পোস্ট অফিসে 36 হাজার শূন্যপদ, নিয়োগ মাধ্যমিক পাশ যোগ্যতায় -Post Office Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। এবার নূন্যতম যোগ্যতায় ভারতীয় পোস্ট অফিস কর্তৃক প্রায় 36 হাজার শূন্যপদ পূরণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ ও ভারতের যে কোনো জায়গা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী এই পদ গুলিতে আবেদনের যোগ্য হিসেবে বিবেচিত। যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। Post Office Recruitment 2023 


কী কী শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে : এক্ষেত্রে মোট তিন ধরনের পদে নিয়োগ করা হবে। প্রথম পোস্টম্যান, মেইলগার্ড ও  MTS। 


মোট শূন্যপদ : ভারতীয় পোস্ট অফিস ( India Post Office Recruitment) এ প্রায় 36 হাজার শূন্যপদ রয়েছে। 


নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল

1. পোস্টম্যান ( Postman) – এক্ষেত্রে মোট প্রায় 19 হাজার শূন্যপদ রয়েছে  

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। 


2. মেইল গার্ড (Mail guard) – এক্ষেত্রে প্রায় 10 হাজার শূন্যপদ রয়েছে। 


শিক্ষাগত যোগ্যতা : সংশ্লিষ্ট পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা হতে হবে নূন্যতম মাধ্যমিক পাশ বা তার সমতুল্য। 


3. মাল্টি টাস্কিং স্টাফ (MTS) -এক্ষেত্রে মোট শূন্যপদ রয়েছে প্রায় 6 হাজার । 

শিক্ষাগত যোগ্যতা : এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ সঙ্গে কম্পিউটার নলেজ থাকতে হবে। 

বয়সসীমা : উপরোক্ত সমস্ত পদের জন্য বয়স নূন্যতম 18 বছর এবং বয়স সর্বোচ্চ 40 বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিতদের জন্য বয়সের ছাড় দেওয়া হবে। 


আবেদন প্রক্রিয়া : এক্ষেত্রে আবেদন শুরু হলে অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। 

প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে নিজের ডিটেইলস পূরণ করে রেজিষ্ট্রেশন করতে হবে এরপর রেজিষ্ট্রেশন নম্বর ও পাসপোর্ট দিয়ে লগইন করে আবেদন ফর্ম পূরণ করতে হবে। নিজের যাবতীয় তথ্য পূরণ করে আবেগের ফী জমা করার পর ডকুমেন্টস আপলোড করে ফাইনাল সাবমিট করতে হবে।

Official Website : Click Here 

Notice Download : Click Here

More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment