ডিএ পেতে ফের বড় সিদ্ধান্ত সরকারি কর্মীদের, রইল বিস্তারিত -WB Govt Employees DA News

কলকাতা – রাজ্য ছাড়িয়ে এবার দিল্লির মাটিতে। যত দিন যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ । আসলে ন্যায্য পাওনা অর্থাৎ বকেয়া ডি এ -র দাবিতে যে তারা একবিন্দু হাল ছাড়তে নারাজ তার নমুনা পরোতে পরোতে । রাজ্য সরকারের কোনও হুমকি কিংবা কড়া নির্দেশে যে তারা বিন্দু মাত্র ভীত নন তার প্রমান মিলেছে বেশ কিছুদিন আগেই । তবে এবার রাজ্যের গণ্ডি ছাড়িয়ে সুদুর দিল্লির মাটিতে তাদের দাবির সমর্থনে ধর্নায় বসতে চলেছে এ রাজ্যের আন্দোলনরত সরকারি কর্মীরা । মঙ্গলবার এমনই এক নজিরবিহিন সিদ্ধান্তের কথা জানিয়েছেন সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক । পাশাপাশি ডিএ- এর বিষয়ে রাজ্য সরকারের ঘুম ছোটাতে এদিন আন্দোলনরত সরকারি কর্মী ইউনিয়নের পক্ষ থেকে নেওয়া হয়েছে এক গুচ্ছ কর্মসূচি । যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য ।

মঙ্গলবার সংগ্রামী যৌথ মঞ্চের তরফে এক প্রকার হুমকির সুরে স্পষ্ট জানানো হয়েছে , এবার এই আন্দোলন পৌঁছে যাবে দিল্লির বুকে । সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই দিল্লি অর্থাৎ দেশের রাজধানীর মাটিতে সদর রাস্তায় বকেয়া পাওনা অর্থাৎ ন্যায্য ডিএ -এর দাবিতে ধর্নায় বসতে চলেছে এ রাজ্যের অগনিত আন্দোলনরত সরকারি কর্মীরা । পাশাপাশি এ বিষয়ে স্বয়ং রাষ্ট্রপতির নজর বা দৃষ্টি আকর্ষণ করতে  আবেদন জানানো হবে বলেও জানানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফে । আগামী ২৬ শে মার্চ সেই কর্মসূচীর সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি দ্রৌপদি মুর্মুর কাছে গণ মেইল করা হবে বলে সাফ জানিয়ে দেওয়া হয়েছে আন্দোলন রত সরকারি কর্মীদের তরফে । এছাড়াও  মহার্ঘ ভাতা প্রদান না করা এবং চাকরির ক্ষেত্রে দুর্নীতির ফলে রাজ্যে যে সাংবিধানিক কাঠামো ভেঙে পড়েছে, তা নিয়ে রাষ্ট্রপতি যাতে হস্তক্ষেপ করেন, সেই আর্জি জানানো হবে বলে সাফ জানিয়েছেন যৌথ মঞ্চের আহ্বায়ক ।

পাশাপাশি আগামী ৩০ মার্চ গোটা রাজ্য জুড়ে গণছুটির ডাক দেওয়া হয়েছে। সেদিন কলকাতায় দুটি মহামিছিল হবে  এবং শহিদ মিনারে মহাসমাবেশ হবে। একটি মিছিল আসবে হাওড়া থেকে। অপর একটি মিছিল শিয়ালদা থেকে আসবে বলে জানিয়েছেন যৌথ সংগ্রামী মঞ্চের আহ্বায়ক ।   তাহলে কি এবার রাজ্যের কর্ম সংস্কৃতি সত্যি সত্যিই শিকেয় ওঠার জোগাড় । বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই। আসলে বেতন কেটে নেওয়াই হোক কিংবা চাকরি জীবনে ছেদ ,  একেবারে শুরুর দিন থেকেই  রাজ্য সরকারের  কড়া অবস্থান কে গুরুত্ব দিতে নারাজ রাজ্য সরকারি কর্মীরা । পাল্টা ডিএ  নিয়ে আন্দোলন – ধর্মঘটের সিদ্ধান্তেই অনড় রাজ্য সরকারি কর্মীরা । এনিয়ে রাজ্য সরকারের মনোভাব প্রকাশ্যে আসতেই পাল্টা আন্দোলনরত সরকারি কর্মীদের তরফে হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে । 

এমনিতে  যত দিন যাচ্ছে তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে সংঘাতের আবহ । সরকারি কর্মীদের প্রতি রাজ্য সরকারের যেমন অনমনীয় মনোভাব তেমনি রাজ্য সরকারি কর্মীরাও তাদের অবস্থানে অনড় । তবে শুরু টা হয়েছিল বেশ কয়েক বছর আগে । দিনের পর দিন রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মীদের মধ্যে সম্পর্ক ক্রমশ অবনতির পথে । সম্প্রতি রাজ্য সরকার ও সরকারি কর্মীদের মধ্যে একে অন্যকে দেখে নেওয়ার হুমকি পর্যন্ত দিয়েছেন । আর তা নিয়েই রাজ্যের কর্ম সংস্কৃতি প্রায় শিকেয় ওঠার জোগাড় । এ নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের স্পষ্ট দাবি  “আমরা ধর্মঘটকে সমর্থন জানাচ্ছি। রাজ্য সরকার দিনের পর দিন সরকারি কর্মীদের সঙ্গে বঞ্চনা করছে। DA সরকারি কর্মীদের প্রাপ্য। তা তাঁদের দিতেই হবে।”  

written by – Somnath Pal. 

আরও নতুন খবর পড়ুন : এখানে ক্লিক করুন 


আমাদের টেলিগ্রাম (Telegram) চ্যানেলে যুক্ত হন : এখানে ক্লিক করে 

TAG – #DA  #GOVT #SALARY  #DEARNESS ALLOWANCE #WB #MOVEMENT  #STRIKE #WB GOVT

Leave a Comment