সরকারি কর্মী মহলে শুরু হয়েছে তুমুল ডিএ আন্দোলন তার মধ্যে হাইকোর্টের ঘোষণা ঘিরে শিক্ষক মহলে খুশির হাওয়া বইছে। গত কিছু দিন ধরে শহীদ মিনারে রাজ্যের সরকারি কর্মীদের একাংশ মিলে শুরু ধর্না কর্মসূচি। এদিকে আগামী 10 মার্চ শুরু হতে চলেছে ধর্মঘট এমনটাই সিদ্ধান্ত সরকারি কর্মীদের যৌথ মঞ্চের। তার মধ্যে শিক্ষকদের জন্য নয়া ঘোষণা করেছে কলকাতা হাইকোর্ট।
এদিকে দীর্ঘ ধর্না আন্দোলনের মধ্যে সুপ্রিম কোর্টেও একই দাবি নিয়ে মামলা চলে। আগামী 15 মার্চ এই মামলার শুনানি রয়েছে। এর মধ্যে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছে সরকারি কর্মীদের যৌথ মঞ্চ। তাদের দাবি কেন্দ্রীয় হারে ডিএ। মাঝে মাঝে কর্মবিরতি দিয়ে আন্দোলন সবর হন সরকারি কর্মীগন কিন্তু তাতেও টনক নড়েনি সরকার পক্ষের।
এদিকে রাজ্য পার্শ্ব শিক্ষকদের জন্য সুখবর শোনালো কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট মারফত জানানো হয় যে, রাজ্যের পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত হলফনামা আগামী 21 দিনের মধ্যে জমা দিতে হবে। ইতিমধ্যে তার কয়েকদিন পেরিয়ে গেল। বিচারপতি বিশ্বজিৎ বসু জানান যে, সরকার পক্ষ আগামী 21 দিনের মধ্যে অর্থাৎ আজ থেকে আর 17 দিনের মধ্যে সরকারি হলফনামা জমা করতে হবে।
পার্শ্ব শিক্ষকদের বহু দিনের দাবি তার বেতন বৃদ্ধি নিয়ে। তাদের মতে তারা নামে মাত্র পার্শ্ব শিক্ষক কিন্তু কাজে তাদের পূর্ণ সময় দিতে হয়। তাদের দাবি যে, যেহেতু তারা পূর্ণ শিক্ষকদের সমতুল্য কাজ করে তাহলে তাদের বেতন নিয়ে এত বৈষম্য কেন? তারা এও জানায় যে, প্রাথমিক বিদ্যালয়ে বেতন পায় 13 হাজার এবং উচ্চ প্রাথমিক স্তরে নেতন পায় 16 হাজার টাকা।
কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে এদিন পার্শ্ব শিক্ষকদের বেতন সংক্রান্ত মামলার শুনানি হয়, সেদিন রাজ্য সরকারের তরফে জানানো হয় যে, গত 2019-20 সাল থেকে 5 শতাংশে হারে বেতন দ্বারায় 13 হাজার আর যার কারনে সরকার 1300 কোটির বোঝা তুলছে। তাদের দাবি অন্যান্য রাজ্যের তুলনায় এই রাজ্যে বেশ ভালো বেতন তারা পাচ্ছে।
এরপরেই কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু আগামী 21 দিনের মধ্যে অর্থাৎ মাসের শেষের দিকে রাজ্য সরকারকে এই বিষয়ে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেন। হাইকোর্টে পার্শ্বশিক্ষকদের বেতন সংক্রান্ত শুনানির সময় রাজ্য সরকারের তরফে বিহার, উত্তরপ্রদেশ, ওড়িশা, রাজস্থানের মত অন্যান্য রাজ্যে উচ্চ প্রাথমিক পার্শ্ব শিক্ষকরা যে হারে বেতন পান, তার তালিকাও পেশ করা হয়।
More Job News : Click Here
Join Telegram Channel : Click Here