বালিকাদের জন্য দারুণ সুসংবাদ, প্রত্যেকে টাকা দিচ্ছে মোদি সরকার -Government Scheme

এমনিতেই কন্যা সন্তান মানেই ঘরের লক্ষ্মী । তবে অনেক পিতা মাতাই কন্যা সন্তানের ভবিষ্যৎ নিয়ে চিন্তায় মাথা খুটে মরেন । কিন্তু চিন্তার কোনও কারণ নেই ।  কারণ আপনার যদি কন্যা সন্তান হয় তাহলে জন্ম থেকে পড়াশোনা এমনকি কন্যার বিয়ের দায়িত্ব পর্যন্ত নেবে সরকার । এমনিতেই  আমাদের রাজ্যে মেয়েদের জন্য রয়েচ্ছে কন্যাশ্রি – র মতো বিশ্ব বন্দিত প্রকল্প । তার ওপর কেন্দ্র সরকারের তরফে রয়েছে ‘বেটি বাঁচাও , বেটি পড়াও প্রকল্প’ । এই প্রকল্পের আওতায়  কন্যা সন্তানদের পড়াশোনা খরচ যোগায় সরকার । তবে এখানেই শেষ নয়, এর পরেও  কন্যা সন্তানদের জন্য সরকারি তরফে রয়েছে ‘বালিকা সমৃদ্ধি যোজনা । আপনি  যদি একজন কন্যা সন্তেনের আদর্শ পিতা -মাতা হন তাহলে এখনই নিম্ন লিখিত প্রতিবেদনে জেনে নিন এই প্রকল্পের বিস্তারিত বিষয় সম্পর্কে ।

এই প্রকল্পের অধীনে জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত একাধিক ক্ষেপেঅকন্যা সন্তানের পরিবার কে আর্থিক সহায়তা প্রদান করে কেন্দ্র সরকার । যেমন । কন্যা সন্তান জন্মালেই মায়ের হাতে তুলে দেওয়া নগদে ৫০০ টাকা । এখানেই শেষ নয় । এরপরেও রয়েছে একাধিক বার আর্থিক সাহায্য । তবে গোটা দেশের বিপিএল তালিকা ভুক্ত পরিবার গুলিই মুলত এই প্রকল্পের সুবিধা পেয়ে থাকেন । পাশাপাশি একই পরিবারে দুটি মাত্র কন্যা সন্যা সন্তানের জন্যই এই প্রকল্পের আর্থিক সাহায্য বরাদ্দ । দুই – এর বেশি সন্তান হলে সেই পরিবার বালিকা সমৃদ্ধি প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত হবেন । শিশু সুরক্ষা এবং শিশু উন্নয়ন কর্মীরাই এই প্রকল্পের কাজ দেখভাল করেন । 

বালিকা সমৃদ্ধি প্রকল্পে কিভাবে আবেদন করবেন ? 

আপনি চাইলে এই প্রকল্পে অফলাইন – অনলাইন দু’তরফেই আবেদন করতে পারেন । অফ্লাইনে আবেদনের জন্য আপনার এলাকায় অঙ্গনওয়ারি বা স্বাস্থ্য কেন্দ্র থেকে আবেদন পত্র সংগ্রহ করতে হবে । তারপর নির্দিষ্ট তথ্য পূরণ করে টা জমা করতে হবে নির্দিষ্ট গাইড অনুযায়ী অন্যদিকে আপনি যদি অনলাইনে আবেদন করতে চান তাহলে সরকারি তরফে দেওয়া নির্দিষ্ট ওয়েব সাইট থেকে আবেদন পত্র সংগ্রহ করে নির্দিষ্ট তথ্য আপলোড করে আবেদন পত্র সাবমিট করতে হবে । এ ক্ষেত্রে গ্রামীণ ও শহর এলাকা দুটি ক্ষেত্রে আবেদন পত্রের ধরণ ভিন্ন প্রক্রিয়া দ্বারা পরিচালিত । 

আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস – 

বালিকা সমৃদ্ধি প্রকল্পে আবেদনের জন্য পিতা – মাতা কে নিম্ন লিখিত ডকুমেন্টস গুলি অবশ্যই সংগ্রহের তালিকায় রেখে ডিতে হবে । যেমন , 

শিশু কন্যা জন্ম সংশাপত্র অর্থাৎ বার্থ সার্টিফিকেট । আঁধার কার্ড, বাসস্থানের প্রমাণ পত্র , ইনকাম সার্টিফিকেট ইত্যাদি । তাহলে আর দেরি না করে এখনই নাম লেখান সরকারি এই প্রকল্পে । আর আপনার কন্যা সন্তানের ভবিষ্যৎ উজ্জ্বল করুন এক নিমেষে । 

এই ধরণের সরকারি প্রকল্পের খোঁজ পেতে নজর রাখুন bongodhara.com – এ 

Join Telegram Channel : Click Here

written by – Somnath Pal . 

TAG – #GOVT #SCHEME #BALIKA SAMRIDDHI YOJNA #ANGANWADI #CHILD

Leave a Comment