ফের স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি সহ প্রচুর চাকরিতে আবেদন শুরু -WB Health Recruitment

 চাকরি প্রার্থীদের জন্য ফের দারুণ চাকরির খবর নিয়ে উপস্থিত হয়েছি। এবার আরও একবার রাজ্য স্বাস্থ্য দপ্তরের অধীনে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নোটিশ অনুযায়ী, এক্ষেত্রে স্বাস্থ্য দপ্তরে গ্রুপ সি সহ আরও বহু ধরনের পদে নিয়োগ করা হবে। ছেলে ও মেয়ে উভয়ের জন্য চাকরির সুযোগ রয়েছে। রাজ্যের যে কোনো জেলা থেকে চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচে শেষ পর্যন্ত পড়বেন। নিচে শূন্যপদ, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে সবিস্তারে আলোচনা করা হল। WB Health Staff Recruitment 

আবেদন পদ্ধতি : যে সকল চাকরি প্রার্থী স্বাস্থ্য দপ্তরের সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে আগ্রহী তাদের অনলাইন মাধ্যম অবলম্বন করে আবেদন করতে হবে। অনলাইন আবেদন করতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করতে হবে অথবা স্বাস্থ্য দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট (wb health) অথবা নিচের লিঙ্ক ক্লিক করে সরাসরি আবেদন করতে পারবেন। 

1. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে আবেদন লিঙ্কে ক্লিক করতে হবে 

2. এরপর প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে 

3. রেজিষ্ট্রেশন করার পর আবেদন প্রক্রিয়া শুরু করতে হবে 

4. আবেদন চলাকালীন জরুরি ডকুমেন্টস আপলোড বা ফটো ও সিগনেচার আপলোড করতে হবে। 

5. এরপর আবেদন ফী জমা করতে হবে। 

6. সব শেষে ফাইনাল সাবমিট করতে হবে। এরপর ভবিষ্যতের জন্য প্রিন্ট আউট বের করে রাখবেন। 

আবেদন ফী : যারা আবেদন করবে তাদের মধ্যে সাধারণদের জন্য 100 টাকার আবেদন ফী এবং অন্যান্য রিজার্ভ গোষ্ঠির জন্য 50 টাকার আবেদন ফী জমা করতে হবে। 

আবেদনের তারিখ সমূহ : এক্ষেত্রে অনলাইন আবেদন শুরু হয় 9 অগাস্ট থেকে এবং অনলাইন রেজিষ্ট্রেশন করতে পারবেন 19 অগাস্ট পর্যন্ত ও আবেদন করতে পারবেন 20 অগাস্ট পর্যন্ত। 


কী কী পদে নিয়োগ করা হবে

1. Accountant ( Ayush)

2. Community Health Assistant ( Urban) 

3. Specialist Medical Officer (Opthalmologist)

4. Specialist Medical Officer (G&o)

 5. Specialist Medical Officer (Paediatrics)

 6. Specialist Medical Officer (Medicine)

 7.Block Public Health Manager

 8.Multi Rehabilitation Worker

 9.Community Health Assistant (Urban)

 10.Psychiatric Social Worker

 11.Clinical Psychologist

শিক্ষাগত যোগ্যতা ও বয়সসীমা : উপরোক্ত স্বাস্থ্য দপ্তরের 11 ধরনের কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি যোগ্যতা ও বয়সসীমা আলাদা আলাদা। যেহেতু অনেক গুলি পদ রয়েছে এবং যোগ্যতাও ভিন্ন তাই অফিসিয়াল নোটিশ ডাউনলোড করে দেখে নিবেন। উপরোক্ত পদ গুলির মধ্যে বেশির ভাগ পদের বয়সসীমা 21-40 বছর কিছু পদের সর্বাধিক বয়স 62 বছর। 

নিয়োগ প্রক্রিয়া : এক্ষেত্রে একাডেমিক স্কোর ও ইন্টারভিউ এর মাধ্যমে যাচাই করে নিয়োগ করা হবে। অফিসিয়াল নোটিশে বিস্তারিত দেওয়া রয়েছে। 

আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জানতে নিচের দেওয়া লিঙ্ক ক্লিক করবেন – 

Official Notice Download 


Official Website or Apply Link 


More News : Click Here

Join Telegram Channel : Click Here

Leave a Comment