পশ্চিমবঙ্গ সরকারের Group C পদে কর্মী নিয়োগ শুরু, আবেদন করুন তাড়াতাড়ি WB Govt Job

 পশ্চিমবঙ্গবাসীর জন্য ফের নয়া সুসংবাদ। ফের পশ্চিমবঙ্গ সরকারের অধীনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত কিছুদিন ধরে পঞ্চায়েত ভোটের কারণে রাজ্য সরকারের সমস্ত নিয়োগ প্রক্রিয়া স্থগিত থাকে কিন্তু ভোট পরবর্তীতে ফের একে একে নিয়োগ প্রক্রিয়া শুরু করে। আজ রাজ্যের জেলা আদালতে গ্রুপ সি (WB Group C) পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে রাজ্যের স্থায়ী ও যোগ্য বাসিন্দাদের কাছ থেকে আবেদন গ্রহণের অনুরোধ জানিয়েছে। ছেলে মেয়ে উভয় আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Govt Group C Recruitment 


কীভাবে আবেদন করতে হবে : এক্ষেত্রে আগ্রহী ও যোগ্য প্রার্থীদের অফলাইন বা সরাসরি আবেদন পত্র জমা দেওয়ার সুযোগ রয়েছে। আবেদন পত্র অফিসিয়াল ওয়েবসাইট কিংবা নিচে দেওয়া লিঙ্ক ক্লিক করে অফিসিয়াল নোটিশের সঙ্গে ডাউনলোড করতে পারবেন। তার প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করতে হবে। 


আবেদন পত্রের সঙ্গে জরুরি ডকুমেন্টস সমূহ – 

1. মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. পাসপোর্ট সাইজের ছবি 

4. আধার বা ভোটার কার্ড 

5. জাতিগত সংশয় পত্র ( যদি থাকে) 

6. অন্যান্য 

আবেদন জমা করার শেষ তারিখ : আবেদন জমা করতে পারবেন 31 জুলাই 2023 তারিখের মধ্যে। 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে দুটি লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। যাবতীয় তথ্য অফিসিয়াল নোটিশে দেওয়া রয়েছে। 

শূন্যপদের নাম : জেলা আদালতে স্টেনোগ্রাফার ( District Court Stenographer) 

শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ডের বিদ্যালয় থেকে উচ্চমাধ্যমিক পাশ সহ স্টেনোগ্রাফিতে ডিপ্লোমা সার্টিফিকেট থাকা অথবা কম্পিউটার অপারেটিং সহ প্রিন্টার অপারেশনের সাম্যক জ্ঞান থাকা কর্মপ্রার্থীরা এই পদে চাকরির জন্য আবেদন করতে পারবেন।

বয়স : বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে। এছাড়াও সংরক্ষিতদের জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

মাসিক সাম্মানিক : এক্ষেত্রে প্রতিমাসে বেতন হিসেবে 13,500 টাকা দেওয়া হবে। 

আবেদন ফী : এক্ষেত্রে আবেদন করতে সকলকে 350 টাকার আবেদন ফী জমা করতে হবে তাদের দেওয়া ব্যাংক একাউন্টে। 

Account Number – 40220933200 এবং

IFSC Code – SBIN0000103


আবেদন পত্র জমা করার ঠিকানা : To the Chairman, District Legal Services Authority, Jhargram, District Judges Court Complex, Jhargram, PIN- 721507

Official Notice : Download 

Application Form : Download 

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment