বড়ো খবর! মাধ্যমিক পাশে রেলে 1 লক্ষ 70 হাজার গ্রুপ ডি কর্মী নিয়োগ, রইল বিস্তারিত -Railway Group D Job

চাকরি প্রার্থীদের জন্য এবার বিরাট সুযোগ । বিশেষ করে রেলে চাকরির সুবর্ণ সুযোগ । এবার ১ লক্ষ ৭০ হাজার গ্রুপ – ডি নিয়োগ করবে ভারতীয় (INDIAN RAIL)  রেল । এই মর্মে বিজ্ঞপ্তিও প্রকাশের প্রক্রিয়া শুরু হয়েছে রেলের তরফে । এই নিয়োগে অংশ নিতে পারবেন গোটা দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা । আবেদনের জন্য ভারতীয় রেলের নিজস্ব ওয়েব সাইট থেকে বিস্তারিত দেখে নিতে পারেন । তবে এই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি এখনও প্রকাশিত না হলেও চলতি বছর নভেম্বর মাসে অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হতে পারে । 

রেল দফতর সুত্রে পাওয়া তথ্য অনুসারে, এই নিয়োগে আবেদন করতে হলে (www.indianrailways.gov.in) সাইট টি ফলো করুন । আগাই নভেম্বর মাসে এই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হবে । নোটিফিকেশন প্রকাশের এক মাসের মধ্যে আক্রি প্রার্থীদের আভেদন করতে হবে । সংশ্লিষ্ট ওয়েব সাইট থেকে আবেদন পত্র ডাউন লোড করে নিতে হবে । এরপর উপযুক্ত তথ্য আপলোড করে আবেদন পত্র টি সাবমিট করতে হবে । তবে নিয়োগ ও আবেদন সম্পর্কিত কোনও নিয়মের পরিবর্তন হলে তা বিজ্ঞপ্তি আকারে  জানিয়ে দেওয়া হবে । 

এক্ষেত্রে শুধু মাত্র গ্রুপ – ডি পদের নিয়োগের ক্ষেত্রে 1 লক্ষ 70 হাজার শূন্য পদের জন্য আবেদন পত্র চাওয়া হয়েছে । 

পদের নাম – গ্রুপ -ডি 

বয়স সীমা – 

উল্লেখিত পদে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে । তবে সংরক্ষিত আসনের প্রার্থীদের সরকারি নিয়মানুযায়ী বয়স্র ছাড় দেওয়া হয়েছে । 

শিক্ষাগত যোগ্যতা – – 

এক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে  । পাশাপাশি আবেদনকারীকে আই টি আই পাশ হতে হবে । 

নিয়োগের ক্ষেত্রে প্রথমে হবে লিখিত পরীক্ষা । তার পর ইন্টারভিউ । এরপর শারীরিক পরীক্ষার পর সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে । 

আমরাই দেবো সঠিক চাকরির খবর , প্রতি মুহূর্তে নজর রাখুন bongodhara.com – এ 

Official Website : click here

Join Telegram Channel : Click Here

written by – Somnath Pal . 

TAG – #INDIAN RAIL #RAILWAY RECRUITMENT #JOB NEWS #GOVT JOB

Leave a Comment