পশ্চিমবঙ্গে ফের জেলা ভিত্তিক গুরুত্বপূর্ণ পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্যের জেলার ব্লকে ব্লকে ICDS অঙ্গনওয়ারী কর্মী ও সহায়িকা নিয়োগ করা হবে। জেলার সমস্ত যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং নির্বাচিত প্রার্থীদের পোস্টিং দেওয়া হবে জেলার ব্লক অফিসের মহিলা ও শিশু উন্নয়ন এবং সমাজ কল্যান বিভাগে। বর্তমানে চাকরির বাজারে এত কম যোগ্যতায় খুব কমই নিয়োগ ছাড়ে। তবে এই নিয়োগ সংশ্লিষ্ট জেলার প্রার্থীদের জন্য বিরাট সুযোগ নিয়ে এসেছে তাই হাতছাড়া না করে আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ অবধি পড়বেন। WB ICDS Anganwari Recruitment 2023
কী কী পদে নিয়োগ করা হবে :
1. অঙ্গনওয়ারী সহায়িকা ( Anganwari Helper)
2. অঙ্গনওয়ারী কর্মী ( Anganwari Worker)
শূন্যপদের সংখ্যা : কয়েকশো শূন্যপদে নিয়োগ করা হবে
নিচে শূন্যপদ ও শিক্ষাগত যোগ্যতা উল্লেখ করা হল –
1. অঙ্গনওয়ারী সহায়িকা –
শিক্ষাগত যোগ্যতা : যে সকল প্রার্থী অঙ্গনওয়ারী সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে অষ্টম (8th) পাশ।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 45 বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 90 নম্বরের লিখিত পরীক্ষা ও 10 নম্বরের ইন্টারভিউ নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
2. অঙ্গনওয়ারী কর্মী
শিক্ষাগত যোগ্যতা : যে সকল প্রার্থী অঙ্গনওয়ারী সহায়িকা পদে আবেদন করতে ইচ্ছুক তাদের শিক্ষাগত যোগ্যতা হতে হবে মাধ্যমিক (10th) পাশ।
বয়সসীমা : আবেদনকারীর বয়স হতে হবে নূন্যতম 18 বছর এবং সর্বোচ্চ বয়স হতে হবে 45 বছরের মধ্যে।
নিয়োগ প্রক্রিয়া : লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। 90 নম্বরের লিখিত পরীক্ষা ও 10 নম্বরের ইন্টারভিউ নিয়ে ফাইনাল মেরিট লিস্ট তৈরি করে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া : দুইধরনের পদের জন্য আবেদন প্রক্রিয়া একই হবে। প্রার্থীরা অনলাইনের মাধ্যমে কেবল আবেদন করতে পারবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা অফিসিয়াল নোটিশ অনুযায়ী জেলার অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন করতে পারবেন। মনে রাখতে হবে শুধু অনলাইন আবেদন গ্রহণ করা হবে।
অনলাইন আবেদন করতে ডকুমেন্টস সমূহ : মাধ্যমিক অ্যাডমিট কার্ড বা বয়সের প্রমাণ পত্র, শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস, পাসপোর্ট সাইজের ছবি, বাসিন্দা প্রমাণ, জাতিগত সংশয় পত্র এছাড়াও অভিজ্ঞতা (যদি থাকে) ।
আবেদনের শেষ তারিখ : 17-04-2023 তারিখের মধ্যে আবেদন করতে হবে।
এছাড়াও আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে অবশ্যই দেখবেন।
Official Notice : Download
★Join Telegram Channel : Click Here
★More Job News : Click Here