রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
কলকাতা – যুদ্ধং দেহি ! আর হবে নাই বা কেন ? পরীক্ষা নিয়ে টালবাহানা কম হয়নি । তবে শুধু পরীক্ষার্থীই নয় , এ পরীক্ষা বর্তমান রাজ্য সরকাররেও । সেই কবে কার কথা । ২০১৭ সালে শেষবারের মতো হয়েছিল টেট পরীক্ষা । তা নিয়ে লাগামহীন দুর্নীতির জেরে রাজ্য সরকারের একেবারে নাকে খড় দেওয়ার জোগাড় । কিন্তু রাজ্য সরকারও হাল ছারতে নারাজ । তবে ফের যেন দুর্নীতির কালির ছিটা না লাগে । তাই সদা সতর্ক রাজ্য শিক্ষা দফতর । শেষ পর্যন্ত গত ১১ ই ডিসেম্বর কড়া নিরাপত্তার বলয়ের ঘেরা টোপে ২০২২ টেট পরীক্ষা নেয় পশ্চিমবঙ্গ শিক্ষা সংসদ । যে কোনও পরিস্থিতে দুর্নীতি এড়াতে রাজ্য শিক্ষা দফতর আর পর্ষদের এই কঠোর মনোভাবে আদালত যেমন সন্তোষ প্রকাশ করে তেমনি চাকরি প্রার্থী বিশেষ করে পরীক্ষার্থীরাও মানসিক শান্তি পাই একপ্রকার । তবে শেষ পর্যন্ত কি হয়, তা নিয়ে চাকরি প্রার্থীরা যে মনে মনে বিপদের আশঙ্কায় বেশ সিটিয়ে রয়েছে তা আর বলার অপেক্ষা রাখেনা । WB Primary Tet Result 2022
এবার ফলা ফল পরীক্ষার্থী দেড় দীর্ঘ অবসান দূর করল রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ । সব কিছু ঠিক ঠাক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহেই প্রাইমারী টেটের রেজাল্ট অর্থাৎ ফলাফল প্রকাশ করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ । এ বিষয়ে একধাপ এগিয়ে চলতি জানুয়ারি মাসের ১০ তারিখ মডেল অ্যানসার কী (Model Answer Key ) প্রকাশ করা হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষ থেকে । নির্দিষ্ট ওয়েব সাইটে গিয়ে টেট পরীক্ষার্থীরা (Model Answer Key ) মারফৎ প্রশ্ন পত্রে প্রশ্নের নির্ভুলতা যাচাই করছেন । এ বিষয়ে সকল পরীক্ষার্থীর উদ্দেশ্যে পর্ষদ সাফ জানিয়ে দেয় , যদি কোনও প্রশ্নে ভুল ত্রুটি থাকে তাহলে তার যথার্থ তা প্রমাণ করতে পারলেই ওই পরশ্নের সম নম্বর ওই পরীক্ষার্থীকে দিয়ে দেওয়া হবে যদি ওই পরীক্ষার্থী ওই প্রশ টি অ্যাটেন্ড করেন । আসলে নিয়োগ নিয়ে সরকারের গায়ে নতুন করে দুর্নীতির কালি লাগতে যাতে কোনও ভাবেই না লাগে সে বিষয়ে সদা সতর্ক প্রাথমিক শিক্ষা পর্ষদ । তবে ইতিমধ্যেই পর্ষদ কর্তৃক প্রকাশিত (Model Answer Key ) মারফৎ উত্তর পত্র খুঁটিয়ে দেখার পর কয়েক জন পরীক্ষার্থী কয়েকটি প্রশ্নের নির্ভুলতা নিয়ে প্রশ্ন তুলেছেন । শেষ পর্যন্ত ওই চ্যালেঞ্জ করা পরীক্ষার্থীদের প্রশ্নের উত্তরে পর্ষদ তার পূর্ব ঘোষিত প্রতিশ্রুতি রাখে কিনা তার উত্তর মিলবে ফেব্রুয়ারি মাসে ফলাফল প্রকাশের পর ।
তবে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত রাজ্য সরকারও তার পরিচ্ছন্ন ভাব মূর্তি প্রকাশে বদ্ধ পরিকর । শুধুকি দুর্নীতি এর সঙ্গে পাল্লা দিয়ে চলছে অল্প সময়ে নিয়োগের রেস । আসলে ডামাডোলের বাজারে ১১ হাজার শূন্যপদে স্বচ্ছ ভাবে শিক্ষক নিয়োগই যে রাজ্য সরকারের দুর্নীতির কাঁটা ঘায়ে কিছুটা হলেও মলমের কাজ করবে তা বলাই বাহুল্য। তাই যত তাড়াতাড়ি সম্ভব নিয়োগ দিতে হবে । এই সিদ্ধান্তেই অবিচল রাজ্য শিক্ষা দফতর আর পর্ষদ । যেমন ভাবনা তেমন কাজ । সেই মতো পরীক্ষা শেষের মাত্র দশ দিনের মধ্যেই টেট পরীক্ষার রেজাল্ট প্রকাশের সিদ্ধান্ত নেয় রাজ্য শিক্ষা সংসদ । তবে এক ধাপ এগিয়ে এ বিষয়ে পর্ষদের বর্তমান দায়িত্ব প্রাপ্ত সভাপতি গৌতম পাল ইতিমধ্যেই ঘোষণা করেছেন অতি দ্রুত টেট পরীক্ষার রেজাল্ট ঘোষণা করা হবে । এ বিষয়ে শিক্ষা আধিকারিক থেকে শুরু করে শিক্ষা মন্ত্রী বার কয়েক আলোচনা -পর্যালোচনাও করেছেন কয়েক প্রস্থ । কিন্তু এ যে শুধু কথার কথা নয় তার প্রমান মেলে একেবারে হাতে নাতে । পরীক্ষা শেষের কয়েক দিনের মধ্যেই নিজেদের পরীক্ষার রেজাল্ট চোখের সামনে (Model Answer Key ) -য়ের মাধ্যমে ভেসে উঠে সাত লক্ষ পরীক্ষার্থীর চোখে । এখন শুধুই সময়ের অপেক্ষা ।
ইতিমধ্যেই পর্ষদ সুত্রে জানানো হয়েছে , অনলাইনে টেট-র রেজাল্ট আপডেটের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় । সকল পরীক্ষার্থীর রেজাল্ট সঠিক ভাবে আপডেট হলেই পরীক্ষার্থীরা একটি লিংকে ক্লিক করলেই সরাসরি পরীক্ষার্থীরা তাদের কৃতকর্মের ফলাফল দেখতে পাবে এক নিমেষে । এ জন্য তাদের কোনও অ্যাপস ডাউন লোড করতে হবেনা । পরীক্ষা দেওয়ার ফর্ম বা আবেদন পত্র পূরণের সময় পর্ষদ মারফৎ যে লিংক দেওয়া হয়েছিল তাতে ক্লিক করে রোল নম্বর বসালেই একেবারে ডিটেলস – চাকরি প্রার্থীরা তাদের রেজাল্ট দেখতে পাবেন স্ব-চক্ষে ।
এমনকি শুধুমাত্র রেজাল্ট বা পরীক্ষার ফলাফল দেখাই নয় এক্ষেত্রে কোনও পরীক্ষার্থীর রেজাল্ট – নম্বর কিংবা অন্য কোনও বিষয়ে অভিযোগ বা মতামত থাকলেও সেই পরীক্ষার্থী ওই লিংকের সাহায্যে তার মুল্যবান মতামত এবং অভিযোগ জানাতে পারবেন সহজেই । অর্থাৎ পরীক্ষা এবং ফলাফল নিয়ে চাকরি প্রার্থীদের যে কোনও সংশয় কাটাতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে পর্ষদ সুত্রে । এরপর ওই পরীক্ষার্থীর মতামত এবং অভিযোগের বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখবে বিশেষজ্ঞ কমিটি । তাই আর দেরি না করে এখন থেকেই মানসিক ভাবে প্রস্তুতি নিন জোর কদমে । কে বলতে পারে আপনিও হতে পারেন সেই ভাগ্যবান । কারণ চাকরি পাওয়া যে বর্তমান দিনে হাতে চাঁদ পাওয়ার সমান তা আর বলার অপেক্ষা রাখেনা । তবে শেষ পর্যন্ত দুর্নীতির পাঁকে ফের পড়তে হয় কি না সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ।
written by – Somnath pal .
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG – #TET #RESULT #EDUCATION #TEACHER #RECRUITMENT