যুগ বদলাচ্ছে , আর পরিবর্তিত যুগের সঙ্গে পাল্লা দিয়ে পাল্টে যাচ্ছে মানুষের জীবন যাত্রার মান । বর্তমান ডিজিটাল যুগে মোবাইল আর ইন্টারনেট কমন ফ্যাক্টর । আর এই সঙ্গেই মানুষের জীবনের সঙ্গে অতপ্রত ভাবে জড়িয়ে রয়েছে সোশ্যাল মিডিয়া । আর সোশ্যাল মিডিয়া মানেই ফেসবুক(FACE BOOK) – ইউটিউব আরও কত কি । তবে ফেসবুকের সঙ্গে টেক্কা দেবে কে ? আপনি কি জানেন শুধু মাত্র সখের বশে নয় , এই ফেসবুকের সাহায্যেই আপনি প্রতিমাসে ইনকাম করতে পারেন লক্ষ লক্ষ টাকা । এই প্রতিবেদন টি পড়াকালীন আপনার মনে হয়তো এই প্রশ্নই উঁকি দিচ্ছে এ আবার হয় নাকি । প্রশ্ন করলে উত্তর হবে আলবাত সম্ভব । কিন্তু কিভাবে ? আজ আমরা সেই সকল ফেসবুক ব্যবহারকারী ব্যক্তিদের জানাতে চলেছি কিভাবে ফেস বুক থেকে লাখ লাখ টাকা ইনকাম করা সম্ভব । তাহলে আসুন জেনে নেওয়া যাক ।
তবে এর জন্য আপনাকে কিছু কাজ করতে হবে, তাও ধাপে ধাপে । আপনি যদি ফেসবুকে কন্টেন্ট (CONTENT CREATE ) ক্রিয়েট করতে পারেন তাহলে ফেসবুক আপনাকে দেবে মোটা টাকা । শুনতে অবাক লাগলেও এ ঘটনা একেবারে ধ্রুব সত্যি । এর জন্য আপনাকে যে কাজ গুলি করতে হবে তা হল
১) যদি আপনি ভিডিও কন্টেন্ট বানাতে পারেন তাহলে ফেসবুক পেজে তা লোড করুন । তবে আপনার তৈরি ভিডিও সবচেয়ে বেশি সময় তিন মিনিটের হওয়া চাই । এবার ওই ভিডিওগুলি যদি দর্শকদের মনোগ্রাহী হয় তাহলে ওই ভিডিওর মাঝে যে অ্যাড চলবে তার থেকে প্রতি মাসে অ্যাড পিছু আপনি ভালো উপার্জন করতে পারেন ।
২) এ ছাড়াও আপনার ভিডিও – কন্টেন্ট – এর নিচে সাবসক্রিপশন অপশনে যদি কোনও দর্শক পাকাপাকি সাবক্রিপশন করেন তাহলে সাবসক্রাইবার পিছু ইনকাম আপনার একেবারে বাঁধা ।
৩) এরপরেও রয়েছে প্রোমোশন সিস্টেম । যেমন, আপনি যদি কোনও ব্র্যান্ডের সঙ্গে প্রোমোশন করে কন্টেন্ট তৈরি করে আপলোড করেন তাহলে ওই ব্র্যান্ডের বিক্রিত প্রোডাক্টের ওপর কমিশন বাবদ টাকা ইনকাম করতে পারেন ।
৪) এছাড়াও আপনি আপনার ফেসবুক পেজে অন্য পেজকে প্রমোট করে টাকা ইনকাম করতে পারবেন। যেমনটা আমরা মাঝে মাঝে দেখে থাকি, বিভিন্ন পেজের কনটেন্ট ক্রিয়েটররা অন্য পেজের পোস্ট তাদের পেজে শেয়ার করে থাকে।
৫) এর সঙ্গে স্টিকার তৈরি করে ফেসবুক পেজ থেকে ইনকাম করতে পারেন ।
অল্প দিনেই লাখ পতি হতে চান ? তাহলে এখনই শুরু করুন এই ব্যবসা, তাড়াতাড়ি দেখে নিন- New Business Tips
তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই মনে রাখতে হবে অত্যন্ত কম সময় যেমন ৩০ সেকেন্ড থেকে ১ মিনিটের কন্টেন্ট বা রিল তৈরি করলে তা অবশ্যই দর্শকদের আকর্ষণ করবে । এক্ষেত্রে প্রথমে আপনকে আপনার ফেসবুকের অ্যাকাউন্ট থেকে ফেসবুক পেজ তৈরি করে নিতে হবে । এবার কন্টেন্ট তৈরি করে নিয়মিত আপলোড করুন । এবার যদি আপনার তৈরি কন্টেন্ট দর্শকদের পছন্দ সই হয় তাহলে আর চিন্তা নেই । এখান থেকেই প্রতি মাসে আপনি টাকা ইনকামের সহজ রাস্তা পাবেন বিলকুল । তাহলে আর দেরি না করে প্রতিবেদনটি ভালো ভাবে পড়ে নিয়ে নিয়ম মতো শুরু করুন মোটা টাকা ইনকামের সহজ উপায় ।
এই ধরণের আকর্ষণীয় টিপস পেতে নজর রাখুন bongodhara.com – এ
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG – #FACE BOOK #SOCIAL MEDIA #INCOME TIPS #MAKING MONEY