গোটা দেশ জুড়ে বেকারত্বের গ্রাফ ক্রমশ ঊর্ধ্ব গামী । চাকরির বাজারের অবস্থাও বেশ শোচনীয় । এই অবস্থায় সরকারি কিংবা বেসরকারি চাকরি একটা হলেই হল । কিন্তু নিয়োগ আর সে অর্থে হচ্ছে কোথায় । তবে এরই মাঝে যে কোনও নিয়োগের খবর যে বেকার চাকরি প্রার্থীদের কাছে বেশ খুশির খবর তা বলাই বাহুল্য । সম্প্রতি গোটা দেশ জুড়ে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের (RECRUITMENT) কথা জানিয়েছে পাঞ্জাব ন্যাশেনাল ব্যাঙ্ক । এটি ভারত সরকারের অর্থ মন্ত্রক এবং রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়ার নিয়ন্ত্রণাধীন । কয়েক দিন আগেই কর্মী নিয়োগের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে পাঞ্জাব ন্যাশেনাল (PUNJUB NATIONAL BANK ) ব্যাঙ্ক কর্তৃপক্ষের তরফে । এই নিয়োগ প্রক্রিয়ায় দেশের যে কোনও প্রান্তের কর্ম প্রার্থীরা আবেদন করতে পারবেন । এর জন্য আবেদনকারী প্রার্থীদের উপযুক্ত যোগ্যতা থাকতে হবে । তবে নিযুক্ত কর্মীদের মাসিক বেতন দেওয়া কেন্দ্র সরকারের বেতন কাঠামো অনুযায়ী । তাহলে আসুন চটপট জেনে নেওয়া যাক নিয়োগ প্রক্রিয়ার যাবতীয় পদ্ধতি সম্পর্কে ।
প্রথমেই আসি আবেদন পদ্ধতি সম্পর্কে –
এক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া সংশ্লিষ্ট ব্যাঙ্কের ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদন পত্রে আবেদনকারী প্রার্থীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে । সবশেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
এবার নিয়োগ পদ্ধতি –
এক্ষেত্রে আবেদনকারীকে প্রথমেই ডেকে নেওয়া হবে কম্পিউটার অনলাইন টেস্টের জন্য । এরপর সফল এবং যোগ্য প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং পারসোনালিটি টেস্টের জন্য । সব শেষে চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে সংশ্লিষ্ট ব্যাঙ্কের তরফে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
এক্ষেত্রে আবেদনকারীকে তার ভোটার কার্ড , আঁধার কার্ড , শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট বা সংশাপত্র বয়সের প্রমাণ পত্র থেকে শুরু করে আবেদনকারীর বাসস্থানের প্রমানপত্র এবং সাম্প্রতিক সময়ে পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে ।
সব শেষে জেনে নেওয়া যাক শূন্যপদের বিবরণ –
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে একাধিক পদের ক্ষেত্রে মোট 240 টি শূন্যপদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে । মূলত যে যে পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে সেগুলি হল ,
১) ক্রেডিট অফিসার
২) ইন্ডাস্ট্রি অফিসার
৩) সিভিল ইঞ্জিনিয়ার
৪) ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার
৫) আর্কিটেক্ট অফিসার
৬) ইকনমিক্যাল অফিসার
৭) ইকনমিকস ম্যানেজার
৮) ডাটা সায়েন্টিস্ট ম্যানেজার
৯) সিনিওর ডাটা সায়েন্টিস্ট ম্যানেজার
১০) সাইবার সিকিউরিটি ম্যানেজার
১১) সিনিওর সাইবার সিকিউরিটি ম্যানেজার
শিক্ষাগত যোগ্যতা –
উল্লেখিত পদ গুলির মধ্যে
ক্রেডিট অফিসার ‘ পদের জন্য আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে চাটার্ড অ্যাকাউন্ট / কসট অ্যাকাউন্ট পাশাপাশি ফাইনান্সিয়াল বিষয়ে ডিগ্রী ধারী হতে হবে ।
ইন্ডাস্ট্রি অফিসার , সিভিল ইঞ্জিনিয়ার এবং ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ার ‘ পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে সিভিল / মেকানিক্যাল / ইলেক্ট্রিক্যাল / টেক্সটাইল / মাইনিং / কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং -এ ব্যাচেলর অব টেকনোলজি অর্থাৎ বি টেক ডিগ্রিধারী হতে হবে ।
আর্কিটেক্ট অফিসার ‘ পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে আর্কিটেক্ট বিষয়ে ব্যাচেলর ডিগ্রিধারী হতে হবে ।
ইকনমিকস অফিসার এবং ম্যানেজার ‘ এই দুটি পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে ইকনমিকস এবং ফাইনান্সিয়াল অথবা বিসনেস ইকনমিকস বিষয়ে ডিগ্রিধারী হতে হবে ।
ডাটা সায়েন্টিস্ট ম্যানেজার এবং সিনিওর ম্যানেজার ‘ পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান অথবা বিশ্ব বিদ্যালয় থেকে বি টেক / বি ই / এম টেক অথবা কম্পিউটার সায়েন্স / স্ট্যাটিস্টিক্স বিষয়ে / মেশিং লারনিং বিষয়ে উপযুক্ত ডিগ্রিধারী হতে হবে ।
সাইবার সিকিউরিটি ম্যানেজার ‘ পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে বি টেক / কম্পিউটার সায়েন্স / ইনফরমেশন অ্যান্ড টেকনোলজি / ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন বিষয়ে ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার অ্যাপ্লিকেশন বিষয়ে মাষ্টার ডিগ্রী অর্থাৎ এম সি এ ডিগ্রিধারী হতে হবে ।
তবে উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রাসঙ্গিক বিষয়ে অবশ্যই কাজের অভিজ্ঞতা থাকতে হবে ।
বয়স সীমা –
সংশ্লিষ্ট যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নুন্যতম বয়স হতে হবে 21 বছর এবং বয়সের ঊর্ধ্ব সীমা 35 বছর । তবে কিছু পদের ক্ষেত্রে আবেদনাক্রি প্রার্থীদের বয়সের ঊর্ধ্ব সীমা 28 থেকে 30 বছর এবং নুন্যতম বয়স হতে হবে 25 অথবা 27 বছর । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের ক্ষেত্রে যাবতীয় পদে আবেদনের জন্য সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় দেওয়া হয়েছে ।
মাসিক বেতন –
এক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাঙ্কে নিযুক্ত কর্মীকে প্রতিমাসে কেন্দ্র সরকারের বেতন নির্দিষ্ট পদ অনুসারে সর্বোচ্চ 78,230 টাকা এবং সর্ব নিম্ন 36,000 টাকা বেতন দেওয়া হবে । এছাড়াও নিযুক্ত কর্মী পাবেন যাবতীয় সরকারি সুযোগ সুবিধা ।
আবেদন ও নিয়োগ সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন (www.pnbindia.in) – এ
আবেদন ফী
সংশ্লিষ্ট পদে আবেদনের ক্ষেত্রে সংরক্ষিত আসনের প্রার্থীদের মাত্র 50 টাকা এবং সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের 1000 টাকা আবেদন ফী জমা করতে হবে সংশ্লিষ্ট ব্যাঙ্কের নামে ।
আমারাই দেবো সঠিক খবর , চাকরির খবরের আপডেট পেতে নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG -#PUNJAB NATIONAL BANK #BANK JOB #RECRUITMENT #JOB NEWS #VACANCY