দীর্ঘ দু’বছর যাবত থমকে ছিল যাবতীয় নিয়োগ প্রক্রিয়া। বিগত দু বছরের আর্থিক খরা কাটিয়ে গোটা দেশ জুড়ে বিভিন্ন দফতরে কর্মী (govt job)নিয়োগ শুরু হয়েছে জোরকদমে। ফলস্বরুপ চলতি বছরের শুরু থেকে রাজ্য সহ গোটা দেশের বেকার চাকরি প্রার্থীদের কাছে কর্মী নিয়োগের খবর যে নতুন করে আশার আলো দেখাচ্ছে তা বলাই বাহুল্য।
বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT) নিয়োগ করতে চলছে ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রকের অধিনস্ত ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ারিং কনসালট্যান্টস(BECIL) ইন্ডিয়া লিমিটেড। সম্প্রতি এই মর্মে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট দফতর মারফৎ। নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের বেকার যুবক- যুবতীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের চাকরি করতে হবে বিইসিআইএলের (BROADCAST ENGINEERING CONSULTANTS INDIA LIMITED) অধীনে কলকাতার চিত্ত রঞ্জন ন্যাশেনাল ক্যানসার রিসার্চ ইন্সটিটিউটে । এ ক্ষেত্রে মাসিক বেতনও যথেষ্ট পরিমাণ। তাই অযথা সময় বিলম্ব না করে তড়িঘড়ি আবেদন করায় শ্রেয়। এবার এক নজরে দেখে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
আবেদন পদ্ধতি-
১। সংশ্লিষ্ট চাকরির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে শুধুমাত্র অনলাইনেই আবেদন করতে হবে। অফলাইনে আবেদনের কোনও সুযোগ নেই।
২। একজন আবেদনকারী শুধুমাত্র একটি পদের জন্যই আবেদন করতে পারবেন।
৩। প্রথমে আবেদনকারী প্রার্থীকে অনলাইনে সংশ্লিষ্ট দফতর অর্থাৎ www.becil.com ওয়েব সাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে আবেদন ফর্ম ডাউনলোড করে নিতে হবে।
৪। তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলমগুলিতে প্রার্থীর নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপলোড করতে হবে।
৫। আবেদন ফর্মে প্রার্থীর নাম,
স্থায়ী বাসস্থানের ঠিকানা,
বয়স,
শিক্ষাগত যোগ্যতা,
প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা সহ
নিজের ইমেল আইডি এবং
ফোন নম্বর উল্লেখ করতে হবে।
৬। আবেদন ফর্মে সাম্প্রতিক সময়ের একটি রঙিন পাসপোর্ট সাইজের ছবি আপলোড করে দিতে হবে।
৭। সব শেষে নিজের সই( SIGNATURE) স্ক্যান করে তা আবেদন ফর্মের নির্দিষ্ট জায়গায় আপলোড করতে হবে।
আবেদন জানানোর শেষ তারিখ চলতি মাসের ২২ তারিখ অর্থাৎ 22/02/2023
নিয়োগ পদ্ধতি-
নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের কোনও লিখিত পরীক্ষা দিতে হবে না । শুধুমাত্র আবেদন পত্র প্রাথমিক বাছাইয়ের পর প্রার্থীদের ডেকে নেওয়া হবে ইন্টারভিউ এবং জমা দেওয়া নথি ভেরিফিকেশনের জন্য। তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের প্রাসঙ্গিক কাজে অভিজ্ঞতার ওপর ভিত্তি করে চূড়ান্ত প্রার্থী তালিকা তৈরি করা হবে। সবশেষে সফল এবং যোগ্য প্রার্থীদের হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র।
Date of Interview – 27-02-2023 at 10.00 am
Place of Interview – Chittaranjan National Cancer
Institute (CNCI) Kolkata, Street
No.299, DJ Block, Action Area-1 , Newtown , Kolkata – 700156 .
এবার আসি শূন্য পদের যাবতীয় বিবরণে—
১) পদের নাম– রেডিও থেরাপি টেকনিশিয়ান (Radiotherapy Technician )
শূন্যপদ– ১ টি
মাসিক বেতন–
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ২৫,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।
শিক্ষাগত যোগ্যতা-
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ব বিদ্যালয় থেকে রেডিও থেরাপি বিষয়ে বি এস সি ডিগ্রি অথবা ডিপ্লোমা ধারী হতে হবে ।
২) পদের নাম– সিনিয়র রেডিও থেরাপি টেকনিশিয়ান ( Senior Radiotherapy Technician )
শূন্যপদ– ১ টি
মাসিক বেতন-
উল্লেখিত পদে নিযুক্ত কর্মীকে সংশ্লিষ্ট সংস্থার তরফে প্রতিমাসে ৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে । তবে এই নিয়োগ টি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক ।
শিক্ষাগত যোগ্যতা-
উল্লেখিত পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃতি বিশ্ব বিদ্যালয় থেকে রেডিও থেরাপি বিষয়ে বি এস সি ডিগ্রি অথবা ডিপ্লোমা ধারী হতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
এক্ষেত্রে আবেদন ফর্ম পূরণ সহ নিযুক্ত হওয়া পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে যে ডকুমেন্টস গুলি সঙ্গে রাখতে হবে সেগুলি হল যেমন ,
আঁধার কার্ড
শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র
বয়সের প্রমাণ পত্র
প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমাণ পত্র
জাতিগত সংশাপত্র
বাসস্থানের প্রমাণ পত্র
সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ছবি, ইত্যাদি ।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ক্লিক করুন www.becil.com– এ
Official Notice : Download Here
More Job News : Click Here
Telegram Channel : Click Here
TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #BROADCAST #BECIL #CENTRAL GOVT #ENGINEER