ফের রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য আশার খবর। এবার নারী ও শিশুদের সামাজিক উন্নতি( DEVELOPMENT) সাধনে জেলা ভিত্তিক কর্মী (JOB) নিয়োগ করবে রাজ্য সরকার। এই মর্মে গত কয়েকদিন আগে রাজ্য সরকারের মুখ্য সচিবের পর্যবেক্ষণে নারী WOMAN & CHILD WELFARE) ও শিশু কল্যাণ দফতর মারফৎ জেলা ভিত্তিক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ ক্ষেত্রে আবেদনকারীকে সংশ্লিষ্ট জেলার (ZILA) স্থায়ী বাসিন্দা হতে হবে। তবে সংশ্লিষ্ট পদের ক্ষেত্রে এক মাত্র মহিলা প্রার্থীরাই আবেদন করতে পারবেন। সম্পূর্ণ এই নিয়োগ(RECRUITMENT) প্রক্রিয়াটি সম্পন্ন হবে পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যান দফতরের তত্বাবধানে । আবেদন ও নিয়োগের যাবতীয় তথ্য জানতে চটপট দেখে নিন নিচের প্রতিবেদন টি । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর এবং তারিখ – Memo No- 143/SW/PSM Dated- 11/04/2023
আবেদন পদ্ধতি—
রাজ্য সরকারের নারী ও শিশু কল্যাণ দফতর এবং সংশ্লিষ্ট জেলা মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
১. আবেদনকারী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট জেলার বাসিন্দা হতে হবে ।
২. এক্ষেত্রে শুধুমাত্র অফ লাইনেই আবেদনের সুযোগ পাবেন কর্ম প্রার্থীরা।
৩. সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে প্রথমে আবেদন ফর্ম ডাউন লোড করে নিতে হবে।
৪. এরপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট স্থানে
ক) নিজের নাম
খ) পিতার নাম
গ) বাসস্থানের ঠিকানা
ঘ) বয়স
ঙ) শিক্ষাগত যোগ্যতা
চ) জাতী
ছ) লিঙ্গ
জ) মোবাইল নম্বর
ঝ) ইমেল আই ডি
ঞ) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা
ট) কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা ইত্যাদি উল্লেখ করতে হবে ।যে
আবেদন ফর্ম পূরণ করার বিষয়ে আবেদনকারীকে যাবতীয় তথ্য সংশ্লিষ্ট জেলার ওয়েব সাইট থেকে সংগ্রহ করতে হবে।
বয়স সীমা –
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০৪-২০২৩ -য়ের হিসাবে ৩৫ বছরের মধ্যে।
আবেদন ফর্ম পূরণ সহ সংশ্লিষ্ট পদের ইন্টারভিউয়ের সময় আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস বা নথি সঙ্গে রাখতে হবে সেগুলি হল-
১. ভোটার ও আঁধার কার্ড -এর তথ্য
২. নিজের বাসস্থানের বা ঠিকানার প্রমান পত্র
৩. প্রার্থীর বয়সের প্রমানপত্র
৪. শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র ইত্যাদি
৫. প্রার্থীর জাতিগত সংশাপত্রের প্রমান
৬. প্রার্থীর বর্তমান সময়ের রঙিন পাসপোর্ট ছবি, ইত্যাদি
নিয়োগ পদ্ধতি-
নিয়োগের ক্ষেত্রে প্রথমে দেখা হবে প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা। তারপর হবে কম্পিউটারে কাজের ওপর প্রার্থীর দক্ষতার পরীক্ষা। সবশেষে রয়েছে ইন্টারভিউ । প্রাপ্ত নম্বর এবং প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ভিত্তিতে চূড়ান্ত নিয়োগ পত্র তুলে দেওয়া হবে।
সব শেষে শূন্যপদের বিবরণ –
পদের নাম – কেস ওয়ার্কার’ (CASE WORKER)
শূন্য পদের সংখ্যা-
উল্লেখিত পদে শূন্য পদের সংখ্যা ১ টি ( এক্ষেত্রে উল্লেখিত পদ টি তপশীলি জাতীর প্রার্থীর জন্য সংরক্ষিত)
মাসিক বেতন –
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট দফতর মারফৎ প্রতিমাসে ১৫,০০০ টাকা বেতন দেওয়া হবে ।
তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । নিযুক্ত কর্মীর কাজে সন্তুষ্ট না হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ওই কর্মীকে তার কাজ থেকে অব্যহতি দিতে পারেন । এমনকি নিযুক্ত কর্মীর কাজের দক্ষতার ওপর পরবর্তী ধাপে চুক্তির মেয়াদ বৃদ্ধি কড়া হতে পারে ।
শিক্ষাগত যোগ্যতা-
১. নারী ও শিশুদের আর্থসামাজিক উন্নতিকল্পে অন্তত তিন বছররের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
২. আবেদন কারী প্রার্থীকে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অবশ্যই স্নাতক হতে হবে।
৩. কম্পিউটার বিষয়ে অভিজ্ঞ এবং দক্ষ হতে হবে।
৪. বাংলা ভাষায় লেখা, পড়া এবং কথা বলার দক্ষতার পাশাপাশি ইংরাজি ভাষায় লেখা এবং পড়ার অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও স্থানীয় ভাষায় সম্পূর্ণ দক্ষতা থাকতে হবে ।
কাজের ধরণ-
পশ্চিমবঙ্গ সরকারের নারী ও শিশু কল্যাণ দফতরের নিয়ম মাফিক সংশ্লিষ্ট জেলায় জেলা শাসকের অধীনে কাজ করতে হবে । এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া প্রার্থীকে পশ্চিম বঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলায় নিয়োগ করা হবে । প্রার্থীকে অবশ্যই উল্লেখিত জেলার বা এলাকার বাসিন্দা হতে হবে।
আবেদন পত্র পাঠানোর ঠিকানা –
আবেদন পত্র পূরণ করে তা খাম বন্দি অবস্থায় প্রার্থীকে স্ব -শরীরে অর্থাৎ নিজে হাতে পশ্চিম মেদিনীপুর জেলা শাসকের অফিসে জমা করতে হবে।
Office of the District Magistrate , Paschim Medinipur .
আবেদনের শেষ তারিখ আগামী মে’ মাসের ৪ তারিখ অর্থাৎ 04/05/2023
বিস্তারিত জানতে ক্লিক করুন – www.paschimmedinipur.gov.in
সরকারি চাকরি কিংবা জনমুখী প্রকল্প, সবার আগে সঠিক খবর পেতে নজর রাখুন bongodhara.com
Official Notice : Click
Join Telegram Channel : Click Here
TAG- #JOB NEWS #GOVT JOB #WOMAN AND CHILD #WB