আপনি কি খেলাধুলায় পারদর্শী , আপনার কি গ্র্যাজুয়েট বা স্নাতক ডিগ্রী রয়েছে । তাহলে আর এক মুহূর্ত সময় নষ্ট করবেন না । কারণ এবার খেলাধুলায় পারদর্শীদের সামনে মোটা অঙ্কের বেতনের চাকরির সুযোগ । সম্প্রতি বেশ কয়েক টি পদে প্রচুর সংখ্যক কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ভারত সরকারের আয়কর দফতর । এ ক্ষেত্রে গোটা দেশের যে কোনও প্রান্তের চাকরি প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলেই আবেদন করতে পারবেন সংশ্লিষ্ট পদের জন্য । সম্পূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হবে আয়কর দফতরের তত্বাবধানে । তবে এক্ষেত্রে নিযুক্ত সফল এবং যোগ্য প্রার্থীকে ভারত সরকারের আয়কর দফতরের অধীনে তামিলনাড়ু এবং পুদুচেরি অঞ্চলের আয়কর বিভাগে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে। সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া টির যাবতীয় তথ্য পেতে চটপট চোখ বুলিয়ে নিন নিচের প্রতিবেদন টিতে ।
আবেদন পদ্ধতি –
এ ক্ষেত্রে আবেদনকারীকে অনলাইনে আবেদন করতে হবে । প্রথমে আয়কর দফতরের ওয়েব www.tnincometax.gov.in/sportsquota/application সাইটে গিয়ে আবেদনকারীকে তার মোবাইল নম্বর এবং ইমেল আই ডি দ্যে আবেদন পত্র দাউন লোড করে নিতে হবে । তারপর ওই আবেদন ফর্মের নির্দিষ্ট কলম গুলিতে আবেদন কারীকে তার নিজের সম্পর্কে যাবতীয় তথ্য আপ্লদকরতে হবে । সবশেষে নিজের সই এবং ছবি আপলোড করে আবেদন পত্রটি সাবমিট করতে হবে ।
নিয়োগ পদ্ধতি –
এ ক্ষেত্রে আবেদনকারীকে প্রথমে ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার জন্য তারপর হবে ইন্টারভিউ । সবশেষে দৈহিক সক্ষমতা এবং আবেদনকারীর পারদর্শিতা প্রমানের পরীক্ষা । তারপর সফল এবং যোগ্য প্রার্থীদের হা তা নিয়োগ পত্র তুলে দেওয়া হবে ।
প্রয়োজনীয় ডকুমেন্টস –
আবেদন পত্র পূরণ সহ নিয়োগ প্রক্রিয়া পর্যন্ত আবেদনকারী প্রার্থীকে তার যাবতীয় ডকুমেন্টস যেমন , শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র , বয়সের প্রমাণ পত্র , খেলাধুলায় পারদর্শিতার প্রয়ান পত্র , জাতিগত সংশাপত্র , বাসস্থান বা ঠিকানার প্রমাণ পত্র , আঁধার কার্ড , ভোটার কার্ড , পাসপোর্ট সাইজেরছবি সঙ্গে রাখতে হবে ।
নিয়োগকারী সংস্থা –
এক্ষেত্রে সফল এবং যোগ্য প্রারথদের ভারতীয় আয়কর দফতরের অধীনে তামিলনাড়ু এবং পুদুচেরি অঞ্চলের আয়কর বিভাগে সংশ্লিষ্ট পদগুলিতে নিয়োগ করা হবে।
শূন্যপদের বিবরণ –
১) পদের নাম – ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর (INCOME TAX INSPECTOR )
শূন্যপদ – ২৮ টি
শিক্ষাগত যোগ্যতা – এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে ।
মাসিক বেতন – ৯৩০০ থেকে ৩৪,৮০০ টাকা পর্যন্ত ।
২) পদের নাম – ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট (TAX ASSISTANT)
শূন্যপদ – ২৮ টি
শিক্ষাগত যোগ্যতা – এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত বিশ্ব বিদ্যালয় থেকে স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েট হতে হবে । পাশাপাশি এক ঘণ্টায় ৮০০০ হাজার শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে ।
মাসিক বেতন – ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত ।
৩) পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ (MULTI TASKING STAFF)
শূন্যপদ – ১৬ টি
শিক্ষাগত যোগ্যতা – এ ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । পাশাপাশি এক ঘণ্টায় ৮০০০ হাজার শব্দ টাইপের দক্ষতা থাকতে হবে ।
মাসিক বেতন – ৫,২০০ থেকে ২০,২০০ টাকা পর্যন্ত ।
এ ছাড়াও উল্লেখিত পদ গুলির ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীকে একইসঙ্গে যে কোনও খেলায় জাতীয় অথবা আন্তর্জাতিক প্রতিযোগিতায় রাজ্যের অথবা দেশের হয়ে খেলার যোগ্যতা অর্জনকারী হতে হবে।
আবেদনের শেষ তারিখ – ৬ই ফেব্রুয়ারি অর্থাৎ 06/02/2023
Official Notice : Download
রাজ্য তথা কেন্দ্র সরকারের নানা ধরনের চাকরির খবর সঙ্গে রাজ্য তথা কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্প, সরকারি ঘোষণা ও শিক্ষা সংক্রান্ত আরও বহু আপডেট পেতে বঙ্গধারার WhatsApp Group অথবা Telegram Channel এ যুক্ত হয়ে যান।
For More Job News: Click Here
Join Our Telegram Channel : Click
TAG – #INCOME TAX #RECRUITMENT #JOB #INSPECTOR