তাঁতি শিল্পে গ্রুপ সি পদে একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন -Textile Job Recruitment

নয়াদিল্লী – তাঁতের শাড়ি কিংবা পাঞ্জাবী ভারতীয় মহিলা এবং পুরুষদের ভীষণ পছন্দ। ভারতীয় তাঁত বস্ত্র- বয়নের নাম জগৎজোড়া।  কিন্তু বিগত কয়েক দশক ধরে ভারতীয় তাঁত ( TEXTILES INDUSTRIES) শিল্পে ভাঁটার টান পড়েছে সরকারি উদাসীনতায়। এবার সে জট যে কাটতে চলছে তার নমুনা মিলল হাতে নাতে। কারণ রুগ্ন প্রায় তাঁত শিল্প বাঁচাতে এবার উদ্যোগী হল ভারত সরকার। কারণ সূতি বস্ত্র এবং রেশম শিল্পের ওপর ভর করে এ রাজ্য ছাড়াও গোটা দেশের অসংখ্য মানুষ তাঁদের জীবন- জীবিকা নির্বাহ করেন অনায়াসে।  একে তো  রুগ্ন প্রায় শিল্পের দিকে নজর এবং অন্য দিকে  গোটা দেশের বেকারত্ব হ্রাস করতে সম্প্রতি ভারতীয় রেশম ও সূতি বস্ত্র শিল্পে  প্রচুর সংখ্যক কর্মী নিয়োগ হতে চলেছে।

স্বভাবতই ভারত সরকারের এই উদ্যোগ যে  চাকরি প্রার্থীদের কাছে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য । কর্মী নিয়োগের(RECRUITMENT)  বিষয়ে গত কয়েকদিন আগেই ভারত সরকারের সুতী বস্ত্র শিল্প (MINISTRY OF TEXTILES)  মন্ত্রকের তরফ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশিত ওই বিজ্ঞপ্তি অনুযায়ী এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে  কোনও (GOVT JOB) প্রান্তের  কর্ম প্রার্থীরা । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে দেশের একাধিক সুতী- বস্ত্র এবং রেশম শিল্পের উৎপাদন স্থলে । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়ার তত্বাবধানে রয়েছে ন্যাশেনাল হ্যান্ডলুম ডেভেলপমেন্ট (NHDCL) কর্পোরেশন লিমিটেড  ।  এ ক্ষেত্রে  চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া যোগ্য প্রার্থী বা নিযুক্তদের। মাসিক বেতন হবে কেন্দ্রীয় সরকারের বেতন পরি কাঠামোর নিয়মানুযায়ী।  তাহলে আবেদন ও নিয়োগের বিষয়ে বিস্তারিত জানতে চটপট দেখে নিন নিচের প্রতিবেদনটি । 

প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ No: NHDC/HR/RE/23/3 Dated- 15/04/2023 


প্রথমে আসা যাক আবেদন পদ্ধতি সম্পর্কে– 

১। সংশ্লিষ্ট  চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে প্রথমে অনলাইনেই (ONLINE) আবেদন করতে হবে। 

২। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।

৩। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে। 

৪। আবেদন ফর্মে প্রার্থীর নাম, স্থায়ী বাসস্থানের ঠিকানা, বয়স, শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা, নিজের ইমেল আইডি এবং ফোন নম্বর উল্লেখ করতে হবে। 

৫।  আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড (UPLOAD) করতে হবে।

৬। সব শেষে আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে নিজের সই( SIGNATURE)  স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে । তার পর আবেদন পত্র টি সাবমিট করতে হবে । 

এরপর সাবমিট হওয়া আবেদন পত্রের একটি হার্ড কপি আবেদনকারী প্রার্থীকে প্রমান স্বরুপ সকল ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে পাঠাতে হবে । 

অফলাইনে আবেদন পত্র পাঠানোর ঠিকানা – Asst. Manager (HR) National Handloom Development Corporation Limited,Wegmans Business Park, 4th Floor, Tower-1,Plot No.3, Sector Knowledge Park-III Surajpur- Kasna Main Road,Greater Noida-201306 (UP) 

এবার দেখে নেব শূন্য পদ সম্পর্কে

সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী বেশ কয়েকটি শূন্য পদ পুরনে জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । 


১) পদের নাম- সিনিয়র ম্যানেজর ‘ (Senior Manager)

শূন্য পদ-  উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

মাসিক বেতন– 

এক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে বেতন দেওয়া হবে ৭০,০০০  থেকে ২,০০,০০ টাকা পর্যন্ত। সঙ্গে নিযুক্ত কর্মী পাবে যাবতীয় সরকারি ও আর্থিক সুযোগ সুবিধা । 

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – 

এক্ষেত্রে আবেদন কারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে Chartered Accountant/ Cost Accountants /MBA অথবা বাণিজ্য শাখায় স্নাতকোত্তর পাশ হতে হবে  । এ ছাড়াও অর্থনীতি বিষয়ে অভিজ্ঞ -দক্ষ এবং স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রী ধারী হতে হবে । পাসাপাশি প্রসঙ্গিক বিষয়ে অন্তত ১২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 


বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪৫ বছরের মধ্যে । 

২) পদের নাম- কোম্পানি সেক্রেটারি ‘ (Company Secretary) 

শূন্য পদ– উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি 

মাসিক বেতন– 

নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ৫০,০০০ থেকে ১ লক্ষ ৬০ হাজার টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও ভারত সরকারের নিয়মানুযায়ী নিযুক্ত কর্মী পাবেন যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ৪০  বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কোম্পানি সেক্রেটারি বিষয়ে ডিগ্রী ধারী হতে হবে । তবে উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে Chartered Accountant/ Cost Accountants /MBA ডিগ্রিধারী প্রার্থীদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে । এছাড়াও আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর অন্তত ৮ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

৩) পদের নাম- জুনিওর আধিকারিক ‘ (Junior Officer)


শূন্য পদ- উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১২ টি 

(উল্লেখিত পদের মধ্যে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৬ টি , তপশিলি জাতীদের জন্য ২ টি ,তপশিলি উপজাতি প্রার্থীদের জন্য ১টি ওবিসি প্রার্থীদের জন্য ২ টিঅএবং একটি পদ সংরক্ষিত রয়েছে অর্থনৈতিক ভাবে পিছিয়ে পড়া প্রার্থীদের জন্য )

মাসিক বেতন– 

নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ২০,০০০ থেকে ৭০,০০০ হাজার টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও ভারত সরকারের নিয়মানুযায়ী নিযুক্ত কর্মী পাবেন যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।

বয়স সীমা – 

এক্ষেত্রে আবেদনকারীর বয়স হতে হবে ২৫  বছরের মধ্যে । 

শিক্ষাগত যোগ্যতা

এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে সান্তক অর্থাৎ গ্র্যাজুয়েট পাশ হতে হবে । সঙ্গে ইংরাজি এবং হিন্দি ভাষায় টাইপিং -এ মিনিটে ৪০ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে । এছাড়াও কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয়ের ওপর অন্তত ৩ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে । 

উল্লেখিত যাবতীয় পদের মধ্যে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

নিয়োগ পদ্ধতি

এ ক্ষেত্রে  আবেদনকারী প্রার্থীকে প্রথমেই ডেকে নেওয়া হবে ইন্টারভিউয়ের জন্য । তারপর হবে নির্দিষ্ট পদের জন্য কম্পিউটার টেস্ট । এরপর গ্রুপ ডিসকাশন -এর মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাইয়ের পর   সফল এবং যোগ্য প্রার্থীদের ডকুমেন্টস ভেরিফিকেশনের পর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । চূড়ান্ত প্রার্থী তালিকায় সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র। তবে নিয়োগের ক্ষেত্রে নিযুক্ত প্রার্থীদের প্রথমে নির্দিষ্ট সময় পর্যন্ত প্রবেশন পিরিয়ডে থাকতে হবে । তারপর যোগ দিতে হবে নির্দিষ্ট বিভাগের নির্দিষ্ট কাজে । 

আবেদন পত্র পূরণের সময় যে ডকুমেন্টস বা নথি গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল

১. ভোটার ও আঁধার কার্ড  

২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র 

৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র 

৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র 

৫. প্রার্থীর জাতিগত সংশাপত্র

৬. পাসপোর্ট সাইজের ছবি,  ইত্যাদি । 

আবেদন ফী – 

এক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের কোনও আবেদন ফী জমা করার প্রয়োজন নেই । তবে যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ৫০০ টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট সংস্থার নামে । এক্ষেত্রে আবেদন ফী -এর টাকা অনলাইনে জমা করতে হবে ।

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদন জানাতে হবে ১৬ ই জানুয়ারি 15/05/2023 -এর মধ্যে 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন –  www.nhdc.org.in – এ 

সরকারি চাকরি এবং প্রকল্প সম্পর্কে  আপডেট পেতে নজর রাখুন Bongodhara. com – এ 

written by – Somnath Pal. 

Official Notice : Click Here

TAG- #JOB NEWS# GOVT JOB #RECRUITMENT #TEXTILES #NHDCL

Leave a Comment