দিনের পর দিন বেকারের সংখ্যা যেমন বাড়ছে তেমনি পাল্লা দিয়ে প্রতিযোগিতা বাড়ছে চাকরির বাজারে । এই অবস্থায় আপনি চাইলেই যে মনের মতো একটা চাকরি জুটিয়ে নেবেন তা বোধ করি বেশ কঠিন । তার ওপর চাকরিতে যেমন ধরা বাঁধা মাস মাইনা, তেমনি পরের গোলামী । তার থেকে বরং ঢের ভালো ব্যবসা । তাও যদি হয় নিজের তা হলে তো আর কথায় নেই । কিন্তু ব্যবসা করতে গেলেও রয়েছে হাজার বিপত্তি । প্রথমত যেমন পুঁজি কিংবা মূলধন তেমনি টাকা খাটিয়ে ব্যবসা করলেই যে আপনি লাভের অংক ঘরে তুলতে পারবেন এমন কোনও নিশ্চয়তা নেই । Self Business Tips
এক্ষেত্রে প্রথম অবস্থায় যদি পরিকল্পনা মতো স্বল্প পুঁজিতে ছোটোখাটো ব্যবসা শুরু করা যায় তাহলে নিশ্চিত সাফল্য আসতে বাধ্য । এই বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ অবশ্যই নেওয়া প্রয়োজন । তাই আজ আমরা বেকার যুবক – যুবতীদের উদ্দেশ্যে এমন বেশ কয়েকটি ব্যবসার আইডিয়া নিয়ে হাজির হয়েছি যে ব্যবসায় প্রথম অবস্থায় বিনিয়োগের পরিমাণ বেশ কম । তাহলে আসুন দেখে নেওয়া যাক সেই ব্যবসার খুঁটিনাটি বিষয় সম্পর্কে । New Business Idea
এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন অল্প পুঁজিতে এই ব্যবসা গুলি করলে আপনি খুব সহজেই লাভবান হতে পারেন ।
১) হোম ডেলিভারি (HOME DELIVERY) –
আপনি যদি ভালো রান্না বান্না জানেন তাহলে এটিকে ব্যবসার আঙ্গিকে ব্যবহার করতে পারেন । বর্তমান সময়ে অনেকেই মানুষই হোম ডেলিভারিতে খাবার সংগ্রহ করেন । আপনি যদি আপনার পরিচিতি মহল থেকে শুরু করে ভালো মানের রান্না বান্না করা খাবার তৈরি করে বাড়িতে বাড়িতে হোম ডেলিভারি দিতে পারেন তাহলে আপনি প্রতিমাসে ভেশ ভালো ইনকামের রাস্তা পাবেন খুব সহজেই । পাশাপাশি খাবার সাপ্লাই এবং বাজার ধরতে আপনি অনলাইনে সুইগি কিংবা জো ম্যা টো বয়ের সাহায্য নিতে পারেন ।
২) সোশ্যাল মিডিয়া মার্কেটিং (SOCIAL MEDIA MARKETING)-
এখন বেশির ভাগ মানুষই বাড়িতে বসে অনলাইনে মার্কেটিং করতে পছন্দ করেন। সাধারণ মানুষের পছন্দ এবং এই সুযোগ কে কাজে লাগিয়ে আপনি অনলাইন শপিং সাইটে গিয়ে মার্কেটিং করতে পারেন। কারণ বাজারে এখন লক্ষ লক্ষ কোম্পানি তাদের লক্ষ লক্ষ আইটেম। এ ছাড়াও আপনি যে প্রোডাক্ট বিক্রয় করতে চাইছেন তার সম্পূর্ণ বিবরণ দিয়ে ক্রেতাদের মন ও পছন্দ মতো জিনিসের মার্কেটিং করে প্রচুর টাকা কামাতে পারেন।
৩) অনলাইন টিউটর (ONLINE TUTOR) –
করোনা কালে বিভিন্ন টিউশন এবং অফলাইনে শিক্ষাদান, কোচিং সেন্টার বন্ধ হয়ে যাওয়ার ফলে মানুষ অনলাইনের মাধ্যমে শিক্ষাদান/ টিউটরিং বিকল্প হিসাবে বেছে নেন । কিন্তু কথায় বলে মানুষ অভ্যাসের দাস । সেই সময় থেকেই আজ পর্যন্ত অনলাইন টিউটরিং চলছে পুরো দস্তুর । বর্তমান সময়ে এখন ছাত্রছাত্রীরা তথা চাকরি প্রার্থীরা ঘরে বসে অনলাইনের মাধ্যমেই শিক্ষা গ্রহণ করতে বেশি স্বাচ্ছন্দ্য অনুভব করে। তাই আপনিও যদি একজন শিক্ষক তথা টিউটর হয়ে হাজার হাজার ছাত্রছাত্রীদের একই সঙ্গে শিক্ষাদান দিতে চান তবে এই অনলাইনে শিক্ষাদানের পদ্ধতিটি বেছে নিতে পারেন। এর মাধ্যমে আপনি যেমন একই সঙ্গে হাজার হাজার ছাত্রছাত্রীদের একই সঙ্গে পড়াতে পারবেন অন্যদিকে, আপনার অর্থ উপার্জন হবে।
৪) অনলাইন বেকারী (ONLINE BAKERY) –
বাড়িতে অনেকেই বিস্কুট, কেক, কুকিজ বা নানা ধরণের শুকনো মিষ্টি বানিয়ে থাকেন। এবার এইসব জিনিস বিক্রি করেও ভালো টাকা উপার্জনের সুযোগ রয়েছে। এর জন্য আলাদা করে দোকান খোলার কোনো ঝক্কি নেই। শুধুমাত্র কমার্শিয়াল কোনো ওয়েবসাইটে একটি জেলার অ্যাকাউন্ট খুলে সেখান থেকে বিক্রি করতে পারেন। খাবার ভালো হলে এই ব্যবসা থেকে ভালো মুনাফা আসতে পারে।
৫) ফলের কিয়স্ক (FRUIT KIOSK) –
কথায় বলে ফলের কোনও বিকল্প নেই । চিকিৎসকরা বলেন যে কোনও মানুষের সারা দিনে একটা যেকোনো ফল খাওয়া অত্যন্ত জরুরী । তবে শরীর চর্চার পাশাপাশি অনেক মানুষই নিয়মিত ফল খান । আপনি যদি বাজারের চাহিদা মতো একটা ছোটোখাটো ফলের দোকান ডিতে পারেন তাহলে ভালো ব্যবসা হতে পারে। তবে এর জন্য আপনাকে শুধুমাত্র একটি এমন জায়গা খুঁজতে হবে, যেখানে আপনার ফলের কিয়স্ক সহজেই কাস্ট মার বা গ্রাহকের চোখে পড়ে । বিশেষ করে এই কিওস্ক-এর জন্য আপনাকে একটি জন বহুল এলাকা চিহ্নিত করতে হবে । আর এই ব্যবসায় অতিব সামান্য বিনিয়োগেই আপনার লাভের পরিমাণ হবে বেশ কয়েক গুন ।
এই ধরণের ব্যবসার আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com – এ
Written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #SELF INCOME TIPS #BUSINESS #NEW IDEA #MAKING MONEY