বন দপ্তরে গ্রুপ সি – ডি বিরাট নিয়োগ, আবেদন করুন চটপট , দেখে নিন বিস্তারিত -Government Job

সম্প্রতি কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়ার পক্ষ থেকে । তবে এই নিয়োগ টি সম্পন্ন হবে কেন্দ্রীয় (MINISTRY OF ENVIRONMENT & FOREST ) পরিবেশ ও বন মন্ত্রকের অধীনে ।  দেশের যে কোনও প্রান্তের যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা উপযুক্ত যোগ্যতা থাকলে এই আবেদন করতে পারবেন । এ ক্ষেত্রে সফল এবং যোগ্য প্রার্থীকে নিয়োগ করা হবে সংশ্লিষ্ট সংস্থায় । 

ওয়াইল্ড লাইফ ইন্সটিটিউট অব ইন্ডিয়ার এর তরফে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী চলতি জুন মাসের ৩০ তারিখ অর্থাৎ 30/06/2023 এর মধ্যে আবেদন করতে হবে । আবেদন করতে হবে অফলাইনে । এক্ষেত্রে আবেদন ও নিয়োগ সম্পর্কিত যাবতীয় বিষয় জানতে ক্লিক করুন (https://wii.gov.in) -এ 

নিয়োগের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীদের প্রথমেই ডেকে নেওয়া হবে লিখিত পরীক্ষার  জন্য । পরবর্তী ধাপে কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে সফল এবং যোগ্য প্রার্থীদের  হাতে তুলে দেওয়া হবে নিয়োগ পত্র । 

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী , গ্রুপ ‘ সি ‘ – ‘ ডি ‘ মিলিয়ে মোট ১৫ টি শূন্য পদের জন্য চাকরি প্রার্থীদের নিকট আবেদন পত্র চাওয়া হয়েছে ।  

বয়স সীমা – 

উল্লেখিত পদ গুলিতে আবেদনের  ক্ষেত্রে নির্দিষ্ট পদ অনুযায়ী আবেদনকারী প্রার্থীর নুন্যতম বয়স হতে হবে ১৮ বছর । বয়সের ঊর্ধ্বসীমা ২৭ – ৪০ বছর ।  

শিক্ষাগত যোগ্যতা – 

মাল্টি টাস্কিং স্টাফ এবং অ্যাসিস্ট্যান্ট পদের ক্ষেত্রে আবেদনকারীকে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে । 

টেকনিশিয়ান পদের ক্ষেত্রে মাধ্যমিক বা সমতুল পাশ হতে হবে সঙ্গে প্রাসঙ্গিক বিষয়ে ট্রেড সার্টিফিকেট থাকতে হবে । 

টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পদের জন্য আবেদনকারী প্রার্থীকে বি এস সি / লাইব্রেরী সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি বিষয়ে ডিপ্লোমা ধারি হতে হবে । 

অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদের জন্য হিন্দি / ইংরাজি বিষয়ে ব্যাচেলর অথবা মাস্টার ডিগ্রিধারী হতে হবে । 

সিনিয়র টেকনিক্যাল অফিসার পদের ক্ষেত্রে  বি এস সি / লাইব্রেরী সায়েন্স অথবা ইঞ্জিনিয়ারিং / টেকনোলজি কিংবা এম এস সি / বি ই / বি টেক বিষয়ে প্রথম শ্রেণির ডিগ্রী ধারি হতে হবে । 

আবেদন ফী – 

আবেদনের সময় সাধারণ ক্যাটাগরির প্রার্থীদের সংশ্লিষ্ট সংস্থার নামে ৭০০ টাকা এবং সংরক্ষিত আসনের প্রার্থীদের ২০০ টাকা আবেদন ফী জমা করতে হবে ।  

আবেদন পত্র পাঠানোর ঠিকানা – The Director, Wildlife Institute of India, Chandrabani, Dehradun, Uttarakhand. 

সরকারি চাকরির টাটকা আপডেট পেতে নজর রাখুন bongodara.com – এ 

Official Notice : Download 

Join Telegram Channel : Click Here

written by – Somnath Pal . 

TAG – #WILDLIFE #FOREST #GOVT JOB #MINISTRY OF ENVIRONMENT & FOREST

Leave a Comment