বাংলায় শুরু করুন এই ব্যবসা, পুঁজি অল্প, আয় অনেক -রইল বিস্তারিত -WB Business Idea

সরকারি কিংবা বেসরকারি সাম্প্রতিক চাকরির বাজার বেশ করুন । অগত্যা বেকার যুবক – যুবতীরা  ঝুঁকছে ছোটোখাটো ব্যবসার দিকে। বাজারে ঢুঁ মারলে এই ছবি মিলবে অকছর । একে তো চাকরির বাজার বেশ খারাপ তার ওপর পরের গোলামী । পাশাপাশি চাকরিতে  ধরা বাঁধা মাস মাইনা। অন্যদিকে ব্যবসায় মুনাফার কোনও সীমা নেই। একবার যদি সঠিক মার্কেট পাওয়া যায় তাহলেই কেল্লাফতে। অগুন্তি টাকা। New Business Idea 

কিন্তু ব্যবসা হলেই তো হবেনা তার জন্য দরকার সঠিক পরিকল্পনা। কারণ ব্যবসা করতে গেলে যেমন দরকার উপযুক্ত শ্রম, সঠিক পরিকল্পনা, তেমনি দরকার পুঁজিরও । 

কিন্তু বেশি টাকা খরচ করে যদি লস  অর্থাৎ লোকসানের সম্মুখীন হতে হয় তাহলে কপালে দুর্গতীর শেষ নেই। তার চেয়ে বরং অল্প পুঁজি দিয়ে বাজারের চাহিদা অনুযায়ী যেকোনো একটা ব্যবসা করতে পারলে তাতে লোকসানের ঝুঁকি যেমন কম তেমনি  পরিশ্রমের মাত্রাও বেশ কম। একবার একটু কষ্ট বাজার ধরতে পারলেই আর পিছনে ফিরে তাকানো লাগবেনা। 

তবে  অল্পবয়সী যুবক- যুবতীরা আসলে বুঝে উঠতে পারেন না স্বল্প অংকের পুঁজিতে  ঠিক কি ব্যবসা করলে লাভের মুখ দেখা যাবে খুব সহজে। এবিশয়ে বিশেষজ্ঞরা বলছেন, আপনি যদি শহর কিংবা কিংবা শহরতলী এলাকায় ব্যবসা করে অল্প দিনেই পকেট ভরতি টাকা ইঙ্কামের রাস্তা খুঁজছেন তাহলে আজ আমরা আপনাদের সামনে এমন কতকগুলি ছোটোখাটো ব্যবসার আইডিয়া দেবো যা থেকে মাসে মাসে ইনকাম হবে মনের মতো । বিশেষজ্ঞদের পরামর্শ মতো এই ব্যবসা গুলি করা জেতে পারে ।  যেমন , 

১) মিষ্টির ব্যবসা – 

সুগার লেবেল হাই থাক আর লো , মিষ্টি খেতে পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া বেশ মুশকিল । তার ওপর যদি বাংলার মিষ্টি হয় তাহলে তো আর কথায় নেই । আসলে বঙ্গের মিষ্টির নাম গোটা বিশ্ব জোরা । তাই অল্প পুঁজিতে ভিন্ন স্বাদের রকমারি মিষ্টির ব্যবসা করে ইনকাম করা যায় খুব সহজেই ।  প্রয়োজনে একটি অনলাইন স্টোর খুলে ফেলা যেতে পারে । 

২) টেক্সটাইল ব্যবসা –  

তবে শুধু বাংলার মিষ্টি-ই নয়  বাংলার শাড়িও গোটা বিশ্ব জুড়ে সমাদৃত ।  কলকাতার মতো শহর তলী এলাকায় এই ব্যবসাও লাভজনক হতে পারে। তবে শুধু শাড়ি নয়। যে কোনও রকম ঐতিহ্যবাহী পোশাকের যথেষ্ট চাহিদা রয়েছে। সেসবই নিজের ব্যবসায় অন্তর্ভুক্ত করার পাশাপাশি বর্তমান সময়ে অনলাইনে ভালো মার্কেট রয়েছে । 

৩) ফিটনেস ট্রেনার – 

সকালে মর্নিং ওয়ার্ক কিংবা সন্ধ্যায় জিম দিনভর কাজের ফাঁকে শরীর চর্চায় মন দেন অনেকেই । আসলে  সুস্থ থাকতে নিয়মিত শরীর চর্চার বিকল্প নেই। এই সময় সকলেই সুস্থতা নিয়ে বেশ ভাবিত।  ছিপছিপে সুস্থ শরীর পেতে অনেক মানুষই বর্তমান সময়ে টাকা খরচ করেন দেদার । এর সঙ্গে বাড়ছে শরীর চর্চার প্রশিক্ষক অর্থাৎ ফিজিক্যাল ফিটনেস ট্রেনারের চাহিদাও। এ বিষয়ে বহুকাল আগে থেকে আজ পর্যন্ত পিছিয়ে নেই মহানগরী কলকাতাও  তাই ক্রমাগত চাহিদার কারণে দিনের দিনের পর দিন পাকাপাকি ইনকাম প্রফেশন হিসাবে এই ব্যবসার জুড়ি মেলা ভার । 

৪) চা – য়ের ব্যবসা – 

সকালের বেড টি কিংবা সন্ধ্যার জমাটি আসর চা -য়ের কোনও বিকল্প নেই । তার ওপর স্বাদে – গন্ধে এ রাজ্যের দার্জিলিং -য়ের চা গোটা পৃথিবীতে নাম্বার ওয়ান । পশ্চিমবঙ্গ হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম চা উৎপাদক। তাই কলকাতা থেকে খুব সহজেই কাঁচামাল পাওয়া যেতে পারে। পাওয়া যায় সুলভ কর্মীও। নিজস্ব ব্র্যান্ড তৈরির ক্ষেত্রে এগুলি খুবই প্রয়োজনীয়। ফলে কলকাতা থেকে  খুবই লাভজনক ব্যবসা করা যেতে পারে । 

৫) ফাস্ট ফুড কিচেন ব্যবসা – 

রোজ রোজ হেঁশেলে ঢুকে রান্না বান্না করতে অনেক গৃহিণীর বেশ অপছন্দ । তার ওপর রংবাহারি খাবারের স্বাদ নিতে খাটনিও কম নয় । এই অবস্থায় শহর তলির অনেক মানুষই অনলাইনে খাবার অর্ডার করেন নিজের পছন্দ মতো । আপনি যদি ফাস্ট ফুড সেন্তার খোলার কথা ভাবছেন তাহলে এই ব্যবসা করে খুব অল্প সময়েই টাকা ইনকাম করতে পারবেন । তবে এর জন্য আপনার তৈরি খাবার জেন স্বাস্থ্যকর এবং সুস্বাদু হয় । আপনি চাইলে কাস্টমারের অর্ডার অনুযায়ী বাড়ি বাড়িতে আপনার তৈরি খাবার ডেলিভারি করতে পারেন । দোকানের আপনার এই ডেলিভারি ব্যবসাও চলবে গমগম করে । ইনকাম হবে বেশ ।  

অল্প পুঁজিতে আকর্ষণীয় ব্যবসার টিপস পেতে নজর রাখুন bongodhara.com– এ 

written by – Somnath Pal . 

Join Telegram Channel : Click Here

TAG – #SELF INCOME TIPS #MAKING MONEY #BUSINESS #NEW IDEA

Leave a Comment