সাম্প্রতিক স্কুল সার্ভিস এবং প্রাইমারী স্কুলের শিক্ষক নিয়োগে ব্যপক দুর্নীতির জেরে উচ্চ আদালতের নির্দেশে জেরবার তৃণমূলের মা মাটি মানুষের সরকার। তারওপর টেট কাণ্ডে পাহাড় প্রমাণ দুর্নীতি আড়াল করতে ঠিক কী করা উচিৎ বা কী করা উচিৎ নয় তা বুঝে উঠতে পারছে না এ রাজ্যের বর্তমান সরকার। এর মধ্যেই দিনের পর দিন লাগামহীন বেকারত্ব ক্রমশ ঊর্ধ্বমুখী। এ অবস্থায় অতি সন্তর্পণে গোটা রাজ্যবাসীর সামনে নিজেদের স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে বদ্ধ পরিকর রাজ্যের শাসক দল ।
সেই লক্ষ্যে দিন কয়েক আগেই সরকার নিয়ন্ত্রণাধীন গর্ভমেন্ট মডেল (GOVT. Model School) স্কুলে শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়োগের (Recruitment) বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । সংশ্লিষ্ট নিয়োগের বিষয়ে দিন কয়েক আগেই একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পশ্চিমবঙ্গ স্কুল শিক্ষা (School Education Department) দফতর মারফৎ । শিক্ষক ও অশিক্ষক কর্মী নিয়ে মোট শূন্য পদের সংখ্যা একাধিক । বর্তমান সরকারি চাকরির বাজারে সংখ্যাটা নেহাত কম নয় । শিক্ষক কিংবা অশিক্ষক কর্মী, নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই। শুধুমাত্র স্কুল শিক্ষা দফতর এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের তত্ত্বাবধানে ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী নির্বাচন করা হবে । এ ক্ষেত্রে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন । আবেদন করতে হলে চটপট পড়ে নিন নিচের সম্পূর্ণ প্রতিবেদনটি ।
প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ -28Admn/DSE-A3099/33/2022-BHSEC(DSE)-DSE Dated – 06/03/2023
প্রথমেই জেনে নেওয়া যাক শূন্যপদ সম্পর্কে –
এ ক্ষেত্রে মোট স্কুলের ক্ষেত্রে শিক্ষক এবং অশিক্ষক কর্মী মিলিয়ে মোট ২২ টি শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । তবে শিক্ষক পদের ক্ষেত্রে যে যে বিষয়ের শিক্ষক নেওয়া হবে সেগুলি হল, যেমন,
ইংরাজি (English)
বাংলা (Bengali)
অঙ্ক (Mathematics)
ভৌত বিজ্ঞান (Physical Science)
জীবন বিজ্ঞান (Life Science)
ভূগোল (Geography)
ইতিহাস (History )
শূন্যপদ – উল্লেখিত বিষয় গুলিতে দুটি স্কুল মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ১৪ টি । অর্থাৎ প্রত্যেকটি স্কুলের জন্য উল্লেখিত বিষয়ে একজন করে শিক্ষক নেওয়া হবে ।
অশিক্ষক কর্মী (NON TEACHER) পদের ক্ষেত্রে দুটি স্কুলের ক্ষেত্রে একজন করে গ্রুপ – সি (GROUP – C) এবং একজন করে গ্রুপ – ডি (GROUP – D) কর্মী নিয়োগ করা হবে ।
শূন্য পদ – উল্লেখিত পদে দুটি স্কুল মিলিয়ে মোট শূন্য পদের সংখ্যা ৪ টি ।
এছাড়াও দুটি স্কুলের জন্য একজন করে সুইপার (Sweeper) এবং একজন নিরাপত্তা কর্মী (Guard) পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে ।
শূন্য পদ – এক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা ৪ টি
বয়স সীমা –
উল্লেখিত শিক্ষক এবং অশিক্ষক কর্মী পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ -এর হিসাবে ৬২ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা – সংশ্লিষ্ট পদ গুলির মধ্যে শিক্ষক পদের ক্ষেত্রে আবেদনকারীকে সরকারি প্রতিষ্ঠানে শিক্ষাকতা করার অভিজ্ঞতা থাকতে হবে । অর্থাৎ উল্লেখিত বিষয়ে অবসর প্রাপ্ত শিক্ষকদের নিয়োগের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে । এছাড়াও সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর সঙ্গে বি এড(B.Ed) ডিগ্রিধারী হতে হবে ।
অন্যদিকে গ্রুপ সি (GROUP – C) এবং গ্রুপ -ডি (GROUP – D) পদের ক্ষেত্রে প্রাসঙ্গিক বিষয়ে কাজের অভিজ্ঞতা থাকলেই চলবে ।
নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে প্রার্থীর যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা ও ইন্টারভিউয়ের মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে ।
নিয়োগের স্থান –
উল্লেখিত পদের ক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে রাজ্য শিক্ষা দফতরের অধীনে পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুর ইসলাম পুর এবং চোপড়া ব্লকের দুটি সরকারি মডেল স্কুলে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক ।
আবেদন পদ্ধতি –
এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই। আবেদনকারীকে তার শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা সহ নিজের বায়োডাটা ও সকল ডকুমেন্টের অরিজিনাল এবং ফটো কপি সহযোগে আগামী মে মাসের ২ এবং ৩ তারিখ সরাসরি ইন্টারভিউয়ের জন্য সংশ্লিষ্ট অফিসে হাজির থাকতে বলা হয়েছে ।
সরাসরি ইন্টার্ভিউয়ের স্থান এবং সময় (Walk in Interview) –
Date Of Interview – 02/05/2023 & 03/05/2023
Place Of Interview – Vivekananda Conference Hall, Islampur Sub- Divisional Office . Dist – Uttardinajpur .
প্রয়োজনীয় ডকুমেন্টস –
এক্ষেত্রে আবেদনকারীকে সরাসরি ইন্টারভিউয়ের নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে নিম্ন লিখিতি ডকুমেন্টসগুলি নিয়ে হাজির থাকতে বলা হয়েছে । যেমন,
১) আঁধার কার্ড
২) নিজের বায়োডাটা
৩) শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
৪) প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র
৫) বয়সের প্রমান পত্র
৬) বাসস্থানের প্রমান পত্র
৭) শারীরিক সুস্থতার প্রমান পত্র
৮) আবেদনকারীর নিজের ২ কপি পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – www.uttardinajpur.gov.in
চাকরির সঠিক সংবাদ পেতে চোখ রাখুন bongodhara.com -এ
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG – #WB #EDUCATION #RECRUITMENT #JOB NEWS #TEACHER #NON TEACHER #CLERK #JHARGRAM