চাকরি নয়তো ব্যবসা কিছু একটা করতে হবে । পড়াশোনার পাঠ শেষ করে বেকার যুবক -যুবতীদের প্রধান লক্ষ্য এটাই । কিন্তু চাকরির বাজারের যা অবস্থা তা নতুন করে না বলাই ভালো । এ কে তো গত কয়েক বছর গোটা পৃথিবী জুড়ে আর্থিক দুরাবস্থা সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বেকারের সংখ্যা । এই অবস্থায় সরকারি কিংবা বেসরকারি চাকরির বাজারে প্রতিযোগিতা মাত্রা বাড়ছে হু হু করে । তার ওপর মনের মতো চাকরি হচ্ছে কোথায় । কিন্তু তাই বলে কি পেট শুনবে ? কিছু একটা করতে করতেই হবে । তাই চুপচাপ বসে না থেকে নিজের যদি ছোটোখাটো একটা ব্যবসা হয় তা হলে বেশ ভালোই হয় । কিন্তু কি ব্যবসা করা যায় ? পুজিই বা কে দেবে ? এসব হাজারো বিপত্তি । তবে চিন্তার কোনও কারণ নেই । আমরাই দেবো সঠিক দিশা , বেশি টাকা উপার্জনের নিত্যনতুন আইডিয়া । আজও তাই । তাহলে নতুন ব্যবসা শুরু করার আগে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে । Superhit Self Business Idea
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, যুগের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টে যাচ্ছে মানুষের জীবন যাত্রার মান । এই যেমন ধরা যাক ইলেকট্রিক যানবাহনের কথা । একে তো পরিবেশ দূষণ তার ওপর জ্বালানির খরচ । বর্তমান সময়ে এই দু’ইয়ের সঙ্গে পাল্লা দেওয়া বেশ কঠিন । মুলত সেই কারণে এই ক্রমবর্ধমান মূল্য বৃদ্ধির যুগে ইলেকট্রিক ভেহিকেল অত্যন্ত দ্রুত গতিতে বৃদ্ধি পেতে শুরু করেছে। এমনিতেই গ্রামের দিকে বেশ অনেক ইলেকট্রিক রিক্সা এবং টোটো চলে।এই অবস্থায় বাজারের চাহিদা অনুযায়ী আপনি যদি ইলেকট্রিক যানবাহনের চার্জিং স্টেশনের ব্যবসা শুরু করতে পারেন তাহলে বিষয় টি মন্দ নয় । বাজারে ক্রম বর্ধমান চাহিদা অনুযায়ী আপনার ব্যবসা চলবে গম গম করে । আর প্রতিমাসে ইনকাম হবে লক্ষ টাকার ওপর । কিন্তু কি ভাবে ? তাহলে আসুন জেনে নেওয়া ইলেকট্রিক চার্জিং ষ্টেশন আপনি কিভাবে শুরু করবেন ।
ব্যবসা শুরু করতে কি প্রয়োজন ?
এই ব্যবসা করতে আপনাকে সদর রাস্তার ধারে ৫০ থেকে ১০০ বর্গ ফুটের একটি জায়গা নিতে হবে । সেক্ষেত্রে আপনার নিজের অথবা জায়গা ভাড়া নেওয়া যেতে পারে । এরপর ওই জায়গায় চার্জিং স্টেশনের জন্য উপযুক্ত পরি কাঠামো তৈরি করতে হবে । এবার সরকারি ভাবে বেশ কিছু জায়গা যেমন দমকল অর্থাৎ ফায়ার ব্রিগেড থেকে শুরু করে বন দফতর এবং স্থানীয় প্রশাসন যেমন পুরসভা অথবা পঞ্চায়েত থেকে আপনাকে পারমিশন অথবা অনুমতী পত্র নিতে হবে । এছাড়াও গাড়ি অর্থাৎ যানবাহন ঢোকা – বের হয়ার জন্য উপযুক্ত জায়গা প্রয়োজন । পাশাপ্সহি আপনার চার্জিং স্টেশনে আসা গ্রাহকদের জন্য পানীয় জল টয়লেট, বিশ্রাম কক্ষ , অগ্নি নির্বাপক যন্ত্র থাকতে হবে । মোটের ওপর লাখ ৪০ টাকা হলেই আপনি এই ব্যবসা শুরু করতে পারেন ।
পুঁজি সামান্য, দৈনিক আয় চাকরিকে হার মানাবে, এই কাজ করে মালামাল হন -Business Idea
এই ব্যবসায় লাভের পরিমাণ কত ?
এ ক্ষেত্রে আপনি যদি মোটামুটি ৩ হাজার কি লো ওয়াটের চার্জিং ষ্টেশন তৈরি করতে পারেন তাহলে প্রত্যেক কিলো অয়াত অনুযায়ী আপনার ইনকাম হবে আড়াই টাকা । কিন্তু এই ইনকাম টি আপনার কাছে যৎ সামান্য মনে হলেও বিষয় তিকে আপনি যদি বৃহত্তর আকারে ভাবে তাহলে হিসেব টা হবে এই রকম । আড়াই টাকা কিলো অয়াত পিছু আয় হলে ৩ হাজার কিলো ওয়াটে আপনার ইনকাম হবে দৈনিক ৭৫০০ টাকা । এই ভাবে সব কিছু খরচ – খরচা বাদে আপনার প্রতিমাসে ইনকামের পরিমাণ দাঁড়াবে দেড় থেকে ২ লক্ষ টাকা । তাহলে আর দেরি না করে নতুন চিন্তা ভাবনা থেকে এখনই শুরু করুন ইলেকট্রিক যানবাহনের চার্জিং স্টেশনের ব্যবসা । আর আপনার ইনকামের রাস্তা সুগম করুন খুব সহজে ।
আজকে এই পর্যন্ত । আবার আগামী দিন আসবো নতুন কিছু আইডিয়া নিয়ে । ততক্ষণ নজর রাখুন bongodhara.com
গবেষণা কেন্দ্রে একাধিক পদে চাকরির সুযোগ, রইল বিস্তারিত -ISRO Job Recruitment
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #NEW BUSINESS IDEA #MAKING MONEY #SELF BUSINESS #INCOME TIPS #ELECTRIC CAR #CHARGING STATION