ওয়ার্ড ভিত্তিক রাজনীতি করলে কিংবা কাউন্সিলরের কাছের লোক হলে পুরসভায় চাকরি জুটিয়ে নেওয়া যায় সহজেই । আম জনতার এ ধারনা বহুকাল আগে থেকেই । তার ওপর সাম্প্রতিক রাজ্যের একাধিক পুরসভায় নিয়োগ নিয়ে সিবিআই তদন্তে কেঁচো খুড়তে কেউটে বের হয়ার জোগাড় । তবে এখন সে গুড়ে বালি, কারণ রাজনীতির আখড়া পুরসভায়, চাকরির ক্ষেত্রে স্বচ্ছতা আনতে বেশ কয়েক বছর আগে থেকেই মিউনিসিপ্যাল(municipal service commission)সার্ভিস কমিশন চালু করেছে সরকার । তার পরেও নিয়োগ দুর্নীতি নিয়ে জেরবার রাজ্যের শাসক দল । তবে এতো কিছুর মধ্যেও মুখ্যমন্ত্রীর লক্ষ্য কর্ম সংস্থান ।
এবার সেই লক্ষ্যেই নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্তের মাঝেই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করল এই পুরসভা । উপযুক্ত যোগ্যতা থাকলে রাজ্যের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা এই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন । এক্ষেত্রে ভয়ের কোনও কারণ নেই । কারণ এই নিয়োগটি সম্পূর্ণ রুপে চুক্তি ভিত্তিক । পাশাপাশি শুধুমাত্র ইন্টার্ভিউ দিয়েই সফল এবং যোগ্য প্রার্থীরা সংশ্লিষ্ট পদ গুলিতে নিয়োগের সুযোগ পাবেন । তাহলে আসুন দেখে নেওয়া যাক রাজ্যের এই পুরসভা মারফৎ প্রকাশিত বিজ্ঞপ্তির বিস্তারিত দিক গুলি ।
প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,
প্রথমে আবেদনকারীকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেওয়া আবেদন পত্রের অনুকরণে আবেদন পত্র তৈরি করে নিতে হবে সাদা কাগজে টাইপ করে । আবেদন পত্র টি সঠিক ভাবে পূরণ করে সরাসরি অথবা ডাক যোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট পুরসভার অফিসে জমা করতে হবে । আবেদনের সময় প্রার্থীকে আবেদন পত্রের সঙ্গে ভোটার ও আঁধার কার্ড , বাসস্থানের প্রমান পত্র , বয়সের প্রমানপত্র শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক বিষয়ে অভিজ্ঞতার প্রমান পত্র -এর প্রত্যয়িত নকল জমা করতে হবে ।
নিয়োগের ক্ষেত্রে শুধুমাত্র প্রার্থীর শিক্ষাগত যোগ্যতা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে সফল এবং যোগ্য প্রার্থীর হাতে নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
সংশ্লিষ্ট পুরসভা কর্তৃক প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী দু’টি পদের ক্ষেত্রে মোট ৬টি শূন্য পদ পূরণের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে। যেমন,
১) ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট ( Clerical Assistant)
২) ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট (Cleaning Assistant)
বয়স-
উল্লেখিত দুটি পদের ক্ষেত্রে আবেদনকারীর প্রার্থীর বয়স হতে হবে ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে ।
শিক্ষাগত যোগ্যতা–
উল্লেখিত দুটি পদের মধ্যে ‘ ক্লারিক্যাল অ্যাসিস্ট্যান্ট ‘ পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে গ্রায়জুয়েট হতে হবে । পাশাপাশি কম্পিউটার বিষয়ে পারদর্শী হতে হবে । অন্যদিকে ‘ ক্লিনিং অ্যাসিস্ট্যান্ট ‘ পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হলেই চলবে ।
উল্লেখিত যাবতীয় পদের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের নিয়োগ করা হবে এ রাজ্যের রিষড়া পুরসভায়।
আবেদনের শেষ তারিখ 21/06/2023
আবেদন পত্র পাঠানোর ঠিকানা–
TO THE CHAIRMAN , RISHRA MUNICIPALITY, 49/56/57 RABINDRA SARANI, RISHRA, HOOGHLY- 712248 .
পশ্চিমবঙ্গ সহ গোটা দেশের সরকারি চাকরির খবর পেতে নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
TAG- #WB JOB #MUNICIPALITY #RECRUITMENT #CONTRACTUAL