নতুন যুগের ব্যবসা, শুরু করলেই রোজগার হবে কোটি কোটি টাকা -New Business Idea

 চাকরি করছেন বা অন্য কাজে যুক্ত রয়েছেন বা এখনো বেকার?  তাহলে আজকে এমন এক ধামাকা ব্যবসার কথা বলতে যাচ্ছি যেখানে শুধু শুরু করলেই সহজেই হতে পারবেন কোটিপতি। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। বর্তমানে ব্যবসার সাফল্য নির্ভর করে যুগের সঙ্গে তাল মিলিয়ে ব্যবসার আইডিয়ার উপর। পরিবর্তনশীল যুগের সঙ্গে তাল মিলিয়ে আজকে এমন ব্যবসার কথা উল্লেখ করতে যাচ্ছি যার ঘরে ঘরে বিপুল চাহিদা। চলুন তাহলে শুরু করা যাক আজকের প্রতিবেদন। New Business Idea 

আজকে যে ব্যবসার কথা উল্লেখ করতে যাচ্ছি যার তৈরির জিনিস ঘরে ঘরে, দোকানে দোকানে, হোটেল বা রেস্তোরাঁতে এবং বহু জায়গায় মানুষ তার চাহিদা অনুযায়ী ব্যবসার করে থাকে। বাজারে এর চাহিদা ব্যাপক রয়েছে। সেই ব্যবসার নাম হলো ন্যাপকিন বা টিস্যু পেপারের ব্যবসা। আমরা সকলে জানি এই ব্যবহার কত রকমের যায়গায় হয়ে থাকে। ভবিষ্যতে ন্যাপকিন বা টিস্যু পেপারের চাহিদা আরও ব্যাপক হারে বাড়বে বলে বুদ্ধিজীবীদের অনুমান। তাই এমন একটা ব্যবসা যার ভবিষ্যৎ আলোকিত তা একবার শুরু করলে কোটিপতি হতে কোনো মানুষ আটকাতে পারনেনা। 

ব্যবসা শুরু করতে কী কী জিনিসপত্রের প্রয়োজন

এক্ষেত্রে ব্যবসার শুরু করতে প্রাথমিক যে জিনিসের প্রয়োজন তা হলো একটি ভালো ঘর যার পরিমাপ প্রায় ২০০-৩০০ বর্গফুট হলে হবে। এরপর এই ঘরকে তিনটি ভাগে ভাগ করে কাজের জন্য সেট করতে হবে। একটিতে কাজের মেশিন লাগাবেন, অন্য একটিতে কাজের কাঁচামাল রাখবেন এবং তৃতীয় নম্বর অংশটিতে তৈরি করা মাল রাখতে হবে। এরপর আপনার দরকার একটি টিস্যু বানানোর মেশিন যার জন্য প্রয়োজন হতে পারে ৪-৫ লক্ষ টাকা। এর পাশাপাশি কমপক্ষে ৩ জন শ্রমিক। এক্ষেত্রে চাইলে আপনি অটোমেটিক মেশিনও ব্যবহার করতে পারবেন। 

এবার আসা যাক সংশ্লিষ্ট ব্যবসার লাভে পরিমান কেমন। যদি আপনি অটোমেটিক মেশিন ব্যবসার করে থাকেন তাহলে ঘন্টায় প্রায় ১০০-৫০০ ন্যাপকিন তৈরি করতে পারবেন। যদি বছরে ধরা হয় তাহলে প্রায় ১.৫ লক্ষ কিলোগ্রাম টিস্যু তৈরি করতে পারবেন যার বাজার মূল্য প্রতি কেজি ৬০-৭০ টাকা। ভালো মানের টিস্যু ব্যবহার করলে আরও বেশি আয় করতে পারবেন। এভাবে আপনার ব্যবসা চলতে থাকলে কিছু দিনের মধ্যে কোটিপতি হয়ে উঠবেন। ব্যবসা সম্পর্কে আরও বিস্তারিত জেনে তবেই ব্যবসা শুরু করবেন। 

প্রতিনিয়ত এমন নতুন নতুন ব্যবসার খবর পেতে অবশ্যই আমাদের সঙ্গে জুড়ে থাকবেন – 

More News : Click Here


Join Telegram Channel : Click Here

Leave a Comment