নিজস্ব প্রতিবেদন :-গতকাল দেশ বাসীর জন্য বিরাট সুখবর শুনালো দেশের সবথেকে ধনী ব্যক্তি আম্বানি। তিনি জানিয়েছেন সারা দেশে করোনা ভাইরাস সংক্রমণ রুখতে যত এম্বুলেন্স চালানো হবে তার পাতার অর্পি দেবে আম্বানি। তিনি আরো জানিয়েছে এম্বুলেন্স চলতে যে পরিমান তেল খরচ হবে তা বিনামূল্যে দেওয়া হবে বলে জানান তিনি।
তৎসঙ্গে তিনি আরো জানান , দেশে করোনা সংক্রমণ রুখতে ১০০ বেডের হাসপাতাল তৈরী করেছেন তিনি। যেখানে একজন করোনা আক্রান্তের যাবতীয় চিকিৎসা করা হবে। আর এই চিকিৎসা হবে সম্পূর্ণ বিনামূল্যে। এত বরো পদক্ষেপে সরকারের তরফ থেকে দন্যবাদ জানানো হয়েছে।
এছাড়াও তিনি বাড়িতে বসে কাজ করার জন্য অতিরিক্ত ডাটা দেওয়া ঘোষণা করেছেন। এছাড়াও তিনি করোনা রুখতে বিশেষ তহবিল তৈরী করেছেন যেখানে তিনি জরুরি পরিস্থিতে খবর যোগান দেওয়া বেবস্থা করে রেখেছেন।
*****************************************************************************
মাধ্যমিক পাশে আবারো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল পশ্চিমবঙ্গের একটি জেলা থেকে। নিয়োগ টি করা হবে পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর মহকুমার দুই ব্লক অফিসে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে মাধ্যমিক পাশে আশা কর্মী নিয়োগ করা হবে এই দুই ব্লক এর বিভিন্ন গ্রামপঞ্চায়েতে ।
পোস্টিং হিসাবে প্রাথীকে তাদের নিজের গ্রামে দেওয়া হবে এবং প্রাথীকে অবশ্যই সেই এলাকার বাসিন্দা হতে হবে।
নিচে পদ সম্পর্কে বিস্তারিত দেওয়া হল
ii) যে সকল মহিলা প্রার্থীরা মাধ্যমিক পাস বা উচ্চতর যোগ্যতা অর্জন করেছেন, কেবলমাত্র মাধ্যমিক বা সমমানের পরীক্ষায় প্রাপ্ত নম্বর বিবেচিত হবে।
iii) বিবাহিত, তালাকপ্রাপ্ত বা বিধবা মহিলা করতে পারবে।
iv) একই গ্রামের বাসিন্দা হওয়া উচিত যার জন্য তিনি নির্বাচিত হবেন।
২। জন্মেের বা বয়সের প্রমাণ পত্র ।
৫। কাস্ট সার্টিফিকেট
উপরের সব কিছুর এক কপি করে জেরক্স জমা করতে হবে ।
বয়সসীমা: ৩০ শে থেকে ৪০ বছরের মধ্যে (এসসি ও এসটি প্রার্থীদের ক্ষেত্রে নিম্ন বয়সের সীমা 22 বছর করা যেতে পারে) 01/01/2020 অনুসারে।
শেষ তারিখ এবং ঠিকানা: আবেদনটি 02/04/2020 বা তার আগে সংশ্লিষ্ট ব্লক ডেভলপমেন্ট অফিসারের (বিডিও অফিস) কার্যালয়ে পৌঁছানো উচিত।
আবেদনগুলি কেবলমাত্র 02/04/2020 তারিখের সকাল 11:00 টা থেকে 04:00 পর্যন্ত জমা দিতে হবে।
For more details please visit www.dakshindinajpur.gov.in