ডিজিটাল যুগের সুপারহিট ব্যবসা, শুরু করলে মালামাল, বসে বসে পাবেন টাকা – Digital Unique Business

 চাকরি বা ব্যবসা ডিজিটাল যুগের আয়ের উৎস হিসেবে একে অপরের পরিপূরক। তাই চাকরির পিছনে আর ছোটাছুটি না করে নিজের একটি ব্যবসা শুরু করে স্বাধীন ভাবে বসবাস করুন। বর্তমানে এমন বহু ব্যবসা রয়েছে যার মাধ্যমে এত টাকা আয় করতে পারেন যা অনেকে বিশ্বাস করতে পারবে না। অন্যান্য দিনে যে সমস্ত ব্যবসার আইডিয়া নিয়ে প্রতিবেদন লেখা হয়েছে আজ একটু অন্যরকম। ব্যবসার প্রবনতা যেহেতু শিক্ষিতদের মধ্যে বেশি তাই আজকে তাদের জন্য এমন কিছু ব্যবসা সম্পর্কীয় টিপস দিতে যাচ্ছি যার মাধ্যমে সহজেই আয় করতে পারবেন প্রচুর অর্থ।Unique Business Idea 

আজকে যে কয়েকটি আয়ের উৎস নিয়ে এসেছি যা ডিজিটাল যুগের ব্যবসা।বর্তমানে তো এই ব্যবসার ব্যাপক চাহিদা আছেই ভবিষ্যতে আরও ব্যাপক চাহিদা বাড়বে এই ব্যবসার। যত সময় দেরি হবে ততই ক্ষতি আপনারেই। আর এই ব্যবসার আরও একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল, ব্যবসা শুরু করে নিজে কাজ না করেও বসে বসে আয় করতে পারবেন। আজকে যে ব্যবসার কথা বলতে যাচ্ছি তা হলো সর্বকালের সুপারহিট ব্যবসা ( Super-hit Business) । চলুন তাহলে সময় নষ্ট না করে এক্ষুনি শুরু করা যাক এই প্রতিবেদনটি। Unique Business Idea 

ডিজিটাল যুগে বেশির ভাগ মানুষ হাটে বাজারে ক্ষয় বিক্রয় করতে আগ্রহী না। বর্তমানে কেনাবেচা হচ্ছে অনলাইনের মাধ্যমে। অর্থাৎ ডিজিটাল যুগে অফলাইনের কারবার এখন অনলাইনের দিকে ঝুঁকছে। তাই দিনে দিনে অফলাইন বিজনেস যেভাবে অবনতির দিকে ধাবিত হচ্ছে সেখানে অনলাইন মাধ্যমের সঙ্গে যুক্ত হয়ে ব্যবসা করাই শ্রেয়। তাই ডিজিটাল যুগের ডিজিটাল কিছু ব্যবসার আইডিয়া নিয়ে উপস্থিত হয়েছি। Digital Business Idea 

বর্তমানে অনলাইনে মাধ্যমে শপিং করে ঘরে ঘরে। আর ঘরে বসে যেভাবে শপিং করে ঠিক সেভাবেই ঘরে ডেলিভারিও দিয়ে দেয়। আমরা বহু ধরনের শপিং সাইটের মাধ্যমে নানা রকম শপিং করে থাকি যেমন – Amazon, Flip kart, Meesho, Nyka, Ajio, Netmed সহ আরও শত শত অনলাইন শপিং সাইট রয়েছে। কিন্তু এই সমস্ত শপিং সাইট গুলি বিভিন্ন ডেলিভারি কোম্পানির সঙ্গে মিলে কাজ করে অর্থাৎ আপনি যে জিনিসটা অনলাইনে অর্ডার করেন তা সেলার এর কাছ থেকে ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করে সেই সমস্ত কোম্পানির ফ্রাঞ্চাইজি নেওয়া এজেন্ট এর দ্বারা। 

আজকে যে ব্যবসার কথা উল্লেখ করতে যাচ্ছি তা হলো ডেলিভারি কোম্পানির ফ্রাঞ্চাইজি নিয়ে অর্ডার শিপ ও ডেলিভারি দিয়ে মাসে মাসে প্রচুর আয় করতে পারবেন। বাজারে বর্তমানে বহু এমন ডেলিভারি কোম্পানি রয়েছে যার ফ্রাঞ্চাইজি নিয়ে আপনার এলাকায় প্রোডাক্ট ডেলিভারি দিয়ে ভালো আয় করতে পারবেন। বাজারে যে সমস্ত এমন কোম্পানি গুলি রয়েছে তাদের মধ্যে – Ekart, Amazon, Delhivery, Ecom Xpress, Blue dart সহ আরও বহু কোম্পানি রয়েছে তাদের সঙ্গে যোগাযোগ করে আপনি এই ব্যবসা শুরু করতে পারেন। 


এই ব্যবসা শুরু করতে প্রয়োজনীয় জিনিস কী কী – 

1. বাজারে গ্রাউন্ড ফ্লোরে ভাড়া বা নিজের দোকান 

2. যাতায়াতের জন্য ছোট গাড়ি বা বাইক 

3. কয়েকজন স্টাফ ( ডেলিভারি ও অফিস স্টাফ) 

4. কম্পিউটার ও স্ক্যানার 

5. জিএসটি 

6. সিকিউরিটি ফিস ( যা কোম্পানিকে দিতে হবে) 

7. আপনার জরুরি ডকুমেন্টস 

8. অন্যান্য 

এক্ষেত্রে আপনি সরাসরি তাদের ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে পারবেন যদি আপনার এলাকায় প্রয়োজন থাকে তাহলে আপনাকে সুযোগ দেওয়া হবে। 

ঘোষণা – এক্ষেত্রে বাজারে বহু দালাল চক্র চলছে তাদের থেকে বিরত থাকুন এবং শুধু অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া নম্বরে বা ইমেইল এড্রেসের মাধ্যমে যোগাযোগ করবেন বা তার ফোন কল যাচাই করে এই ব্যবসায় পা রাখবেন। 

প্রতিনিয়ত এমন নতুন নতুন ব্যবসার খবর পেতে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। 

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment