পশ্চিমবঙ্গের কর্মপ্রার্থীদের জন্য ফের দারুণ সুখবর। রাজ্যের পৌরসভায়(Municipality) কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে, রাজ্যের জেলায় জেলায় থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের খাদ্য বিভাগের অধীনে নিয়োগ পত্র দেওয়া রয়েছে। রাজ্যের যে সমস্ত কর্মপ্রার্থী সংশ্লিষ্ট পদে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ ও তার সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল –
পদের নাম : হিসাবরক্ষক পদে নিয়োগ করা হবে (Accountant)
কীভাবে আবেদন করতে হবে : এক্ষেত্রে যেহেতু কোনো লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই এক্ষেত্রে আবেদন ফর্ম তো জমা করতে হবে কিন্তু তা ইন্টারভিউ এর দিন। যেহেতু Walk in Interview এর মাধ্যমে নিয়োগ করা হবে তাই ওইদিনেই আবেদন পত্র জমা করতে হবে। আবেদন পত্র সঙ্গে নিচে উল্লেখিত সমস্ত ডকুমেন্টস গুলির অরিজিনাল সহ ফটোকপি নিয়ে উপস্থিত হতে হবে।
ইন্টারভিউ-র দিন জরুরি নথিপত্র :
1. আবেদন পত্র সঙ্গে পাসপোর্ট সাইজের রঙিন ছবি
2. বয়সের প্রমাণ পত্র
3. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস
4. জাতিগত সংশয় পত্র (যদি থাকে)
5. ঠিকানার পরিচয় পত্র (আধার /ভোটার কার্ড)
6. অভিজ্ঞতা
7. পিপিও/ পেনশন
মাসিক সাম্মানিক : এক্ষেত্রে প্রতি মাসে সাম্মানিক হিসেবে 11 হাজার টাকা দেওয়া হবে।
ইন্টারভিউ-র তারিখ : এক্ষেত্রে ইন্টারভিউ নেওয়া হবে 12 জুন 2023 তারিখ। রিপোর্টিং সময় সকাল 11 টা এবং ইন্টারভিউ শুরু হবে দুপুর 12 টা থেকে।
বয়সসীমা : এক্ষেত্রে আগ্রহী প্রার্থীর বয়স হতে হবে 65 বছরের নিচে।
ইন্টারভিউ-র স্থান : Conference Hall Of Kalna Municipality, Kalna, Purba Bardhaman
যোগ্যতা ও অভিজ্ঞতা : এক্ষেত্রে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে অবশ্যই সরকারি চাকরি থেকে রিটায়ার্ড হতে হবে এবং হিসাবরক্ষক পদে কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –
Official Notice : Download
Join Telegram Channel : Click Here