দিল্লি – বছর ঘুরলেই লোক সভা নির্বাচন । এই অবস্থায় আম জনতাকে স্বস্তি দেওয়াই ছিল প্রধান লক্ষ্য । যেমন ভাবনা তেমন কাজ । আসলে বাজেট নিয়ে দেশের মানুষের ভাবনার অন্ত নেই । তারই মাঝে পূর্ব নির্ধারিত সূচী অনুযায়ী বুধবার অরথত ১লা ফেব্রুয়ারি ২০২৩ – ২৪ অর্থ বর্ষের বাজেট পেশ করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমন । বিরোধীরা অবশ্য এই বাজেট কে অমাবস্যার ঘোর কালো দিন বলে কটাক্ষ করলেও কেন্দ্র সরকার অবশ্য এই বাজেট কে সাধারণ মানুষের বাজেট বলেই গলা চড়িয়েছে কয়েক গুণ । তবে বিরোধীরা যাই বলুক এদিনের বাজেটে বেশ কিছুটা হলেও স্বস্তি মিলেছে দেশের আম জনতার । অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই ।
আসলে ২০২৪ লোক সভা ভোটের আগে এটাই কেন্দ্রের মোদী সরকারের পূর্ণাঙ্গ বাজেট । আগামী বছর ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী কালীন সংক্ষিপ্ত বাজেট পেশ করবে বর্তমান সরকার। তারপর ফের ২০২৫ সালের বাজেট । সে সময় অবশ্য নতুন সরকার নয়া বাজেট । তবে গোটা বিশ্ব জুড়ে যে ফের আর্থিক মন্দা আসতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গিয়েছে এই বাজেট বক্তৃতায় । কিন্তু বিশ্ব জুড়ে আর্থিক মন্দার মধ্যেও যে ভারতের অর্থনীতি বেশ চাঙ্গা তা এদিন মনে করিয়ে দিয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সিতারমন । এদিনের বাজেটে দেশের কোটি কোটি মহিলাদের মহিলাদের স্বনির্ভর করতে দেশকে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী । আসলে নরেন্দ্র মোদি সরকারের দ্বিতীয় মেয়াদের কার্যকালের শেষ বাজেট এটাই । সেই কারণেই এই বাজেটে কার্যত কেন্দ্রের অগ্নিপরীক্ষার বাজেটও বলা যেতে পারে ।
জিও ধামাকা অফার, বিনামূল্যে 2 বছর 4g ফ্রী ভ্যালিডিটি, তাড়াতাড়ি করুন -Jio Dhamaka Offer
মহিলা ও প্রবীণদের জন্য বিশেষ প্রকল্প –
এদিনের বাজেটে দেশের মহিলাদের আর্থ সামাজিক উন্নতির দিকে বিশেষ নজর দেওয়া হয়েছে । যেমন , মহিলাদের জন্য চালু করা হল নয়া সম্মান পত্র প্রকল্প । এই প্রকল্পের অধীনে কোনও মহিলা যদি ২ লক্ষ টাকা বিনিয়োগ করেন তাহলে তিনি পেয়ে যাবেন ৭.৫ শতাংশ হারে সুদ । তবে এক্ষেত্রে ওই মহিলাকে এই প্রকল্পের আওতায় ২ বছরের জন্য ২ লক্ষ টাকা বিনিয়োগ করতে হবে । এর পাশাপাশি প্রবিন অর্থাৎ ষাট বছরের উরধে যে কোনও ব্যাকটির ক্ষেত্রে সিনিয়র সিটিজেন সেভিংস স্কিমেও বিনিয়োগের ঊর্ধ্ব সীমা এক ধাকায় বাড়িয়ে ৩০ লক্ষ টাকা করা হয়েছে । যেমন এখন থেকে যে কোনও সিনিয়র সিতিজেন দেশের যেকোনো আর্থিক প্রতিষ্ঠানে ৩০ লক্ষ টাকা পর্যন্ত নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন । এক্ষেত্রে ওই ব্যাক্তিকে সরকারি তরফে প্রদেয় সুদের হারে কোনও পরিবর্তন করা হবে না । এছাড়াও পোস্ট অফিসের আওতাধীন মান্থলি বা মাসিক ইনকাম স্কিমে সাধারণ নাগরিকরা ৪.৫ লক্ষ টাকার পরিবর্তে সর্বাধিক ৯ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। অন্যদিকে, জয়েন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রে ৯ লক্ষ টাকার পরিবর্তে ১৫ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন বিনিয়োগকারীরা । তবে শুধু মহিলাই নয় , এদিনের বাজেট দেশের আম জনতাকে অনেকটাই স্বস্তি দেবে বলে দেশবাসীকে ইতিমধ্যেই আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী ।
written by – Somnath Pal .
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG – #UNION BUDGET #BUDGET 2023 #BUDGET #CENTRAL GOVT #FINANCE MINISTRY