সুখবর! সুখবর! সুখবর! চাকরি প্রার্থীদের জন্য নয়া নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে নিয়োগের কথা উল্লেখ করতে যাচ্ছি যেখানে গ্রুপ -A,B,C সব ধরনের পদে নিয়োগ করা হবে। এও জানানো হয়, নিয়োগ করা হবে পরীক্ষার বোর্ড কেন্দ্রে। এক্ষেত্রে নিজের যোগ্যতা অনুযায়ী আলাদা আলাদা পদে নিয়োগ করা হবে বা আবেদন জানাতে পারবেন। চলুন তাহলে সময় নষ্ট না করে আজকের প্রতিবেদন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা যাক। Board Of Examinations Recruitment 2023
কী কী পদে নিয়োগ করা হবে :
Group A –
1.জুনিয়র ডিরেক্টর (নন মেডিকেল)
2. ডিপুটি ডিরেক্টর (নন মেডিকেল)
3. সহকারী ডিরেক্টর (নন মেডিকেল)
Group B
4. সেকশন অফিসার
5. অ্যাকাউন্ট অফিসার
6. প্রাইভেট সেক্রেটারি
7. সিনিয়র প্রোগ্রামার
8. সিনিয়র অ্যাসিস্টেন্ট
9. সিনিয়র অ্যাকাউন্টেন্ট
10. পার্সোনাল অ্যাসিস্টেন্ট
11. লাইব্রেরিয়ান
12. মাল্টি স্কিল অ্যাসিস্টেন্ট (Group C)
আবেদন পদ্ধতি : যে সকল প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন জানাতে হবে অফলাইন মাধ্যমে। অফলাইন আবেদন করতে নিদিষ্ট ফর্ম পূরণ করতে হবে এরপর এনওসি এবং যাচাইকরণ
ক্যাডার নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষ দ্বারা বিশদ বিবরণ সহ আরও জরুরি ডকুমেন্টস বা সার্টিফিকেট আবেদন পত্রের সঙ্গে জমা করতে হবে।
আবেদন জমা করার শেষ তারিখ :এক্ষেত্রে বিজ্ঞপ্তি প্রকাশের 45 দিনের মধ্যে আবেদন পত্র জমা করতে হবে। বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 27/07/2023।
নিয়োগ প্রক্রিয়া : নিয়োগ প্রক্রিয়া বা তার সম্পর্কে আরও যথাযথ জানতে হলে কেবল তাদের ওয়েবসাইট ভিজিট করতে হবে।
আবেদন পত্র জমার ঠিকানা : “Additional Director (Admin.), National Board of Examinations in
Medical Sciences, NAMS Building, Mahatma Gandhi Marg, Ansari Nagar, New Delhi
– 110029”
এক্ষেত্রে উপরোক্ত পদ গুলিতে আবেদন করতে যোগ্যতা থাকতে হবে ভিন্ন ভিন্ন। তাই আবেদন করার পূর্বে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে পদ অনুযায়ী যোগ্যতা ও অভিজ্ঞতা যাচাই করে যোগ্য হলে আবেদন করতে পারবেন।
নিচে অফিসিয়াল ওয়েবসাইট, অফিসিয়াল নোটিশ ডাউনলোড লিঙ্ক সহ আরও খবর ও Telegram Channel লিঙ্ক দেওয়া হল –
More News : Click Here
Join Telegram Channel : Click Here