স্কুল – কলেজ কিংবা বিশ্ববিদ্যালয় কর্মী নিয়োগ অব্যাহত। বেকার চাকরি প্রার্থীদের জন্য ফের সুখবর। এবার কর্মী (RECRUIT))নিয়োগ হতে চলেছে রাজ্যের বিশ্ববিদ্যালয়ে । তবে এক্ষেত্রে সরাসরি শিক্ষক নয়, মুলত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগে কাজের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের তরফে । এক্ষেত্রে উপযুক্ত যোগ্যতা সম্পন্ন দেশের যে কোনও প্রান্তের প্রার্থীরা আবেদনের যোগ্য । চূড়ান্ত প্রার্থী তালিকায় স্থান পাওয়া সফল এবং যোগ্য প্রার্থীদের সরাসরি নিয়োগ করা হবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক বিভাগের নির্দিষ্ট পদে । । তাহলে আসুন জেনে নেওয়া যাক আবেদন সহ প্রকাশিত বিজ্ঞপ্তির যাবতীয় খুঁটিনাটি তথ্য।
সংশ্লিষ্ট বিদ্যালয়ের তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী আগামী ৩০ শে জুন অর্থাৎ 30/06/2023 – এর মধ্যে আবেদন করতে হবে । তবে এক্ষেত্রে অনলাইনে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট থেকে আবেদন পত্র সংগ্রহ করে আবেদনকারী প্রারথিকেতার সকল ডকুমেন্টের প্রত্যয়িত নকল সহযোগে নির্দিষ্ট দিন এবং সময়ের মধ্যে সংশ্লিষ্ট আধিকারিকের দফতরে জমা করতে হবে । আবেদনের দিন তারিখ এবং কোনও নিয়মের পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যে জানিয়ে দেওয়া হবে ।
শূন্য পদ –
পদের নাম– প্রজেক্ট অ্যা সিস্ট্যান্ট (Project Assistant)
উল্লেখিত পদে মোট শূন্য পদের সংখ্যা ২ টি
বয়স সীমা–
এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে ৪০ বছরের মধ্যে।
মাসিক বেতন–
এক্ষেত্রে নিযুক্ত কর্মীদের আকর্ষণীয় বেতন দেওয়া হবে ।
শিক্ষাগত যোগ্যতা–
আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে লাইব্রেরী অ্যান্ড ইনফরমেশন সায়েন্স – এ মাস্টার ডিগ্রী থাকতে হবে ।
আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা – To The Register , Rabindra Bharati University, 56A B.T Road , Kolkata 700059.
চাকরির সব খবর সবার আগে পেতে নজর রাখুন bongodhara.com
Official Notice : Download
Join Telegram Channel : Click Here
written by- Somnath Pal.
TAG- #JOB NEWS #GOVT JOB #RECRUITMENT #RABINDRA BHARATI UNIVERSITY