কলকাতা – বাইরে চাঁদি ফাটা রোদ , তার সঙ্গে পাল্লা দিয়ে তাপ প্রবাহ । অসহ্য গরমে ঘরে বাইরে থাকায় দায় । কিন্তু আপনি এই গরমেও যদি ঠাণ্ডা ঠাণ্ডা কুল কুল থাকতে চান তাহলে বাড়িতে অবশ্যই রাখতে হবে এয়ার কন্ডিশনার অথবা এয়ার কুলার । তবে এয়ার কুলারে যেমন জল ভরার ঝক্কি ঝামেলা তার সঙ্গেন নিজের চাহিদা মতো ঠাণ্ডা পাওয়া কিছুটা হলেও মুশকিল । সে ক্ষেত্রে বেশির ভাগ মানুষই আয়ার কন্ডিশন অর্থাৎ এসির দিকেই আগ্রহ প্রকাশ করেন । তবে এসির ক্ষেত্রে আবার প্রতিমাসে মোটা বিদ্যুতের বিলও বেশ চিন্তার বিষয় । তবু ও সে সব বিষয়ে পরোয়া নেই । এই গরমে ঠাণ্ডা মিষ্টি মধুর আবহাওয়া চান না এমন মানুষ বোধ হয় খুঁজে পাওয়া যাবেনা ।Air Conditioner Big Offer
কিন্তু এসি কিনলেই তো হবেনা । কারণ বাজার ছেয়েছে হাজারো কোম্পানি । কারা কত কম দামে কত ভালো জিনিস গ্রাহকের হাতে তুলে দেবে তা নিয়ে যেন প্রতিযোগিতার আসর চলছে বাজার জুড়ে । তাই এসি কেনার আগে অবশ্যই আপনাকে বাজার যাচাই করে কিনতে হবে । এক্ষেত্রে বিশেষজ্ঞরা বলছেন , বহুকাল আগে থেকেই এ বিষয়ে অনেকটাই এগিয়ে রয়েছে টাটা (Tata) কোম্পানির বিশ্বস্ত ব্র্যান্ড ভল্টাস (Voltas)। তার কারণ অবশ্য একটাই, টাটা কোম্পানির প্রডাক্ট বলে কথা । সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার কথা চিন্তা করে Voltas নিয়ে এসেছে আকর্ষণীয় ছাড়ে নয়া এসি ।
এবার এক নজরে দেখে নেওয়া যাক Voltas AC – আকর্ষণীয় ছাড় প্রসঙ্গে –
এই তীব্র গরমে আপনি যদি এসি কেনার কথা চিন্তা করেন তাহলে আপনাকে অবশ্যই টাটা কোম্পানির Voltas AC কেনার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা । তার কারণ এতো অল্প দামের বেস্ট অফার হয়তো আপনি আর নাও পেতে পারেন । আসলে টাটা গ্রুপের এই বিশ্বস্ত ব্র্যান্ড শক্তিশালী ফিচার এবং গুণমানের জন্য পরিচিত।
বর্তমানে Amazon সেল-এ AC-তে বিশাল অঙ্কের ছাড় দিচ্ছে Voltas । এই বিশেষ সেল থেকে কিনলে আপনার লাভের পরিমাণ থাকবে অনেকটাই । Voltas-এর ১.৫ টন ফাইভ-স্টার, ইনভার্টার এসি পাওয়া যাবে ৪৫ শতাংশ ছাড়ে। ফলে তার দাম দাঁড়াবে ৪১,৯৯০ টাকা। এই এসি যে কোনও ভারতীয় ঘরের জন্য একেবারে নিখুঁত। খুব সহজেই Amazon থেকে এই এসি কিনে ফেলা যাবে। যদি কেউ ক্রেডিট কার্ডে এসি কিনতে চান, তাহলে তিনি ‘ইনস্ট্যান্ট ডিসকাউন্ট’ পেতে পারেন। তাছাড়া এই পণ্যটিতে দেওয়া হচ্ছে নো-কস্ট ইএমআই-এর সুবিধাও।
মাত্র 5 হাজার দিয়ে শুরু করে প্রতিমাসে কামিয়ে নিন 5000, এক্ষুনি শুরু এই ব্যবসা -New Business Idea
অন্যদিকে Voltas ২ টন থ্রি-স্টার ইনভার্টার স্প্লিট এসির দাম ৭৯,৯৯০ টাকা। কিন্তু অ্যামাজন সেল -এ বিশেষ ছাড়ে এই এসির দাম ৪৯ শতাংশ ছারে মাত্র ৪৫,৩৮০ টাকা । এছাড়াও ৩৬ শতাংশ ছাড়ে অ্যা মাজন সেল – পাওয়া যাচ্ছে Voltas ১.৫ টন থ্রি-স্টার ইনভার্টার এসি । বিশেষ অঙ্কের ছাড় দিয়ে যার দাম মাত্র ৫৫,৯৯৯ টাকা । প্রতিমাসে মাত্র ১৮০০ টাকা ইএমআই দিয়ে আপনি এখনই ঘরে নিয়ে আসুন Voltas AC । যা এই গরমেও আপনার ঘরকে রাখবে একদম কুল । আর দামের ক্ষেত্রে তো কথায় নেই । এই গরমে এতো ছাড় মিলবে কোথায় ? তাই দেরি না করে তাড়াতাড়ি করুন কারণ এই অফার চলে গেলে আর পাবেন না ।
written by – Somnath Pal .
Join Telegram Channel : Click Here
TAG -#AC #TATA #VOLTAS #AMAZON #SPECIAL PRICE