নিউজ ডেস্ক : ডি এ দাও – বেতন বাড়াও , একেবারে গোরা থেকে আজ পর্যন্ত সরকারি কর্মীদের দাবি অবশ্য এমনটাই । কারণ তারা সরকারের পোষ্য পুত্র বলে কথা । আসলে যেন তেন প্রকারেণ একটা সরকারি চাকরি জুটিয়ে নিতে পারলেই হল । তাহলে আর দেখে কে । এর কারণ তা অবশ্য বেশ স্পষ্ট । কারণ সরকারি চাকরিতে যেমন রয়েছে ধরা বাঁধা মাস মাইনা তাঁর ওপর চাকরি শেষে অবসর জীবনে পেনশন থেকে শুরু করে গ্র্যাচুইটি , প্রভিডেন্ট ফান্ড আরও কত কি । কিন্তু মাওজার বিষয় একটাই গোটা দেশে চাকরি জিবি মানুষের সংখ্যা তা মাত্র কয়েক শতাংশ । সরকারি চাকরির বাজারের অবস্থা যে বেশ করুন তা আর বলার অপেক্ষা রাখেনা ।
এই অবস্থায় জীবন জিবিকার মাধ্যম হিসাবে দেশের বেশির ভাগ বেকার যুবক – যুবতীরা বর্তমানে ঝুঁকে পড়ছেন বেসরকারি চাকরির বাজারে । কিন্তু বিগত কয়েক বছর ধরেই গোটা বিশ্ব জুড়ে চলছে আর্থিক দৈন দশা । তার জেরে বেসরকারি চাকরির ক্ষেত্রে বিগত কয়েক বছরে কাজ হারিয়েছেন কয়েক কোটি মানুষ । এমনকি করোনা কালে আর্থিক ভাবে হাবু ডুবু খেতে দেখা গিয়েছে গোটা বিশ্বের তাবড় তাবড় বেসরকারি প্রতিষ্ঠান কে । তবে গত বছরের মাঝামাঝি সময় থেকে উদ্ভুত পরিস্থিতি বেশ কিছুটা নিয়ন্ত্রণে আসায় ফের আর্থিক ভাবে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা চালাচ্ছে দেশ – বিদেশের একাধিক বেসরকারি সংস্থা গুলি । ফলে ফের নতুন করে কর্ম সংস্থানের নয়া দিশা দেখছে দেশের কয়েক কোটি বেকার যুবক যুবতী । কারণ বেঁচে থাকতে গেলে সরকারি না হোক একটা বেসরকারি চাকরি তাদের কাছে যে বেশ মুল্যবান তা বলাই যায় ।
সাম্প্রতিক সময়ে গোটা দেশ জুড়ে কখনও কেন্দ্রীয় আবার কখনও একাধিক রাজ্যের সরকারি কর্মীদের ন্যায্য দাবি আদায়ে আন্দোলন জারি রয়েছে । এরই মাঝে দেশের একাধিক বেসরকারি সংস্থায় কর্মরত কর্মীদের উদ্দেশ্যে আশারবানী শোনালেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা । চলতি বছরে বেতন কয়েক গুণ বাড়তে বাড়তে চলেছে বেসরকারি কর্মীদের । কিন্তু কেন এমন বললেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা ?
এবিষয়ে বিগত কয়েক মাস যাবত কর্ন ফেরি নামে একটি সমীক্ষক সংস্থা দেশের ৮১৮ টি বেসরকারি সংস্থার ৮ লক্ষেরও বেশি কর্মীর মধ্যে সমীক্ষা চালিয়ে একটি রিপোর্ট প্রস্তুত করেছে। সেই রিপোর্টে বলা হয়েছে, বেসরকারি সংস্থার ভারতীয় কর্মীদের বেতন প্রায় ১০ শতাংশ বাড়ার সম্ভাবনা আছে বলে দাবি করেছে কর্ন ফেরি নামে ওই সমীক্ষক সংস্থা। এ বিষয়ে ওই সমীক্ষক সংস্থার যুক্তি, একে তো পুরনো দক্ষ কর্মীদের কোম্পানিতে উপযুক্ত বেতন দিয়ে ধরে রাখা, তারওপর সেই দক্ষ কর্মীদের দক্ষতা কে কাজে লাগিয়ে সংস্থার শ্রী বৃদ্ধি ।
এবিষয়ে সংস্থার আরও দাবি , বর্তমানে গোটা বিশ্বেই যেখানে আর্থিক মন্দা চলছে, সেখানে আর্থিক দিক থেকে অপেক্ষাকৃত ভাল জায়গায় রয়েছে দেশের একাধিক বেসরকারি সংস্থা । এমনকি দক্ষতা সম্পন্ন কর্মীদের ক্ষেত্রে আর্থিক ভাবে নিশ্চিন্ত আরও সুরক্ষিত ও নিরাপত্তা দিতে একাধিক বেসরকারি সংস্থা তাদের সংস্থায় যুক্ত দক্ষ কর্মীদের বেতন ৩০ শতাংশ পর্যন্ত বাড়াতে পারে বলে জানিয়েছে ওই সমীক্ষক সংস্থা ।
সরকারি কর্মীদের ডিএ নিয়ে এই মুহুর্তে বড়ো আপডেট, চাপের মুখে পশ্চিমবঙ্গ সরকার-WB Employees DA Update
পাশাপাশি ওই সংস্থা আরও জানিয়েছে , আগামীতে দেশের অর্থনৈতিক বৃদ্ধি ৬ শতাংশের বেশি থাকার সম্ভাবনা প্রবল, ফলে দেশীয় বেসরকারি সংস্থাগুলিও খুব একটা বিপাকে পড়বে না বলেই মত দিয়েছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা । মূলত সেই কারণেই দক্ষ কর্মীদের বেতনের বিষয়ে বড়সড় পদক্ষেপ করতে চলেছে বেসরকারি সংস্থা গুলি । ফলে চলতি বছর কেন্দ্রীয় সহ বেশ কয়েকটি রাজ্যের সরকারি কর্মীদের মতো বেসরকারি সংস্থার কর্মীদেরও যে বেশ সুদিন আসতে চলেছে তা বলাই বাহুল্য ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #SALARY #HIKE #NON GOVT EMPLOYEE #COMPANY #JOB