পড়ুয়াদের জন্য সুখবর! আবেদন করলেই পাবেন 50 হাজার টাকা- New Scholarship 2023

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

দেশ তথা রাজ্যের পড়ুয়াদের পড়াশোনার খরচ জোগাতে সরকারি ভাবে চালু রয়েছে একাধিক স্কলারশিপ বা বৃত্তি প্রদানের ব্যবস্থা। এক্ষেত্রে অনেক স্বেচ্ছা সেবী সংস্থাও একাধিক বেসরকারি সংস্থা  দুঃস্থ মেধাবী ছাত্র- ছাত্রীদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কিন্তু তাই বলে ফিলিপ্স (Philips)। দুঃস্থ পড়ুয়াদের আর্থিক ভাবে সাহায্য করতে গোটা দেশ ব্যাপি চালু রয়েছে (Philips) স্কলারশিপ। কি ভাবছেন ? বিশ্বাস হচ্ছে না তো । তবে এ ঘটনা একেবারে নিশ্চিত সত্য। 

সাড়া দেশের দুঃস্থ মেধাবী পড়ুয়াদের জন্য প্রতিবছর নিয়ম করে স্কলারশিপ বা বৃত্তি দেয় স্টেট ব্যাঙ্ক ফিলিপস (Philips) কোম্পানি। মূলত দুঃস্থ মেধাবী পড়ুয়াদের পড়াশোনায় যাতে আর্থিক অনটনের কারণে কোনও বিঘ্ন না ঘটে সে জন্যই ফিলিপস’ কোম্পানির তরফে এই উদ্যোগ নিয়েছে বলে জানা গিয়েছে। 

আসলে অনেক পড়ুয়ায় তাদের পারিবারিক আর্থিক দুরবস্থার কারণে উচ্চশিক্ষা লাভ করতে পারেন না। মূলত তাদের উচ্চশিক্ষা লাভের ক্ষেত্রে সহায়তা করার জন্য এবং তারা যাতে পরবর্তীতে স্বনির্ভর হতে পারে তার জন্য Philips কোম্পানির তরফে এই স্কলারশিপ প্রদান করা হয়ে থাকে। 

আবেদনের ক্ষেত্রে আবেদনকারী পড়ুয়াকে নিম্নলিখিত ডকুমেন্টসগুলি অবশ্যই  সঙ্গে রাখতে হবে :  

১. আবেদনকারী  ছাত্র -ছাত্রীর বিগত বছরের পরীক্ষার মার্কশিট।

২. আধার কার্ড ।

৩. পাঠরত শ্রেণীতে ভর্তির রশিদ ।

৪. আবেদনাকারী পড়ুয়ার ব্যাঙ্কের পাশ বইয়ের যাবতীয় তথ্য ।

৫. আবেদনকারী ছাত্র- ছাত্রীর পরিবারের  বার্ষিক আয়ের প্রমান পত্র।

৬. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি।   

এবার এক নজরে দেখে নেওয়া যাক Philips স্কলারশিপের যাবতীয় খুঁটিনাটি তথ্য সম্পর্কে : 

১. এক্ষেত্রে ৭৫ শতাংশ নম্বর পেয়ে  উচ্চ মাধ্যমিক উত্তীর্ণ ছাত্র- ছাত্রীরা (MBBS/BDS/B.Pharm/ Nursing) ইত্যাদি বিষয় নিয়ে পড়াশোনা করলে এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন । 

২. আবেদনকারী ছাত্র- ছাত্রীকে অন্তত ৭৫ শতাংশ নম্বর নিয়ে পাশ করতে হবে।

৩. এ ক্ষেত্রে শুধুমাত্র অনলাইনে আবেদন করতে হবে, অফ লাইনে আবেদনের কোনও সুযোগ নেই। 

৪. আবেদনকারী পড়ুয়াকে নির্দিষ্ট ওয়েব সাইট এ গিয়ে আবেদন করতে হবে। 

৫. আবেদনকারী পড়ুয়াকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে।

৭. আবেদনকারী ছাত্র অথবা ছাত্রীর পারিবারিক বার্ষিক আয় হতে হবে বার্ষিক ৬ লক্ষ টাকার মধ্যে। 

উল্লেখিত স্কলারশিপে আবেদনের শেষ সময়সীমা চলতি জানুয়ারি মাসের ৩১ তারিখ 31/01/2023 

রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান। 

For More Job News: Click Here


 Join Our Telegram Channel :   Click

TAG – #SCHOLARSHIP #PHILIPS #MBBS #BDS #STUDENTS

Leave a Comment