নাকের বদলে নড়ুন’ – DA আন্দোলন চলাকালীন কর্মীদের জন্য বড় ঘোষণা রাজ্য সরকারের, খুশির হাওয়া সরকারি কর্মী মহলে -WB Govt Employees

কলকাতা : সরকার আর সরকারি কর্মচারী , ন্যায্য পাওনা গণ্ডা নিয়ে দ্বন্দ্ব অব্যাহত । আসলে সরকারি কর্মীদের হকের দাবি বলে কথা । ডিএ -র দাবিতে চলছে আন্দোলন – অবস্থান বিক্ষোভ । শুধুইকি ধর্মঘট – অনশন । এমনিতে মামলা ঝুলছে সুপ্রিম কোর্টের দরজায় । শেষ পর্যন্ত মামলার রায় কার পক্ষে যাবে তা নিয়ে সরকার ও সরকারি কর্মীরা বেশ সন্দিহান । পাশাপাশি ডি এ – নিয়ে রাজ্য সরকার এবং সরকারি কর্মীদের সম্পর্ক যখন সাপে – নেউলে, ঠিক সেই সময় গোটা রাজ্যের সরকারি কর্মীদের জন্য খুশির খবর শোনাল রাজ্য সরকার । তবে এ যেন নাকের বদলে নড়ুন পাওয়ার মতো অবস্থা । রাজনৈতিক বিশ্লেষকদের মত অবশ্য এমনটাই । তবে রাজনৈতিক পর্যবেক্ষক থেকে শুরু করে বিরোধীরা যতই কটাক্ষ করুক আন্দোলনের মাঝে এমন খবর পেলে হয়তো খুশিতে ডগমগ হতে পারেন  এ রাজ্যের লক্ষ লক্ষ সরকারি কর্মী । কিন্তু কি এমন খুশির খবর যা নিয়ে ইতিমধ্যেই তোলপাড় গোটা রাজ্য । 

শনিবার রাজ্য প্রশাসনের সদর দফতর অর্থাৎ নবান্ন  থেকে নির্দেশিকা আসার পর থেকেই শুরু হয় যত জল্পনা । এবার মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে এক টানা তিন দিন ছুটি পাচ্ছেন রাজ্য সরকারি কর্মীরা । তবে এ বছর মহাবীর জয়ন্তীর ছুটির তালিকা আগেই প্রকাশ করে ছিল রাজ্য সরকার । সেই মতো এপ্রিলের শুরুতে মাত্র এক দিন ছুটি পেতেন  রাজ্য সরকারি কর্মীরা । কিন্তু মজার বিষয় হঠাৎ করেই এই ছুটির তালিকা পরিবর্তন করল রাজ্য সরকার । ফলে এ বছর এপ্রিল আসের শুরুতে মহাবীর জয়ন্তী উপলক্ষ্যে এক টানা তিন দিন ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা । 

তাহলে গোটা বিষয়টি জেনে নেওয়া যাক স্পষ্ট করে পশ্চিমবঙ্গ সরকারের ছুটির তালিকায় সরকারি ক্যালেন্ডার অনুযায়ী মহাবীর জয়ন্তীর ছুটি এপ্রিল মাসের ৪ তারিখ ঘোষণা করা হয়েছিল। শনিবারই সেই ছুটির দিন বদল করা হয়। ওইদিন এক বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ৪ তারিখের বদলে আগামী ৩ এপ্রিল অর্থাৎ সোমবার মহাবীর জয়ন্তী উপলক্ষে ছুটি পাবেন সরকারি কর্মচারীরা। যার ফলে সোমবারও ছুটিই থাকছে সরকারি দফতর। শনি ও রবিবার এমনিতেই ছুটি, এবার তাতে যোগ হল সোমবারও। ফলে বলতে গেলে একদিকে আখেরে লাভই হল সরকারি কর্মচারীদের। সব মিলিয়ে এপ্রিলের শুরুতেই টানা তিনদিন পকেটে ছুটি চলে এল তাদের। ওই তিন দিন স্কুল, কলেজের পাশাপাশি বন্ধ থাকবে রাজ্য সরকারি সমস্ত অফিসও । সরকারি সুত্রে খবর এমনটাই । 

★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

written by – Somnath Pal. 

TAG- #WB #GOVT  #HOLIDAY  #EMPLOYEE #DA #GOVT EMPLOYEE

Leave a Comment