প্রসার ভারতী শিলিগুড়ি -কলকাতায় চাকরির বিরাট সুযোগ, এক্ষুনি আবেদন করুন -Prasar Bharti Recruitment

কলকাতা : আপনি কি চাকরি খুঁজছেন তাহলে আপনার জন্য এবার বিরাট সুযোগ । এবার বেশ কয়েক টি পদে অ্যা প্রেন্টিস অর্থাৎ শিক্ষানবিশ নিয়োগ করতে চলেছে দূরদর্শন আর আকাশবাণী । এক্ষেত্রে নিয়োগ হবে এ রাজ্যের কলকাতা আর শিলিগুড়ি দুই শহরে ।  এই মর্মে  বিজ্ঞপ্তিও প্রকাশ করা হয়েছে প্রসার ভারতীর তরফে । শিক্ষানবিশ পদে নিয়োগের ক্ষেত্রে দেশের যে কোনও প্রান্তের  প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ চলাকালীন শিক্ষানবিশ দের জন্য রয়েছে মাসিক ভাতা অর্থাৎ স্টাইপেন্ডের ব্যবস্থা ।  তবে নিয়োগ টি সম্পূর্ণ চুক্তি ভিত্তিক  । Prasar Bharti Recruitment 

আবেদন পদ্ধতি– 

প্রসার ভারতীর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী,  চলতি জুলাই মাসের ১৮ তারিখ অর্থাৎ 18/07/2023 তারিখের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। প্রথমে সংশ্লিষ্ট দফতরের ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর নির্দিষ্ট কলম গুলিতে প্রয়োজনীয় তথ্য আপলোড করে যথাযোগ্য সময়ে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । এক্ষেত্রে আবেদন ও নিয়োগ সম্পর্কিত যাবতীয় তথ্য আবেদন কারীকে সংশ্লিষ্ট সংস্থার ওয়েব সাইট থেকেই সংগ্রহ করতে হবে। 

শূন্য পদ – 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুসারে,  মোট ১০ টি শূন্য পদের জন্য  আবেদন পত্র চাওয়া হয়েছে ।

 

পদের নাম –  কস্ট ট্রেনি অর্থাৎ শিক্ষানবিশ (Coast Trainee)


শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা – 

উল্লেখিত শিক্ষানবিশ পদে আবেদনের জন্য ক্ষেত্রে আবেদনকারী কে ইন্সটিটিউট অফ কস্ট অ্যাকাউন্ট্যান্টস অফ ইন্ডিয়া (Coast Accounts of India) থেকে সিএমএ ইন্টারমিডিয়েট পরীক্ষায় ন্যূনতম ৬৫ শতাংশ নম্বর নিয়ে উত্তীর্ণ হতে হবে। 

নিয়োগ পদ্ধতি –

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের  লিখিত পরীক্ষা এবং ইণতারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচন করা হবে । 

নিয়োগের স্থান – 

এক্ষেত্রে এ রাজ্যের দুই প্রধান শহর কলকাতা ও শিলিগুড়ি তে নিয়োগ করা হবে । কলকাতার জন্য রয়েছে ৪ টি এবং শিলিগুড়ির জন্য ২ টি পদে নিয়োগ করা হবে । 

মাসিক বৃত্তি বা স্টাইপেন্ড – 

নিযুক্ত শিক্ষানবিশদের তিন বছরের প্রশিক্ষণ চলাকালীন প্রথম – দ্বিতীয় এবং তৃতীয় বছরে প্রতিমাসে ১০,০০০ থেকে ১৫,০০০ টাকা পর্যন্ত ভাতা দেওয়া হবে । 

চাকরির খবরের আপডেট পেতে সর্বদা- সর্বত্র নজর রাখুন bongodhara.com-এ 

written by- Somnath Pal. 

Join Telegram Channel : Click Here


TAG- #PRASAR BHARATI #KOLKATA #AKASHBANI #DOOR DARSHAN #TRAINEE

Leave a Comment