ফের রাজ্যে মাধ্যমিক পাশে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -WB Group C, D Recruitment

 পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য ফের নয়া সুসংবাদ। রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। মহিলা ও পুরুষ উভয় এই পদে আবেদন করতে পারবেন। পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে আগ্রহী প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। WB Group C, D Recruitment 


কী কী পদে নিয়োগ করা হবে :

1. সুপারিন্টেন্ডেন্ট

2. মেন্ট্রোন 

শিক্ষাগত : এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মেট্রোন পদের জন্য মাধ্যমিক পাশ এবং সুপারিন্টেন্ডেন্ট পদের জন্য গ্রেজুয়েট পাশ যোগ্যতা থাকতে হবে। 

বয়সসীমা : উপরোক্ত উভয় পদের ক্ষেত্রে আবেদন করতে বয়স হতে হবে সর্বোচ্চ 40 বছরের মধ্যে। এছাড়াও রিজার্ভ জাতির জন্য সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেওয়া হবে। 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফলাইন আবেদন পত্র ডাউনলোড করতে পারবেন অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অথবা অফিসিয়াল নোটিশের শেষের দিকে দেওয়া থাকতে। আবেদন পত্র প্রিন্ট আউট বের করে সঠিক তথ্য দিয়ে পূরণ করে নিদিষ্ট ঠিকানায় জমা করতে হবে। 

আবেদন পত্রের সঙ্গে কী কী ডকুমেন্টস জমা করবেন:

1. বয়সের প্রমাণ পত্র 

2. শিক্ষাগত যোগ্যতার সমস্ত ডকুমেন্টস 

3. জাতিগত সংশয় পত্র 

4. আধার বা ভোটার কার্ড 

5. অন্যান্য 

আবেদন জমা করার শেষ তারিখ : The Office Of the PO cum -DWO, BCW & TD, Siliguri, Shivmandir, Po- Kadamtala, District -Darjeeling, 734011। 

আবেদন জমার শেষ তারিখ : এক্ষেত্রে আবেদন পত্র জমা করতে পারবেন 15-09-2023 তারিখ বিকেল 5 টা পর্যন্ত। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে অথবা অফিসিয়াল নোটিশ ডাউনলোড করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন –

Official Notice Download 

More News : Click Here


Join Telegram Channel : Click Here

1 thought on “ফের রাজ্যে মাধ্যমিক পাশে গ্রুপ সি ও ডি পদে নিয়োগ, এক্ষুনি আবেদন করুন -WB Group C, D Recruitment”

Leave a Comment