কলকাতা – একে তো শিক্ষক দুর্নীতি কাণ্ডে একেবারে ল্যাজে গোবরে অবস্থা । তার ওপর রাজ্যের আর্থিক অবস্থাও বেশ শোচনীয় । এর মধ্যেই দিনের পর দিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেকারত্বের সংখ্যা । তারই মাঝে মাথার ওপর খাঁড়ার মতো ঝুলছে আসন্ন পঞ্চায়েত নির্বাচন । গোটা রাজ্য জুড়েই যেন গেল গেল রব । এই অবস্থায় স্বচ্ছ নিয়োগই যে তৃণমূল সরকারের একমাত্র রক্ষা কবচ তা বিলক্ষণ বোঝেন রাজ্যের শাসক দলের নেতারা । তবে এরই মধ্যে নিজের জন মোহিনী রুপ তুলে ধরতে বদ্ধ পরিকর রাজ্যের মুখ্য মন্ত্রী স্বয়ং । তা সে একাধিক জন মুখি প্রকল্পই হোক কিংবা রাজ্যের একাধিক দফতরে সরাসরি কিংবা চুক্তির ভিত্তিতে নিয়োগ । সেই লক্ষ্যেই দুর্নীতি এড়িয়ে অতি সন্তর্পণে রাজ্যের বেশ কয়েকটি দফতরে জারি রয়েছে নিয়োগ প্রক্রিয়া ।
সেই নিয়োগ প্রক্রিয়ায় এবার সংযোজিত হল রাজ্য বিদ্যুৎ (West Bengal State Electricity Department) দফতর । তবে এ ক্ষেত্রে সাধারণ কর্মী নয় সরাসরি কয়েকশো আধিকারিক নিয়োগ করছে রাজ্য বিদ্যুৎ দফতর । স্বভাবতই এই নিয়োগের খবর টি এ রাজ্যের চাকরি প্রার্থীদের কাছে বাড়তি পাওনা । সম্প্রতি রাজ্য বিদ্যুৎ দফতর মারফৎ কয়েকশো আধিকারিক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । উপযুক্ত যোগ্যতা সম্পন্ন রাজ্য তথা দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । এ ক্ষেত্রে নিযুক্ত কর্মীকে রাজ্য বিদ্যু (Electricity Job ) দফতরের অধীনে আধিকারিক হিসাবে কাজ করতে হবে । নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে ইঞ্জিনিয়ার থেকে শুরু করে এক্সিকিউটিভ পর্যন্ত নিয়োগ করা হবে । নিযুক্ত কর্মীকে রাজ্য সরকারের বেতন কাঠামো অনুযায়ী প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া হবে । তাহলে আর দেরি না করে চটপট নিচের প্রতিবেদন টি ভালো ভাবে পড়ে নিয়ে সেরে ফেলুন আবেদন প্রক্রিয়া ।
আবেদন পদ্ধতি –
রাজ্য বিদ্যুৎ দফতর কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আবেদনকারী প্রার্থীকে অনলাইনে আবেদন করতে হবে । এক্ষেত্রে প্রথমেই আবেদন কারী প্রার্থীকে রাজ্য বিদ্যুৎ দফতরের ওয়েব সাইটে ঢুকে নিজের নাম এবং ইমেল আই ডি দিয়ে আবেদন পত্র টি ডাউন লোড করে নিতে হবে । তার পর ওই আবেদন পত্রের যথা যোগ্য স্থানে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য দিতে হবে । সবশেষে আবেদনকারী প্রার্থীকে তার সাম্প্রতিক সময়ের ছবি এবং সই স্ক্যান করে আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে । তবে সাবমিট করা আবেদন পত্রের একটি হার্ড কপি প্রার্থীকে নিজের কাছে রেখে দিতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
সংশ্লিষ্ট পদ গুলির ক্ষেত্রে আবেদনকারীকে প্রার্থীকে প্রথমেই ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য । লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের পরবর্তী ধাপে দিতে হবে ইন্টারভিউ । এরপর প্রাসঙ্গিক বিষয় বা ট্রেডে অভিজ্ঞতা এবং দক্ষতা যাচাইয়ের পর সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে রাজ্য বিদ্যুৎ দফতর মারফৎ নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন পত্র পূরণ সহ গোটা নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে আবেদনকারী প্রার্থীকে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই নিজের কাছে রেখে দিতে হবে । যেমন ,
আঁধার কার্ড
ভোটার কার্ড
বয়সের প্রমান পত্র
জাতিগত সংশাপত্র
বাসস্থানের প্রমান পত্র
শিক্ষাগত যোগ্যতার প্রমান পত্র
প্রাসঙ্গিক বিষয় অর্থাৎ নির্দিষ্ট ট্রেডে অভিজ্ঞতার প্রমান পত্র
পাসপোর্ট সাইজের রঙিন ছবি , ইত্যাদি
শূন্য পদ –
এক্ষেত্রে একাধিক ট্রেডের জন্য মোট ১৯৮ টি শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের কাছে আবেদন পত্র চাওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ ।
তবে যে যে পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল
১) ‘ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ‘ (Assistant Engineer)
২) ‘ জুনিওর এক্সিকিউটিভ ‘ (Junior Executive)
৩) ‘ জুনিওর ইঞ্জিনিয়ার ‘ ( Junior Engineer)
শূন্যপদ –
উল্লেখিত পদগুলির মধ্যে ‘ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ‘ পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা – ৬১ টি ।
তবে উল্লেখিত ‘ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ‘ পদের মধ্যে সিভিল (CIVIL) / ইলেক্ট্রিক্যাল (ELECTRICAL) / ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি (IT) / হিউমান রিসোর্স অর্থাৎ এইচ আর (HR) এবং অ্যাকাউন্টস বিভাগে শূন্য পদ পূরণের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে ।
‘ জুনিওর এক্সিকিউটিভ ‘ পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা – ৮২ টি
‘ জুনিওর ইঞ্জিনিয়ার ‘ পদের ক্ষেত্রে মোট শূন্য পদের সংখ্যা – ৫৫ টি
বয়স সীমা –
সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন –
উল্লেখিত পদ গুলির মধ্যে
‘ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ‘ পদে নিযুক্ত কর্মীকে রাজ্য বিদ্যুৎ দফতর মারফৎ প্রতিমাসে ১৫,৬০০ থেকে ৩৯,১০০ টাকা
‘ জুনিওর এক্সিকিউটিভ ‘ পদে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ৩৬,৮০০ থেকে ১,০৬,৭০০ টাকা এবং
‘ জুনিওর ইঞ্জিনিয়ার ‘ পদে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে ৩৭,৪০০ থেকে ১,০৮,২০০ টাকা বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা –
সংশ্লিষ্ট যাবতীয় পদে আবেদনের জন্য আবেদনকারী প্রার্থীকে প্রাসঙ্গিক বিষয় বা ট্রেডে বি টেক অর্থাৎ ব্যাচেলর অব টেকটেকনোলজি / বি ই অর্থাৎ ব্যাচেলর অব ইঞ্জিনিয়ারিং পাশ অথবা ডিপ্লোমা ধারী হতে হবে ।
উল্লেখিত পদ গুলিতে আগামী মে’ মাসের ১৯ তারিখ অর্থাৎ 19/05/2023 আবেদন জানাতে পারবেন ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন – (www.wbsetcl.in)-এ
আমারাই দেবো সঠিক চাকরির খবর , নজর রাখুন bongodhara.com
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG – #ELECTRICITY #JOB #RECRUITMENT #WB #GOVT #ENGINEER #EXECUTIVE #WBSETCL #STATE ELECTRICITY