রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
নয়াদিল্লী- স্কিম টা বেশ পুরনো তবুও বিনিয়োগের ক্ষেত্রে আজও প্রাসঙ্গিক। আর হবে নাই বা কেন। কারণ ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা ভারতীয় পোস্ট অফিসের কিষাণ বিকাশ (KVS) স্কিমকে টেক্কা দেবে কে? আসলে বহুকাল আগে থেকেই বিনিয়োগকারীদের মাথাব্যথার কারণ একটাই। সেটি হল কোথায় বিনিয়োগ করলে ভালো হবে কিংবা এককালীন বিনিয়োগ(investment) নাকি ক্ষেপে ক্ষেপে টাকা বিনিয়োগ বেশি লাভ জনক বুঝে ওঠা দায়। কারণ বাজারে এখন হাজার রকমের ইনভেস্টমেন্ট প্ল্যান নিয়ে হাজির একগুচ্ছ সংস্থা। কারা কটা বেশি দেবে আর কারা কটা কম নেবে তাই নিয়েই প্রতিযোগিতার পালা। তবে বিনিয়োগকারী অর্থাৎ ইনভেস্টকারীরা অবশ্য বিনিয়োগের আগে সব দিক খতিয়ে দেখেই বিনিয়োগ করেন।
সম্প্রতি আন্তর্জাতিক বাজারে বেসামাল অর্থনীতির চাপে ভারতীয় বাজার বেশ তলানিতে। দেশের জিডিপির হাল ক্রমশ নিম্নগামি। তথাপি দেশের সাধারণ মানুষকে অর্থনৈতিক ভাবে বুনিয়াদি এবং সুদৃঢ় করতে ভারতীয়(Indian Post office scheme) ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোষ্ট অফিসের কোনও বিকল্প নেই। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মত অবশ্য এমনটাই।
কারণ খোদ ভারত সরকারের সংস্থা বলে কথা। তবে শুধুমাত্র সাম্প্রতিক সময়ে নয় , একেবারে স্বাধীনতার শুরু থেকে আজ পর্যন্ত গোটা দেশের মানুষের স্বার্থে একাধিক জনকল্যান মূলক ইনভেস্টমেন্ট স্কিম নিয়ে হাজির হয়েছে ইন্ডিয়ান পোস্ট(Indian Post Office) অফিস। গত কয়েক দশক ধরে অবশ্য পোস্ট অফিসে ভাঁটার টান পড়ে। কিন্তু বিগত কয়েক বছর ধরে ফের একবার স্বমহিমায় দেশের মানুষের সামনে অবতীর্ণ হয়েছে ভারতীয় ডাক বিভাগ।
তবে দেশের বিনিয়োগকারীদের কাছে এখনও পর্যন্ত বিনিয়োগের বিশ্বস্ত প্রতিষ্ঠান ভারতীয় ডাক বিভাগ অর্থাৎ ইন্ডিয়ান পোস্ট অফিসের পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র স্কিম (KISHAN VIKASH SCHEME)। এই স্কিমে এখনও পর্যন্ত এই দুর্মূল্যের বাজারেও দেওয়া হত ৭ % শতাংশ সুদ। স্থায়ী আমানতের ক্ষেত্রে ব্যাঙ্ক হোক কিংবা অন্য কোনও আর্থিক সংস্থা কে বহুকাল আগেই পিছনে ফেলে দিয়েছে পোস্ট অফিসের কিষাণ বিকাশ পত্র (KVS) স্কিম।
কিন্তু এবার থেকে এই স্কিমের আওতায় আরও শূন্য দশমিক কুড়ি শতাংশ সুদ বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার । এবার থেকে এই স্কিমের আওতায় টাকা রাখলেই বিনিয়োগকারীরা পাবেন ৭দশমিক ২০ শতাংশ (7.20%) সুদ । এ ক্ষেত্রে পস্ত অফিস মারফৎ বিগত সুদের পরিমানে বিনিয়োগকারীদের টাকা ডবল অর্থাৎ দ্বিগুণ হতে সময় লাগতো ১২৩ মাস । কিন্তু এবার নতুন সুদের নিয়মে বিনিয়োগকারীদের টাকা দবল অর্থাৎ দ্বিগুণ হতে সময় লাগবে ১২০ মাস । শূন্য দশমিক সুদ বৃদ্ধির কারণে স্বভাবতই টাকা দিগুনের সময় তিন মাস কমে গেল বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা ।
এই স্কিমের আওতায় দেশের যে কোনও ব্যক্তি ১০০০-৫০০০-১০,০০০ অথবা এর থেকেও বেশি মুল্যের (KVS ) সার্টিফিকেট ক্রয় করলে ১২০ মাসেই তিনি তার টাকা দ্বিগুণ করতে পারবেন সহজেই । এক্ষেত্রে বিনিয়োগের কোনও উচ্চ সীমায় কোনও নির্দিষ্ট কোনও নিয়ম বিধি নেই। এই স্কিমে KVS সার্টিফিকেট টি ম্যাচুরিটি বা মেয়াদের বয়স ১২০ মাস। অর্থাৎ দশ বছর পর ওই ব্যক্তি তার ক্রয় করা সার্টিফিকেট টি পোস্ট অফিস মারফৎ ভাঙ্গিয়ে নিতে পারবেন সহজেই। এক্ষেত্রে ওই ব্যক্তির টাকা সম্পূর্ণ কর মুক্ত অর্থাৎ ট্যাক্স ফ্রী।
এই স্কিমের আওতায় যদি কোনও ব্যক্তি ১০০০০ টাকা মুল্যের KVS সার্টিফিকেট ক্রয় করেন তাহলে দশ বছর মেয়াদ পূর্তির পর ওই ব্যক্তি পাবেন ২০ হাজার টাকা। এক কথায় স্বল্প অর্থাৎ ক্ষুদ্র সঞ্চয়ের ক্ষেত্রে পোস্ট অফিসের KVS -এর জুড়ি মেলা ভার। এ বিষয়ে বিশেষজ্ঞরা বলছেন, তাই আর দেরি না করে নিকটবর্তী পোস্ট অফিসে যোগাযোগ করাই ভালো। কারণ বর্তমানের এই ক্ষুদ্র সঞ্চয় আপনার ভবিষ্যৎ জীবন কে আর্থিক ভাবে নিরাপদ করতে পারে বিলক্ষণ।
এ ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের যে কোনও ব্যাক্তি ১৮ বছরের বয়স অতিক্রান্ত হলেই তিনি এই স্কিমের যাবতীয় সুবিধা পেয়ে যাবেন সহজেই । এছাড়াও ১০ বছর অতিক্রান্ত কোনও অভিভাবক তার নাবালক সন্তানের নামে নমিনি করে এই স্কিমের আওতায় নাম লেখাতে পারেন । পাশাপাশি এক সঙ্গে তিন ব্যাক্তিও যৌথ ভাবে তাদের টাকা বিনিয়োগ করতে পারেন এই স্কিমের আওতায় । তবে প্রকল্পের সুবিধাভগিকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস:-
এই কিষাণ বিকাশ পত্রে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে যা যা প্রয়োজনীয় ডকুমেন্টস গুলি দিতে হবে সেগুলি হল-
১) আধার কার্ড এবং ভোটার কার্ডের জেরক্স।
২) প্যান কার্ডের জেরক্স।
৩) নুন্যতম ১০০০ টাকা।
৪) গ্রাহকের পাসপোর্ট সাইজের ছবি , ইত্যাদি ।
written by -Somnath Pal.
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG- SCHEME# INDIAN POST OFFICE #KVS #KISHAN VIKASH SCHEME #INVESTMENT