দীর্ঘ অপেক্ষার পর রাজ্যে বন দফতরে কর্মী নিয়োগ, রইল বিস্তারিত -WB Forest Department Recruitment

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের ফের নয়া সুসংবাদ। দীর্ঘদিন পর ফের রাজ্যের বন দফতরে কর্মী নিয়োগ করবে রাজ্য সরকার। শেষ নিয়োগ হয় 1997 সালে। তারপর দীর্ঘ প্রায় 26 বছর পর এই নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। বন দফতরের এই নিয়োগ চাকরি প্রার্থীদের মুখে হাসি ফোটাবে। WB Forest Department Recruitment 

রাজ্যের অন্যতম তিন জাতীয় উদ্যান জলদাপাড়া, গুরুমারা ও বক্সা অরন্যে মোট 113 টি হাতি রয়েছে। আর সেই হাতি দেখভালের জন্য কর্মী নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। গত কয়েক যুগ ধরে নিয়োগ বন্ধ থাকায় সংশ্লিষ্ট নিয়োগের দাবিতে গত 14 এপ্রিল থেকে অস্থায়ী আন্দোলন শুরু করেন সংশ্লিষ্ট কর্মীগন। এই আন্দোলনের দাবি শুধু তাই নয়, আরও কয়েকটি দাবি নিয়ে কাজ বন্ধ রাখে সংশ্লিষ্ট কর্মীগন। 

দীর্ঘদিন ধরে নিয়োগ না হওয়ার পাশাপাশি আরও 4 দাবি নিয়ে   অস্থায়ী আন্দোলন চালিয়ে যান সংশ্লিষ্ট কর্মীগন। তারা জানায় দীর্ঘদিন বেতন বৃদ্ধি করা হয়নি, বর্তমানে 7240 টাকা মাসিক বেতন দেওয়া হয় বলে তারা জানিয়েছে। তাদের দাবি বর্তমান বৃদ্ধি মূল্যের বাজারে এই টাকায় সংসার চালানো কঠিন ব্যাপার হয়ে দাড়িয়েছে। তাদের আরও দাবি কোনো দূর্ঘটনার সম্মুখীন হলে তাদের শুধু বীমার টাকার ব্যবস্থা করে বন দফতর কর্তৃক কিন্তু দূর্ঘটনার কারনে প্রাণহানি হলে পরিবারের কাউকে চাকরির সুযোগ দেওয়া হয়না। এই দাবি গুলিকে সামনে রেখে 14-17 এপ্রিল কাজ বন্ধ রাখে যার ফলে পর্যটকদের বিরাট অসুবিধা দেখা যায়। 

শুধু শুধু তাই নয়, কুনতি হাতিতের জন্য দৈনিক প্রচুর খাবার ও জলের ব্যবস্থা করতে হয় তাদের। এমনকি গরমের মধ্যে জলের চাহিদা আরও বেড়ে যায়। এমন অবস্থায় কাজ বন্ধ রাখায় কঠোর চাপে পরে রাজ্য বন দফতর। যার ফলে সরকারের নির্দেশ মতো নিয়োগের সিদ্ধান্ত নেয় বন দফতর। WB Forest Department Recruitment, k….,, v

মোট 113 টি কুনকি হাতির জন্য সংশ্লিষ্ট জাতীয় উদ্যাণ গুলিতে মোট 226 জন মাহুত ও পাতাওয়ালা নিয়োগ করা হবে।তবে এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন রাজ্যের প্রধান মূখ্য বনপাল সৌমিত্র দাসগুপ্ত। এদিন তিনি সংবাদমাধ্যমে বলেন, ‘এটা ভাবার কোনও কারণ নেই যে অস্থায়ী মাহুত ও পাতাওয়ালাদের আন্দোলনের জন্যই নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ছ’মাস ধরে নিয়োগ সংক্রান্ত সরকারি প্রক্রিয়া চলছিল। শেষ পর্যন্ত অর্থ দপ্তরের অনুমোদন মেলায় দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু করা হবে।’

তবে এই ঘোষণা পরে এখনো নিয়োগ সংক্রান্ত অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ করা হয়নি। সংশ্লিষ্ট দফতর কর্তৃক নোটিশ প্রকাশ করলে এই ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। 

অফিসিয়াল ওয়েবসাইট : ক্লিক করুন 

Join Telegram Channel : Click Here

Leave a Comment