পশ্চিমবঙ্গ মাধ্যমিক পাশে ‘Manager ‘ পদে নিয়োগের বিজ্ঞপ্তি, এক্ষুনি আবেদন করুন – WB Health Recruitment

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর । এবার রাজ্য স্বাস্থ্য (WB HEALTH)দফতরে জেলা ভিত্তিক নিয়োগ করা হবে  স্বাস্থ্য(HEALTH WORKER) কর্মী। তবে চুক্তি ভিত্তিক হলেও বেতন আকর্ষণীয়। এই মর্মে গত কয়েকদিন আগে  স্বাস্থ্য কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর ও সংশ্লিষ্ট জেলা স্বাস্থ্য বিভাগ । রাজ্যের যেকোনো প্রান্তের কর্ম প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । নিয়োগ হওয়া স্বাস্থ্য কর্মীকে জাতীয় স্বাস্থ্য মিশনের নিয়ম মাফিক রাজ্য স্বাস্থ্য দফতরের তত্বাবধানে কাজ করতে হবে । মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট যে কোনও যোগ্যতার প্রার্থীরাই সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন । শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমেই সফল এবং যোগ্য প্রার্থীদের নিযুক্ত করা হবে সংশ্লিষ্ট পদের জন্য ।  তাহলে নিয়োগ প্রক্রিয়ার গোটা বিষয় জানতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদনটিতে । প্রকাশিত বিজ্ঞপ্তির নম্বর ও তারিখ –  Recruitment Notice  No: MSD-29011(20)/5/2023-H&FWSEC/3417     Dated – 29/03/2023 

শূন্য পদের বিবরণ – 

পদের নাম – ‘ ব্লক অ্যাকাউন্টস ম্যানেজার ‘ (Block Accounts Manager) 

শূন্যপদ– সংশ্লিষ্ট পদে মোট  শূন্য পদের সংখ্যা ১ টি

বয়স সীমা- 

উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে সরকারি নিয়মানুযায়ী । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে। 

শিক্ষাগত যোগ্যতা- 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থী যদি মাধ্যমিক – উচ্চ মাধ্যমিক কিংবা গ্র্যাজুয়েট অর্থাৎ স্নাতক পাশ হন তাহলে তিনি সংশ্লিষ্ট পদের জন্য আবেদন করতে পারবেন । পাশাপাশি প্রাসঙ্গিক বিষয়ে আবেদনকারী প্রার্থীর কাজের অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে । 

মাসিক বেতন – 

উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট জেলা কর্তৃপক্ষের তরফে প্রতিমাসে আকর্ষণীয় বেতন দেওয়া ব্যবস্থা রয়েছে । তবে এই কাজটি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক । নির্দিষ্ট চুক্তির মেয়াদ শেষের পর নিযুক্ত কর্মীর কাজ অর্থাৎ পারফরমেন্সের ওপর ভিত্তি করে পরবর্তীতে চুক্তির মেয়াদ বৃদ্ধি করা হতে পারে । 

আবেদন  পদ্ধতি – 

এক্ষেত্রে আলাদা ভাবে আবেদনের প্রয়োজন নেই । শুধুমাত্র  আবেদনকারী প্রার্থীকে তার সকল ডকুমেন্টস সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ে মধ্যে সংশ্লিষ্ট জেলা আধিকারিকের অফিসে হাজির অর্থাৎ যোগাযোগ করতে বলা হয়েছে । তবে প্রথমেই আবেদনকারী প্রার্থীকে  আবেদন পত্রের অনুকরনে একটি বায়োডাটা অর্থাৎ নিজের জীবনী পঞ্জি তৈরি করে নিতে হবে। তারপর ধাপে ধাপে,  

প্রার্থীর নাম………………………………………………

পিতার নাম………………………………………………

ঠিকানা……………………………………………………

বয়স/ জন্ম তারিখ…………………………………………

লিঙ্গ…………………………………………………………

জাতী…………………………………………………………

শিক্ষাগত যোগ্যতা………………………………………

কম্পিউটার বিষয়ে অভিজ্ঞতা……………………………

প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতা…………………………………

ইত্যাদি উল্লেখ করতে হবে। 

কাজের ধরণ

নিযুক্ত স্বাস্থ্য কর্মীকে রাজ্য স্বাস্থ্য দফতরের অধীনে সংশ্লিষ্ট জেলায় জাতীয় স্বাস্থ্য (NHM) মিশন প্রকল্পের নিয়ম মাফিক কাজ করতে হবে ।  

নিয়োগকারী সংস্থা—

উল্লেখিত পদে নিযুক্ত হওয়া কর্মীকে নিয়োগ করবে রাজ্য (WB HEALTH ) স্বাস্থ্য দফতর। তবে নিয়োগের বিষয়ে যাবতীয় তত্বাবধায়ক হিসাবে কাজ করছে পশ্চিম বঙ্গের মুর্শিদাবাদ জেলা  স্বাস্থ্য বিভাগে । 

নিয়োগের স্থান –

এক্ষেত্রে চূড়ান্ত প্রার্থী তাকিলায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ (MURSHIDABAD) জেলার রানি নগর ব্লকের অধীনে ইসলাম পুর গ্রামীণ (RURAL HOSPITAL) হাসপাতালে স্বাস্থ্য কর্মী হিসাবে নিয়োগ করা হবে। 

আবেদন পত্র জমা দেওয়া  স্থান এবং সময় – 

রাজ্য স্বাস্থ্য দফতর এবং সংশ্লিষ্ট   জেলা প্রশাসনের তরফ থেকে উল্লেখিত ওই বিজ্ঞপ্তিতে আবেদনকারী প্রার্থীদের আগামী ১লা এপ্রিল থেকে ১৫ই এপ্রিল সকাল ১১ টা থেকে বিকেল ৪ টার মধ্যে মুর্শিদাবাদ জেলা (Office of the CMOH , Murshidabad ) স্বাস্থ্য বিভাগের অফিসে যোগাযোগ করতে বলা হয়েছে ।

প্রয়োজনীয় ডকুমেন্টস-

১) আঁধার কার্ড

২) বয়সের প্রমান পত্র (মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম সংশাপত্র ) 

৩) শিক্ষাগত যোগ্যতার প্রমানপত্র (মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত) 

৪) প্রাসঙ্গিক বিষয়ে কাজের অর্থাৎ অভিজ্ঞতার প্রমান পত্র 

৫) তিন কপি পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি । 

আবেদন সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন ( ) অথবা (www.wbhealth.gov.indabad.gov.in)  -এ 

চাকরি হোক বা সরকারি প্রকল্প , চটপট আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ 

Official Notice : Download 


★Join Telegram Channel : Click Here

★More Job News : Click Here

TAG – #WB #HEALTH #JOB #HOSPITAL #HEALTH JOB #NHM

Leave a Comment