কলকাতা – আপনি কি চাকরি প্রার্থী ? তাহলে এই খুশির খবরটি নেহাত আপনার জন্য । আসলে নয় নয় করে কেটে গিয়েছে বেশ কয়েক টা মাস অনেক গুলো বছর । অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান । খুব শীঘ্রই রাজ্যে গঠিত হতে চলেছে স্টাফ ( STAFF SELECTION COMMISSION) সিলেকশন কমিশন । এই কমিশন গঠনের লক্ষ্য একটাই, রাজ্যের হাজার হাজার চাকরি প্রার্থীকে গ্রপ ডি ( GROUP-D) পদে সরাসরি নিয়োগের ব্যবস্থা করা । WB Govt Job
ইতিমধ্যেই দরজায় কড়া নাড়ছে রাজ্য পঞ্চায়েত নির্বাচন । তার আগে শিখক নিয়োগ থেকে শুরু করে একাধিক দফতরে নিয়োগে লাগামহীন দুর্নীতি কাণ্ডে নাস্তানাবুদ রাজ্যের শাসক দল । এই অবস্থায় স্বচ্ছ নিয়োগই রাজ্যের শাসক দলের পরিচ্ছন্ন ভাবমূর্তি ফেরানোর একমাত্র পথ । এবার নতুন করে স্টাফ সিলেকশন কমিশন গঠন করে হাজার হাজার গ্রুপ ডি নিয়োগের মাধ্যমে সেই কৌশলেই বাজিমাৎ করতে চাইছে তৃণমূল সরকার । কিন্তু সরকারি লক্ষ্য যাই হোক, বর্তমান চাকরির বাজারে ব্যপক হারে এই নিয়োগে রাজ্যের বেকার চাকরি প্রার্থীদের যে একটা হিল্লে হতে চলেছে তা আর বলার অপেক্ষা রাখেনা ।
তবে এই প্রথম নয়, রাজ্যের মসনদে দ্বিতীয় দফায় ক্ষমতায় এসে গোটা রাজ্য ব্যপি নিয়োগের ক্ষেত্রে রিক্রুটমেন্ট (Recruitment Board) বোর্ড গঠন করে রাজ্য সরকার । তা নিয়েও একাধিক প্রশ্ন উঠেছে বিগত কয়েক বছর ধরে । অবশেষে পরিস্থীতি বেগতিক বুঝে সম্প্রতি রাজ্য মন্ত্রীসভায় ২০১৬ সালে গঠন করা সেই বিশেষ রিক্রুটমেন্ট বোর্ডের অস্তিত্ব মুছে দেয় রাজ্য সরকার । অর্থাৎ নিয়োগের ক্ষেত্রে স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠায় রিক্রুটমেন্ট বোর্ড অবশেষে তুলে নিতে বাধ্য হয় রাজ্য সরকার । তাহলে রাজ্য জুড়ে রিক্রুটমেন্ট অর্থাৎ নিয়োগ কিভাবে হবে । তা নিয়ে বেশ কয়েক মাস ধরে প্রশ্ন উঠতে শুরু করে ।
এ নিয়ে তড়িঘড়ি আলোচনায় বসে রাজ্য মন্ত্রীসভা ও একাধিক গুরুত্ব পূর্ণ দফতরের আমলা বর্গ । অবশেষে সরকারি সিদ্ধান্তে গত ১৭ই এপ্রিল একটি বিজ্ঞপ্তি জারি করে রাজ্যে নতুন করে স্টাফ সিলেকশন কমিশনের গঠনের সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার । নতুন করে ওয়েস্ট বেঙ্গল (wbssc) স্টাফ সিলেকশন কমিশন গঠনের লক্ষ্য একটাই , রাজ্যের কর্মী শূন্য একাধিক সরকারি দফতর এবং অফিস গুলিতে স্বচ্ছ এবং দ্রুত নিয়োগের উপযুক্ত পরিকাঠামো তৈরি করা ।
তবে কমিশন গঠনের কিছু নিয়ম বিধি রয়েছে । কমিশন গঠনে সেই সকল নিয়ম বিধি পালন করে দ্রুত কমিশন গঠনের কাজ শুরু করা হচ্ছে বলে সরকারি সুত্রে খবর । এ বিষয়ে নবান্ন মারফৎ যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে , সেই বিজ্ঞপ্তি মারফৎ বলা হয়েছে, চেয়ারম্যান এবং সর্বাধিক ৬ জন সদস্যকে নিয়ে কমিশন গঠন করতে হবে। সূত্রের খবর, কোনও অবসরপ্রাপ্ত আইএএস অফিসারকে দায়িত্ব দেওয়া হতে পারে স্টাফ সিলেকশন কমিশনের চেয়ারম্যান হিসেবে। এই কমিশন গঠন করেই আগামী কয়েক মাসের মধ্যে গোটা রাজ্য জুড়ে হাজার হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হবে বলে সুত্রের খবর ।
মাত্র 15 হাজার টাকায় Bajaj Pulsar 150cc, তাড়াতাড়ি করুন, এমন সুযোগ আর পাবেন না -Bike Bumper Offer
প্রসঙ্গত উল্লেখ্য, শেষ বারের মতো গ্রুপ ডি কর্মী নিয়োগ করা হয় ২০১৬ সালে । সেই সময় ৬০০০ শূন্য পদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয় । এই নিয়োগ সম্পন্ন করা হয় লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে । শেষ পর্যন্ত গ্রুপ ডি পদে নিয়োগের প্যানেল প্রকাশ করা হয় নিয়োগ পরীক্ষার দু’বছর পর ২০১৮ সালে। অবশেষে প্রায় ৭ বছর পর ফের কর্মী নিয়োগের নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে নবনির্মিত স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে । এই নিয়োগের খবর বর্তমান চাকরির বাজারে রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে যে বেশ খুশির তা বলাই বাহুল্য । সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী কয়েক মাসের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমেই সম্পন্ন হবে গোটা নিয়োগ প্রক্রিয়া ।
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #SSC #WB #GOVT #RECRUITMENT #GROUP-D #STAFF SELECTION COMMISSION