতো আগামী ১৫ই মার্চ পরবর্তী শুনানি । কখনও পথে নেমে আন্দোলন কখনও স্যাট অর্থাৎ স্ট্রেট অ্যাড মিনিস্ট্রেটিটিভ ট্রাইবুন্যাল আবার কখনও কলকাতা হাইকোর্টের দরজায় কড়া নেড়েও শেষ পর্যন্ত তাদের ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র পাওনা গণ্ডা থেকে এখনও বঞ্চিত রাজ্য সরকারি কর্মীরা । 

সম্প্রতি রাজ্য বাজেটে  সরকারি কর্মীদের জন্য ৩ শতাংশ ডি এ ঘোষণা করেছে রাজ্য সরকার । আর আর তার পরেই  রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনের মাত্রা আরও তীব্র । এ বিষয়ে সম্প্রতি রাজ্য সরকার ঘোষিত ৩ শতাংশ ডিএ- কে ভিক্ষার দান বলে কটাক্ষের সুর শোনা গিয়েছে  রাজ্য সরকারি কর্মীদের মুখে  । পাশাপাশি মাত্র তিন শতাংশ ডিএ অর্থাৎ রাজ্য সরকারের এই দয়ার দান যে  তারা নেবেন না সে কথাও আন্দোলন রত সরকারি কর্মীরা স্পষ্ট করেছেন ইতিমধ্যেই । রাজ্য সরকারি কর্মীদের দাবি একটাই , কেন্দ্রীয় হারে ডি এ দিতে হবে তাদের । এ বিষয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে এক প্রকার জেহাদ ঘোষণা করে শুক্রবার রাজ্য বিধানসভা অভিযানের ডাক দেয় আন্দোলনকারী রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের ২৮ টি সংগঠন । পাশাপাশি আগামী সোম ও মঙ্গলবার সপ্তাহের প্রথম দু’দিন গোটা রাজ্য জুড়ে কর্ম বিরতির ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ।  

রাজ্য সরকারি কর্মীদের আমরণ অনশন মঞ্চে ইতিমধ্যই অসুস্থ হয়ে হাসপাতালে ঠাই হয়েছে দুই সরকারি কর্মীর । ইতিমধ্যেই  গন অবস্থান ও আমরণ অনশন মঞ্চ ডি এ -এর দাবিতে থেকে রাজ্য সরকার কে চরম হুঁশিয়ারি দিয়েছে আন্দোলন রত সরকারি কর্মীরা । তাদের দাবি রাজ্য সরকার তাদের ন্যায্য দাবি না মেটালে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে কাজ করবেন না তারা । এ বিষয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কে ইতিমধ্যেই চিঠি দিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য সরকারি কর্মী সংগঠনের যৌথ সংগ্রামী মঞ্চ । পাশাপাশি রাজ্য নির্বাচন কমিশনের আধিকারিক কেও এই স্পর্শ কাতর বিষয়টি সম্পর্কে জানানো হয়েছে বলে দাবি করেছে রাজ্য সরকারি কর্মী ইউনিয়নের নেতৃত্ব । তবে রাজ্য সরকারের হুঁশ ফেরাতে শুধুমাত্র আদালতের ওপর ভরসা না করে পথে নেমে চরম আন্দোলনের ডাক দিয়েছে রাজ্য সরকারি কর্মীদের ২৮ টি সংগঠনের কর্মীরা । শেষ পর্যন্ত রাজ্য সরকার সরকারি কর্মীদের দাবিকে মান্যতা দেয় কিনা সেটাই এখন দেখার । তবে বকেয়া পাওনা গণ্ডার দাবিতে আগামীতে রাজ্য যে একপ্রকার অচল হওয়ার জোগাড় তা বলাই বাহুল্য । পাশাপাশি রাজ্য সরকারি কর্মীদের আন্দোলনে কেন্দ্রীয় সরকারি কর্মীরা পাশে দাঁড়িয়ে  এই আন্দোলনে নতুন মাত্রা যোগ করল বলেই মত দিয়েছেন রাজনৈতিক বিশ্লেষকরা । 

written by – Somnath Pal. 

More Job News : Click Here


Telegram Channel : Click Here

TAG – #DA #HIGHCOURT #GOVT #SALARY  #DEARNESS ALLOWANCE #WB #ASSEMBLY

Leave a Comment