পশ্চিমবঙ্গে প্রচুর চাকরির সুযোগ, এক্ষুনি আবেদন করুন -WB Job Recruitment 2023

কলকাতা – একেবারে স্বাধীনতার সময় থেকে আজ পর্যন্ত শুধুমাত্র এই রাজ্য নয় গোটা দেশের ইতিহাসে দুর্গাপুর যে বেশ বিক্যাত স্থান তা আর বলার অপেক্ষা রাখেনা । কারণ সে দুর্গা পুর স্টিল প্ল্যান্টই হোক কিংবা দুর্গা পুর সংলগ্ন রানিগঞ্জ -আসানসোলের কয়লা খাদান বা খনি ।আর কয়লা খনি মানেই প্রচুর প্রাকৃতিক সম্পদ আর প্রচুর কর্ম সংস্থান । তবে একেবারে শুরু থেকে আজ পর্যন্ত দুর্গা পুর প্রজেক্ট লিমিটেড সরকার নিয়ন্ত্রনাধীন স্বশাসিত সংস্থা । দীর্ঘ বেশ কয়েক বছর পর রাজ্যের চাকরি প্রার্থীদের সামনে এবার বড় সড় চাকরির খবর । আর হবে নাই বা কেন আসলে দুর্গা পুর প্রজেক্টস লিমিটেড বলে কথা । 

এবার দুর্গাপুর প্রজেক্ট লিমিটেডে আধিকারিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল । এক্ষেত্রে মাসিক বেতন প্রায় লক্ষ টাকা পর্যন্ত পৌঁছে যাবে । এই মর্মে গত কয়েকদিন আগেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে দুর্গা পুর প্রজেক্টস লিমিটেডের তরফে । এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন এ রাজ্য ছাড়াও গোটা দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা । তবে আবেদনকারী প্রার্থীর উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । এক্ষেত্রে সরাসরি ইন্টার্ভিউ দিয়েই পাবেন চূড়ান্ত নিয়োগ পত্র । অর্থাৎ শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যেমেই চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । এ ক্ষেত্রে নিযুক্ত ব্যাক্তিকে দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডের তত্বাবধানে কাজ করতে হবে । আবেদন এবং নিয়োগ সম্পর্কে যাবতীয় বিস্তারিত জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে । 

প্রথমেই আসি শূন্যপদ সম্পর্কে – 

এক্ষেত্রে মোট দুটি পদের জন্য আধিকারিক নিয়োগ করা হবে । যেমন – 

১) পদের নাম – সেফটি অফিসার (Safety Officer )  

মাসিক বেতন – 

এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ৬৬,০০০ টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি নিযুক্ত কর্মীকে সরকারি যাবতীয় সুবিধা প্রদ্দানের ব্যবস্থা রয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে শারীরিক ভাবে সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে । 

বয়স সীমা – 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৪৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

২) পদের নাম – অ্যাসিস্ট্যান্ট মাইন ম্যানেজার (Assistant Mine Manager) 

মাসিক বেতন – 

এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ৬৬,০০০ টাকা বেতন দেওয়া হবে । পাশাপাশি নিযুক্ত কর্মীকে সরকারি যাবতীয় সুবিধা প্রদ্দানের ব্যবস্থা রয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাইন ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা অথবা ডিগ্রিধারী হতে হবে । পাশাপাশি আবেদনকারী প্রার্থীকে শারীরিক ভাবে সু-স্বাস্থ্যের অধিকারী হতে হবে । 

বয়স সীমা – 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ০১-০১-২০২৩ এর হিসাবে ৪৫ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে । 

নিয়োগকারী সংস্থা – 

চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের নিয়োগ করবে সরকার নিয়ন্ত্রণাধীন দুর্গা পুর প্রজেক্ট লিমিটেড । 

আবেদন পদ্ধতি – 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট অফিসে সরাসরি ইন্টারভিউয়ের জন্য উপস্থিত থাকতে বলা হয়েছে । তবে আবেদনকারীকে সংশ্লিষ্ট সংস্থার জ্ঞাতার্থে তার যাবতীয় সংশাপত্রের প্রমাণ পত্র এবং বায়োডাটা সহযোগে সংশ্লিষ্ট সংস্থার মেল আই ডি তে পাঠাতে হবে । 

ইন্টারভিয়ের স্থান এবং সময় –

Date of Interview – 30.01.2023, reporting Time: 11.30 A.M.

Place of Interview – DPL Kolkata Office, 1593, Rajdanga Main Road, Kolkata-700107.

(Landmark –Ruby General Hospital More)

নিয়োগ পদ্ধতি – 

এ ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষার বালাই নেই । শুঢুমাত্র ইন্টারভিউ এবং শারীরিক পরীক্ষার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং প্রার্থীদের হাঁটে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । 

প্রয়োজনীয় ডকুমেন্টস – 

আবেদন ফর্ম পূরণের সময় আবেদনকারী প্রার্থীকে তার  বয়সের প্রমানপত্র, 

জাতীগত সংশাপত্র, 

শিক্ষাগত যোগ্যতা, 

ভোটার কার্ড, 

আঁধার কার্ড, 

উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে অভিজ্ঞতার সংশাপত্র  কাছে রাখতে হবে । 

written by – Somnath Pal . 

Official Notice : Download 

More Job News : Click Here

Telegram Channel : Click Here

TAG – #JOB NEWS  #DPL  #DURGAPUR PROJECTS LIMITED #RECRUITMENT #COAL #MINE

Leave a Comment