নয়াদিল্লি – সাম্প্রতিক সময়ে গোটা বিশ্ব জুড়ে চলছে আর্থিক মন্দা । তার থেকে বাদ যায়নি আমাদের দেশও । ফল স্বরুপ বিগত কয়েক বছরে গোটা দেশের পাশাপাশি এ রাজ্যেও কাজের বাজারে ভাঁটা পড়েছে সমান তালে। পাশাপাশি সাম্প্রতিক কালে সরকারি চাকরির(govt job) বাজারের বেশ শোচনীয়। স্বভাবতই চাকরির ভাঁড়ার শূন্য দেখে বেসরকারি চাকরির বাজারেই ঝুঁকছে চাকরি প্রার্থীরা। কিন্তু সরকারও হাল ছাড়তে নারাজ। সাধ্যমতো রাজ্যের তথা দেশের বেকার যুবক- যুবতীদের কর্মসংস্থান করে দিতে বদ্ধ পরিকর যেকোনো সরকারই। আর্থিক খরা কাটিয়ে রাজ্য তথা দেশের কয়েক কোটি বেকার যুবক –যুবতীকে কীভাবে কর্মসংস্থানের দিশা দেখানো যায় তারই আপ্রান মরিয়া চেষ্টা চালাচ্ছে বর্তমান কেন্দ্র- রাজ্য দুই সরকারই।
সেই লক্ষ্যে এবার একধাপ এগিয়ে চাকরি প্রার্থীদের জন্য বড় চাকরির সুযোগ এনে দিল কেন্দ্র সরকারের পরিবেশ (Ministry of Environment ) মন্ত্রকের নিয়ন্ত্রণাধীন কেন্দ্রিয় (Central Pollition Control Board ) দূষণ নিয়ন্ত্রণ বোর্ড । এবার জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের অধীনে নিয়োগ করা হবে কয়েকশ কর্মী । সেই মর্মে গত কয়েকদিন আগেই কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রকের তত্বাবধানে জাতীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ মারফৎ কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা । তবে আবেদনের ক্ষেত্রে প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । তাওলে জেনে নেওয়া যাক গোটা নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় তথ্য সম্পর্কে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –
Advt. No. 02/2022-Admin.(R) Dated – 06/03/2023
শূন্যপদের বিবরণ –
১) পদের নাম – সায়েন্টিস্ট বি ‘ (Scientist B)
শূন্য পদ – উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৬২ টি । তবে উল্লেখিত পদের মধ্যে সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য বেশ কিছু শূন্য পদ সন্রক্ষিত রয়েছে ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩৫ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ৫৬,১০০ থেকে ১,৭৭, ৫০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এ ক্ষেত্রে প্রার্থীকে ইঞ্জিনিয়ারিং এবং টেকনোলজি বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রার্থীকে অবশ্যই রসায়ন বিষয় নিয়ে স্নাতকোত্তর অর্থাৎ মাষ্টার ডিগ্রিধারী হতে হবে । এক্ষেত্রে Phd দিগ্রিধারিদের বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে ।
২) পদের নাম – অ্যাসিস্ট্যান্ট ল’ অফিসার (Assistant Law Officer)
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৬ টি । তবে উল্লেখিত পদের মধ্যে সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য বেশ কিছু শূন্য পদ সংরক্ষিত রয়েছে ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ৪৪,৯০০ থেকে ১,৪২, ৪০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আইন বিষয়ে ডিগ্রিধারী হতে হবে এ ছাড়াও প্রাসঙ্গিক কাজে অন্তত পাঁচ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৩) পদের নাম – অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার (Assistant Account Officer)
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ৪৪,৯০০ থেকে ১,৪২, ৪০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বানিজ্য শাখায় স্নাতক হওয়ার পাশাপাশি প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ হিসাব শাস্ত্রের কাজে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে । পাশাপাশি আবেদন কারী প্রার্থীর চাটার্ড অ্যা কাউন্ট অথবা কস্ট অ্যা কাউন্ট ডিগ্রি থাকতে হবে ।
৪) পদের নাম – সিনিয়র সায়েন্টিফিক অফিসার ‘ (Senior Scientific Officer )
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১৬ টি । তবে উল্লেখিত পদের মধ্যে সংরক্ষিত আসনের প্রার্থীদের জন্য বেশ কিছু শূন্য পদ সংরক্ষিত রয়েছে ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,৪০০ থেকে ১, ১২, ৪০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ দূষণ বিষয় নিয়ে বিজ্ঞান শাখায় স্নাতকোত্তর ডিগ্রিধারী হতে হবে ।
৫) পদের নাম – টেকনিক্যাল সুপারভাইজর ‘ (Technical Supervisor )
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,৪০০ থেকে ১, ১২, ৪০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইন্সট্রুমেন্টেশন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি প্রাসংকি বিষয়ে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৬) পদের নাম – অ্যাসিস্ট্যান্ট ‘ (Assistant )
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,৪০০ থেকে ১, ১২, ৪০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে যে কোনও শাখায় ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি কম্পিউটারে ইংরাজি ভাষায় মিনিটে ৩০ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে ।
৭) পদের নাম – অ্যাকাউন্টস আসিস্ট্যান্ট (Account Assistant)
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৩০ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ৩৫,৪০০ থেকে ১, ১২, ৪০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এ ক্ষেত্রে প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে বানিজ্য শাখায় স্নাতক বা ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি হিসাবের কাজে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৮) পদের নাম – জুনিওর টেকনিশিয়ান ‘ (Junior Technician )
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা – এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ইলেক্ট্রনিক্স বিষয়ে ডিপ্লোমা ধারি হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত এক বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
৯) পদের নাম – সিনিয়র ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ‘ (Senior Labratory Assistant )
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১৫ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে অন্তত তিন বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
১০) পদের নাম – আপার ডিভিশন ক্লার্ক (Upper Division Clerk )
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১৬ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক হতে হবে । পাশাপাশি ইংরাজি ভাষায় মিনিটে ৩০-৩৫ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে ।
১১) পদের নাম – ডাটা এন্ট্রি অপারেটর ‘ (Data Entry Operator )
শূন্য পদ –
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৩ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ২৫,৫০০ থেকে ৮১,১০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি টাইপিং- এর দক্ষতা থাকতে হবে ।
১২) পদের নাম – জুনিওর ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট ‘( Junior Labratory Assistant )
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ১৫ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মাসিক বেতন–
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৯, ৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে ডিগ্রিধারী হতে হবে।
১৩) পদের নাম – লোয়ার ডিভিশন ক্লার্ক ‘ (Lower Division Clerk)
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৫ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৯, ৯০০ থেকে ৬৩,২০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারীকে উচ্চ মাধ্যমিক বা সময়ুল পাশ হতে হবে । পাশাপাশি মিনিটে ৩০ টি শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে ।
১৪) পদের নাম – ফিল্ড অ্যাটেন্ড্যান্ট ( Field Attendant)
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৮ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি সায়েন্স বা বিজ্ঞান শাখায় উচ্চ মাধ্যমিক পাশা হতে হবে । এ ছাড়াও আবেদনকারীকে স্বাস্থ্য সম্পর্কে এবং সাঁতারে পারদরশি হতে হবে ।
১৫) পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ ( Multi Tasking Staff )
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ৭ টি ।
বয়স সীমা –
এ ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে।
মাসিক বেতন-
নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৮,০০০ থেকে ৫৬,৯০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
এক্ষেত্রে আবেদনকারীকে মাধ্যমিক বা সমতুল পাশ হওয়ার পাশাপাশি প্লাম্বার / ইলেকট্রিশিয়ান / ফায়ার সেফটি / পাম্প অপারেটর ট্রেডে আই টি আই অথবা সমতুল ডিগ্রিধারী হতে হবে ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে । এবং উল্লেখিত যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে আবেদনাকারী প্রার্থীকে তার বয়সের হিসাব চলতি বছর ৩১-০৩- ২০২৩ এর হিসাবে করে নিতে হবে । পাশাপাশি সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
কাজের ধরণ-
এ ক্ষেত্রে নিয়োগ হওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে ভারত সরকারের পরিবেশ (Ministry of Environment ) মন্ত্রকের অধীনে জাতীয় দূষণ (National Pollution Control Board ) নিয়ন্ত্রণ পর্ষদের বা বোর্ডের তত্বাবধানে কাজ করতে হবে ।
প্রার্থী নির্বাচন-
এক্ষেত্রে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী প্রথমে আবেদন পত্র বাছাইয়ের পর আবেদনকারীকে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষা / ইন্টারভিউ / কম্পিউটার টেস্টের জন্য । সবশেষে শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও দক্ষতা এবং প্রার্থীর জমা করা নথিপত্র পর্যবেক্ষণের ভিত্তিতে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রস্তুত করা হবে । এ ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে সংশ্লিষ্ট কাজে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার বয়সের প্রমানপত্র, জাতীগত সংশাপত্র, শিক্ষাগত যোগ্যতা, ভোটার কার্ড, আঁধার কার্ড, উল্লেখিত পদের ক্ষেত্রে বা প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার সংশাপত্র সবই কাছে রাখতে হবে ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে আবেদন অনলাইনে করতে হবে। অফ লাইনে আআবেদনের কোনও সুযোগ নেই । প্রথমে অনলাইনে সংশ্লিষ্ট দফতরের নির্দিষ্ট ওয়েব সাইট (www.cpcb.nic.in ) -এ ঢুকে প্রার্থীকে তার নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে লগ ইন করে আবেদন পত্রটি ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদনপত্রে প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । আবেদন পত্রে নির্দিষ্ট স্থানে প্রার্থীকে তার নিজের সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি আপলোড করতে হবে । সব শেষে প্রাথিকে তার নিজের সই (Signature) স্ক্যান করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
আবেদন ফী –
এক্ষেত্রে লিখিত পরিক্ষার ফী বাবদ আবেদন কারী প্রার্থীদের দু’দফায় আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট দফতরের নামে ।
১) সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের ১০০০ এবং ৫০০ টাকা ।
২ ) সংরক্ষিত আসনের প্রার্থীদের ২৫০ টাকা এবং ১৫০ টাকা ।
আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.cpcb.nic.in) – এ
আবেদনের শেষ তারিখ 31/03/2023
আমরা আছি আপনাদের সঙ্গে, চোখ রাখুন bongodhara.com – এ
Official Notice : Download
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here
TAG – #POLLUTION #CPCB #RECRUITMENT #JOB #GOVT OF INDIA